ভারতীয় মহিলা ক্রিকেটার মিতালি রাজের জীবনী নিয়ে নির্মিতব্য ‘সাবাশ মিতু’ সিনেমার কাজ শুরু হয়েছিলো চলতি বছরের এপ্রিলে। কিন্তু করোনার নতুন প্রাদুর্ভাবের কারনে স্থগিত হয়ে গিয়েছিলো এই সিনেমার দৃশ্যধারনের কাজ। শাহরুখ খান অভিনীত ‘রাইস’ খ্যাত নির্মাতা রাহুল ডুলাকিয়া পরিচালক হিসেবে শুরু করলেও জানা গেছে বদলে গেছে সিনেমাটির পরিচালক। রাহুল ডুলাকিয়ার বদলে এখন সিনেমাটি পরিচালনা করছেন সৃজিত মুখার্জি। করোনার কারনে শিডিউল ওলটপালট হয়ে যাওয়ার কারনে পরিচালক পরিবর্তন করতে হয়েছে বলে জানিয়েছেন নির্মাতারা।
এ প্রসঙ্গে সিনেমাটির প্রযোজনা সংস্থা ভায়াকম১৮ স্টুডিওস’র সিওও অজিত আন্ধারে বলেন, ‘করোনার কারনে সিনেমাটির শিডিউল পরিবর্তনের প্রয়োজন হয় এবং সেই কারনে সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন রাহুল। এটা খুবই দুর্ভাগ্যজনক যে, যে স্বপ্নকে এতদিন ধরে লালন করেছেন সেটা থেকে তাকে সরে যেতে হয়েছে। কিন্তু সিনেমাটিতে তার অবদান অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে। আমি এর জন্য তাকে ধন্যবাদ জানাই শুভ কামনা জানাচ্ছি।‘
SRIJIT MUKHERJI TO DIRECT TAAPSEE STARRER… #ShabaashMithu – the biopic on the life of #cricket legend #MithaliRaj – will now be directed by #SrijitMukherji… Initially, #RahulDholakia was directing the film… Stars #TaapseePannu… Produced by Viacom18 Studios. pic.twitter.com/YnedleLBw7
— taran adarsh (@taran_adarsh) June 22, 2021
সৃজিত মুখার্জিকে পরিচালক ঘোষনা করে তিনি আরো বলেন, ‘এখন সিনেমাটি পরিচালনা করছেন সৃজিত মুখার্জি। সৃজিত এর আগে আমাদের সাথে রয় সিনেমায় কাজ করেছেন। এখন আমারা একসাথে ক্রিকেট নিয়ে সিনেমার নির্মানের জন্য কাজ করতে যাচ্ছি। আমি বিশ্বাস করি তিনি তার সব ধ্যান এবং শিল্পজ্ঞান এই স্বপ্নের সিনেমায় ব্যবহার করবেন।‘
এদিকে সিনেমাটি থেকে সরে যাওয়া প্রসঙ্গে রাহুল ডুলাকিয়া বলেন, ‘যে মুহূর্তে আমি চিত্রনাট্য পড়েছি, নিশ্চিত ছিলাম সিনেমাটি আমিই করব। কিন্তু কোভিড সবকিছু লন্ডভণ্ড করে দিয়েছে। এই সিনেমা আমার প্যাশন। অনেক স্মৃতি জড়িয়ে রইলো। সরাসরি যুক্ত না থাকলেও সিনেমাটির সঙ্গে মনে মনে জুড়ে থাকব।’
প্রসঙ্গত স্পোর্টস ভিত্তিক এই সিনেমার জন্য এতদিন নিজেকে শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত করেছেন তাপসী। কঠিন অনুশীলনের মধ্যে বাঁধা ছিল তার রুটিন। কড়া ডায়েটে নিজেকে রেখেছিলেন। পাশাপাশি মাঠে একজন খেলোয়াড়ের শরীরী মেজাজ, মানসিক গঠন যেমন থাকে, তা পুরোপুরি বজায় রাখার জন্য নিজেকে বাইরের জগত থেকে আলাদা করে নিয়েছেন তাপসী।
ভায়াকম১৮ স্টুডিওস প্রযোজিত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন প্রিয়া আবেন। ভারতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মিথিলা রাজের প্রেরণামূলক গল্প নিয়ে তৈরি হচ্ছে ‘সাবাশ মিতু’। রুপালি পর্দায় মিতালির বায়োপিক দেখার জন্য মুখিয়ে আছেন সিনেপ্রেমীরা।
আরো পড়ুনঃ
নির্মিতব্য ১০টি স্পোর্টস ভিত্তিক বলিউড সিনেমার বিস্তারিত
‘রেশমি রকেট’ শেষ: নতুন সিনেমার প্রস্তুতি শুরু করলেন তাপসী পান্নু
আবারো থ্রীলার সিনেমায় অভিনয় করছেন তাপসী পান্নু!