প্রেক্ষাগৃহে ‘পাঠান’ সিনেমার মুক্তি বিশ্বব্যাপী বক্স অফিসের রেকর্ডের খাতা ওলটপালট হয়ে গেছে। বলিউডের সিনেমা হিসেবে প্রথম দুই দিনে সম্ভাব্য সব রেকর্ড ভেঙ্গে দিয়েছেন শাহরুখ খান। এর মাধ্যমে বলিউডে দেখা গেছে এক নবজাগরণ। মাল্টিপ্লেক্সের পাশাপাশি একক স্ক্রিনের প্রেক্ষাগৃহেও দেখা গেছে ‘পাঠান উম্মাদনা। মাত্র দুই দিনে বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ২২০ কোটি রুপি। তৃতীয় দিনেও প্রেক্ষাগৃহে ‘পাঠান’ সিনেমার আয়ের ধারা অব্যাহত রেখেছে। জানা গেছে ‘পাঠান’ সিনেমার ঐতিহাসিক শুরুর পর নির্মানাধীন ‘জওয়ান’ সিনেমার দৃশ্যধারনে ফিরছেন বলিউড বাদশা।
ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, ‘পাঠান’ সিনেমার মুক্তি উপলক্ষ্যে একমাস বিরতিতে ছিলেন বলিউড বাদশা। গত ২৫শে জানুয়ারি সিনেমাটি বিশ্বব্যাপী হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় মুক্তি পেয়েছে। প্রেক্ষাগৃহে ‘পাঠান’ সিনেমার ঐতিহাসিক শুরু নিশ্চিত হওয়ার পর এবার ‘জওয়ান’-এর দৃশ্যধারনে ফিরছেন শাহরুখ খান। সবকিছু ঠিক থাকলে আগামী ১লা ফেব্রুয়ারি থেকে সিনেমাটির দৃশ্যধারনে অংশ নিতে যাচ্ছেন এই তারকা।
বলিউড ভিত্তিক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, আগামী সপ্তাহ থেকে ‘জওয়ান’ সিনেমার দৃশ্যধারনে শুরু করছেন শাহরুখ খান। মোট ছয়দিনের শিডিউলে সিনেমাটির একটি অ্যাকশন দৃশ্যের চিত্রায়নে অংশগ্রহণ করবেন তিনি। এই শিডিউলে শাহরুখ খানের সাথে চিত্রায়নে অংশ নিবেন সানিয়া মালহোত্রাও। ৩১শে জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ‘জওয়ান’ সিনেমার এই শিডিউলের জন্য ইতিমধ্যে শুরু করেছেন অ্যাটলি কুমার এবং তার টিম। এরপর সিনেমাটির কয়েকটি দৃশ্যের চিত্রায়নে অংশ নিবেন বিজয় সেতুপতি এবং প্রিয়ামনি।
এদিকে ইতিমধ্যে সিনেমাটির পোষ্ট প্রোডাকশনের কাজ শুরু করেছেন অ্যাটলি কুমার এবং তার টিম। দৃশ্যধারন এবং পোষ্ট প্রোডাকশন দুটি কাজ পাশাপাশি এগিয়ে নিয়ে যাচ্ছেন তামিল সিনেমার জনপ্রিয় এই নির্মাতা। সিনেমাটির অবশিষ্ট অংশের কাজ আগামী মার্চের মধ্যে শেষ হবে বলে উল্লেখ আছে উক্ত প্রতিবেদনে। ভারতের একাধিক শহরে সিনেমাটির বাকী অংশের দৃশ্যধারনে কাজ হবে বলে জানিয়েছে সিনেমাটির সাথে সংশ্লিষ্ট একটি সুত্র।
রেড চিলিসের ব্যানারে নির্মানাধীন ‘জওয়ান’ সিনেমাটি শাহরুখ খানের প্রথম প্যান ইন্ডিয়া সিনেমা হতে যাচ্ছে। হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, মালয়ালাম এবং কন্নড় ভাষায় মুক্তি পেতে যাচ্ছে বহুল আলোচিত এই সিনেমাটি। আগামী ২রা জুন বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’। সিনেমাটিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করছেন দক্ষিণের সিনেমার লেডি সুপারস্টার খ্যাত নয়নতারা। শাহরুখ খান অভিনীত এই সিনেমাটির মাধ্যমে বলিউডে অভিষিক্ত হতে যাচ্ছেন এই তারকা।
প্যান ইন্ডিয়া দর্শকদের কথা বিবেচনা করে নির্মানাধীন সিনেমাটিতে দেখা যাবে একঝাক প্যান ইন্ডিয়া তারকাকে। শাহরুখ খান এবং নয়নতারার সাথে সিনেমাটিতে খলচরিত্রে অভিনয় করছেন তামিলের জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতি। এছাড়া সিনেমাটিতে আরো অভিনয় করছেন সানিয়া মালহোত্রা, প্রিয়ামনি, ইয়োগি বাবু, রিধি দূর্গা এবং সুনীল গ্রোভার। গুঞ্জন অনুযায়ী ‘জওয়ান’ সিনেমায় দ্বৈত চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। এতে অতিথি চরিত্রে থাকছেন দীপিকা পাডুকোন।
প্রসঙ্গত, অ্যাটলি কুমারের সিনেমার স্বভাবসুলভ বাণিজ্যিক উপকরন নিয়ে তৈরি করা হয়েছে এই সিনেমার চিত্রনাট্য। অ্যাটলি কুমার পরিচালিত শাহরুখ খানের এই সিনেমার চিত্রনাট্যে দর্শকদের জন্য বড় ধরনের কিছু সারপ্রাইজও থাকছে। জানা গেছে সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা বিনোদনের উপদান নিয়ে হাজির হচ্ছেন অ্যাটলি কুমার এবং শাহরুখ খান। সিনেমাটির পুরো চিত্রনাট্য রচনা করেছেন অ্যাটলি কুমার নিজে। প্রেক্ষাগৃহে ‘পাঠান’ সিনেমার ঐতিহাসিক শুরুর পর ‘জওয়ান’ নিয়ে সবার প্রত্যাশা এখন আকাশচুম্বী।
উল্লেখ্য যে, যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অংশ হিসেবে নির্মিত হয়েছে ‘পাঠান’। শাহরুখ খানের সাথে এই সিনেমায় আরো অভিনয় করেছেন দীপিকা পাডুকোন এবং জন আব্রাহাম। শাহরুখ খানের মত সিনেমাটিতে দীপিকাকেও ভারতীয় গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা চরিত্রে দেখা যাবে। আর এতে জন আব্রাহাম থাকছেন নেতিবাচক চরিত্রে। এছাড়া এতে অতিথি চরিত্রে হাজির হচ্ছেন বলিউডের ভাইজান সালমান খান। আর সিনেমাটি পরিচালনা করেছেন ‘ওয়ার’ খ্যাত নির্মাতা সিদ্ধার্ত আনন্দ।
আরো পড়ুনঃ
‘পাঠান’ বক্স অফিস: দুই দিনে বিশ্বব্যাপী আটটি রেকর্ড গড়লেন শাহরুখ খান
‘জওয়ান’ সিনেমায় ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক নিচ্ছেন বিজয় সেতুপতি
ঘোষণাতেই ঝড় তুললো শাহরুখ খানের প্রথম প্যান ইন্ডিয়া সিনেমা ‘জওয়ান’