বক্স অফিসে সংঘর্ষ এড়াতে পিছিয়ে যাচ্ছে আমির খানের ‘লাল সিং চাড্ডা’

বক্স অফিসে সংঘর্ষ

বক্স অফিসে সংঘর্ষ

সাম্প্রতিক সময়ে মুক্তিপ্রাপ্ত বেশ কয়েকটি সিনেমার বক্স অফিস আয় ভারতের সিনেমায় দক্ষিনি সিনেমার অবস্থান শক্তিশালী করছে। সর্বশেষ আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা’ সিনেমাটি দক্ষিনের গণ্ডি পেরিয়ে পুরো ভারতে সিনেমাগুলোর জনপ্রিয়তা প্রমাণ করেছে আবারো। চলতি বছরে দক্ষিনের মুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলোর মধ্যে দর্শকদের আগ্রহের শীর্ষে রয়েছে ‘কেজিএফ চ্যাপ্টার ২’ সিনেমাটি। ঘোষনা অনুযায়ী একই দিনে মুক্তির কথা ছিলো ‘কেজিএফ ২’ এবং আমির খানের ‘লাল সিং চাড্ডা’। তবে জানা গেছে বক্স অফিসে সংঘর্ষ এড়াতে পিছিয়ে যাচ্ছে ‘লাল সিং চাড্ডা’ সিনেমাটি।

ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ‘পুষ্পা’ সিনেমার বক্স অফিস সাফল্যে নিজেদের সিনেমা মুক্তি নিয়ে নতুন করে ভাবছেন ‘লাল সিং চাড্ডা’ নির্মাতারা। কোন প্রতিযোগিতা না থাকা স্বত্বেও রনভীর সিং অভিনীত ‘৮৩’ সিনেমাকে পিছনে ফেলে ব্লকবাস্টার ব্যবসা করেছে আল্লু অর্জুনের ‘পুষ্পা’। বক্স অফিসে ‘পুষ্পা’ সিনেমার সাফল্যের কারনে ‘লাল সিং চাড্ডা’ সিনেমার মুক্তি নিয়ে নতুন পরিকল্পনা করছেন নির্মাতারা। জানা গেছে বক্স অফিসে সংঘর্ষ এড়াতে পিছিয়ে যাচ্ছে আমির খানের ‘লাল সিং চাড্ডা’।

২০১৮ সালের ক্রিসমাসে মুক্তিপ্রাপ্ত ‘কেজিএফ চ্যাপ্টার ১’ সিনেমাটি ভারতজুড়ে দুর্দান্ত ব্যবসা করতে সক্ষম হয়েছিলো। সিনেমাটির বক্স অফিস সাফল্য ইতিমধ্যে ‘কেজিএফ’কে ভারতের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্ছাইজি হিসেবে প্রতিষ্ঠা করেছে। প্রথম পর্বের সাফল্যের পর দ্বিতীয় পর্বটি নিয়ে দর্শকদের আগ্রহ আকাশচুম্বী। একই দিনে মুক্তি পেলে স্ক্রিন ভাগাভাগির কারনে দুটি সিনেমার বক্স অফিস আয়ে প্রভাব পরতে পারে বলে করছেন সংশ্লিষ্টরা।

এর আগে আমির খান জানিয়েছেন একই সময়ে ‘কেজিএফ চ্যাপ্টার ২’ এবং ‘লাল সিং চাড্ডা’ সিনেমা দুটির মুক্তি খুবই দুঃখজনক। এই অনাকাঙ্ক্ষিত বক্স অফিস সংঘর্ষের জন্য ‘কেজিএফ চ্যাপ্টার ২’ সিনেমার প্রযোজক, পরিচালক এবং অভিনেতার কাছে লিখিত ক্ষমাপ্রার্থনা করেছেন এই অভিনেতা। এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘সিনেমার মুক্তির তারিখ চূড়ান্ত করার আগে আমি কেজিএফ চ্যাপ্টার ২ সিনেমার প্রযোজক, পরিচালক এবং প্রধান তারকার কাছে ক্ষমাপ্রার্থনা করেছি। আমি তাদেরকে লিখিতভাবে আমার অবস্থান পরিষ্কার করেছি।‘

প্রসঙ্গত, কোন ধরনের প্রচারণা ছাড়াই ‘পুষ্পা’ সিনেয়াম্র হিন্দি সংস্করণ বক্স অফিসে ঝড় তুলেছে। ইতিমধ্যে সিনেমাটির হিন্দি সংস্করণ বক্স অফিসে প্রায় ১০০ কোটি রুপি আয় করতে সক্ষম হয়েছে। এর এক সপ্তাহ পরে মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমা ‘৮৩’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও টানা পঞ্চম সপ্তাহে ব্যবসা করছে আল্লু অর্জুন অভিনীত সিনেমাটি। হিন্দি ভাষাভাষীদের সিনেমার মার্কেটে দক্ষিন ভারতীয় প্যান ইন্ডিয়া সিনেমাগুলো জনপ্রিয়তা দিন বাড়ছে বলে মনে করছেন ভারতের সিনেমার ট্রেড বিশেষজ্ঞরা।

‘লাল সিং চাড্ডা’ সিনেমাটি হলিউড অভিনেতা টম হ্যাংস অভিনীত ‘ফরেস্ট গাম্প’ সিনেমাটির অফিশিয়াল রিমেক। সিনেমাটি পরিচালনা করেছেন অদ্বৈত চন্দন। আর এই সিনেমায় আমির খানের বিপরীতে অভিনয় করেছেন কারিনা কাপুর খান। এছাড়া এই সিনেমার মাধ্যমে বলিউডের সিনেমায় অভিষিক্ত হচ্ছে তামিলের জনপ্রিয় তারকা নাগা চৈতন্য। উল্লেখ্য যে, ‘লাল সিং চাড্ডা’ সিনেমাটির ভিএফএক্সের দায়িত্বে রয়েছে শাহরুখ খানের প্রতিষ্ঠান রেড চিলিস ভিএফএক্স। সিনেমাটি আগামী ১৪ই এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিলো।

আরো পড়ুনঃ
‘লাল সিং চাড্ডা’র মুক্তি নিয়ে ‘কেজিএফ’ টিমের কাছে আমির খানের ক্ষমাপ্রার্থনা
পিছিয়ে গেলো ‘লাল সিং চাড্ডা’: বক্স অফিসে মুখোমুখি আমির খান এবং ইয়াশ!

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত