এবার বড় পর্দায় আসছে ‘মির্জাপুর’: পাওয়া গেলো আনুষ্ঠানিক ঘোষণা

বড় পর্দায় আসছে ‘মির্জাপুর’

অ্যামাজন প্রাইমের অন্যতম আলোচিত সিরিজ ‘মির্জাপুর’। এই সিরিজের সিজন থ্রি’র অভিনব সাফল্যের পর এটিকে বড় পর্দার সিনেমা হিসেবে নির্মানের ঘোষণা দিয়েছেন নির্মাতারা। অ্যামাজন এমজিএম স্টুডিও এবং এক্সেল এন্টারটেইনমেন্ট যৌথ আয়োজনে এবার বড় পর্দায় আসছে ‘মির্জাপুর’ এবং এর জটিল সব ক্ষমতার সমীকরণ।

‘মির্জাপুর’-এর এই অতুলনীয় বিশ্বকে বড় পর্দায় প্রসারিত করার ঘোষণায় দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন সিরিজটির ভক্তরা। পুনীত কৃষ্ণ দ্বারা নির্মিত এবং গুরমিত সিং পরিচালিত ‘মির্জাপুর’ সিনেমাটি আগামী ২০২৬ সালে মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতারা। প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি ভারতসহ বিশ্বের ২৪০টি দেশের মানুষ অ্যামাজন প্রাইম ওটিটি’তে উপভোগ করতে পারবেন।

নির্মিতব্য এই সিনেমাটিতে ‘মির্জাপুর’-এর সব মুখ্য চরিত্র উপস্থিত থাকবেন। কালেন ভাইয়া (পঙ্কজ ত্রিপাঠি), গুড্ডু পণ্ডিত (আলি ফজল) এবং মুন্না ত্রিপাঠি (দিব্যেন্দু)-এর সাথে থাকছেন অভিষেক ব্যানার্জী। অভিষেক ব্যানার্জী এই সিরিজে কম্পাউন্ডারের ভূমিকায় অভিনয় করেছেন। জানা গেছে প্রেক্ষাগৃহে মুক্তির আট সপ্তাহ পর সিনেমাটি ওটিটি প্লাটফর্মে দেখতে পারবেন দর্শকরা।

‘মির্জাপুর’ ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয়তায় নিজের উচ্ছ্বাস প্রকাশ করে প্রাইম ভিডিও ইন্ডিয়া-এর কনটেন্ট লাইসেন্সিং পরিচালক মনীশ মেনহানি বলেন ‘এর সূক্ষ্ম চরিত্র, অবিস্মরণীয় কথোপকথন এবং উত্তেজনাপূর্ণ গল্পের মাধ্যমে, মির্জাপুর নিজেকে সবচেয়ে প্রিয় ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে একটি হিসাবে প্রতিষ্ঠিত করেছে। আমরা আমাদের দর্শকদের বৈচিত্র্যপূর্ণ স্বাদ প্রতিফলিত করে এমন উপযোগী বিষয়বস্তু তৈরিতে গর্ববোধ করি’।

আর এই ফ্র্যাঞ্চাইজিকে বড় পর্দায় নিয়ে আসা প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘যেহেতু মির্জাপুর ব্যাপক প্রশংসা অর্জন করে চলেছে, আমরা এই ফ্র্যাঞ্চাইজিটিকে বড় পর্দায় প্রসারিত করতে পেরে উচ্ছ্বসিত। ভক্তদের একটি রোমাঞ্চকর সিনেমাটিক অভিজ্ঞতা পাবেন এর মাধ্যমে। এক্সেল এন্টারটেইনমেন্ট সহযোগিতায়, এই উচ্চাভিলাষী ঘোষণাটি মির্জাপুরের জগতে একটি নতুন উত্তেজনাপূর্ণ অধ্যায়কে চিহ্নিত করে আমরা এই নতুন যাত্রা শুরু করছি।‘

অন্যদিকে এক্সেল এন্টারটেইনমেন্টের প্রযোজক রিতেশ সিধওয়ানি এবং ফারহান আখতার বলেন, ‘আমাদের দর্শকদের কাছে মির্জাপুরের অসাধারণ অভিজ্ঞতা নিয়ে আসাটা আমাদের জন্য একটি যুগান্তকারী মাইলফলক। এবার এটি বড় পর্দায় অভিষেকে দর্শকদের আরো বিনোদনের সুযোগ তৈরি হতে যাচ্ছে। তিনটি সফল সিজনে এই প্রশংসিত ফ্র্যাঞ্চাইজিটি তার শক্তিশালী গল্প বলার এবং স্মরণীয় চরিত্রগুলির মাধ্যমে অমর হয়ে থাকবে।‘

সিরিজের চেয়ে সিনেমাটি আরো আকর্ষণীয় হতে যাচ্ছে ইঙ্গিত দিয়ে তারা আরো বলেন, ‘আমরা বিশ্বাস করি যে এই ধরনের মূল্যবান সিরিজকে একটি চলচ্চিত্রে রূপান্তরিত করা নিঃসন্দেহে আরও বেশি আকর্ষণীয় অভিজ্ঞিতার জন্ম দিবে। আবারও, আমরা প্রাইম ভিডিওর সাথে সহযোগিতা করতে আগ্রহী এবং একটি দুর্দান্ত সিনেমাটিক অভিজ্ঞতা দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছি।‘

ওটিটি প্লাটফর্মে ব্যাপক জনপ্রিয়তার পর এবার বড় পর্দায় আসছে ‘মির্জাপুর’ ফ্র্যাঞ্চাইজি। খবরটি নিঃসন্দেহে ভক্তদের জন্য দারুণ উত্তেজনার। এই সিরিজের প্রধান চরিত্রগুলো সাধারণ দর্শকদের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে। বড় পর্দায় মুক্তির পর দর্শকদের প্রত্যাশা ধরে রাখতে নির্মাতারা কতটুকু সফল হন সেটা সময়ই বলে দিবে।

আরো পড়ুনঃ
জন্মদিনে ভক্তদের জন্য দারুণ উপহার নিয়ে হাজির হচ্ছেন শাহরুখ খান
পুলিশ ইউনিভার্সে চুলবুল পান্ডে! দীপাবলিতে দেখা হচ্ছে সিঙ্গামের সাথে
একই সাথে নির্মিত হবে ‘গজিনি’ সিক্যুয়েলের হিন্দি এবং তামিল সংস্করণ

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত