দক্ষিনী সিনেমার অভিনেত্রী তাপসী পান্নু বলিউডে ‘পিঙ্ক’ সিনেমার মাধ্যমে আলোচনায় আসেন। নারীকেন্দ্রিক সিনেমার জন্য বলিউডের নির্মাতাদের অন্যতম পছন্দের নাম এখন তাপসী পান্নু। সম্প্রতি তিনি শেষ করেছেন ‘রেশমি রকেট’ সিনেমার চিত্রায়ন। ‘রেশমি রকেট’ শেষে এবার নতুন সিনেমার প্রস্তুতি শুরু করলেন তাপসী পান্নু – নেমে গেলেন ব্যাট হাতে।
গুজরাটের একজন এথলেটের জীবনের উপর ভিত্তি করে নির্মিত এই সিনেমা আর এর নাম ভূমিকায় অভিনয় করেছেন তাপসী পান্নু। এই চরিত্রের প্রস্তুতিতে তাপসীর ঘাম ঝাড়ানোর ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। আকর্ষ খোরানা পরিচালিত সিনেয়ামটি চলতি বছরের দ্বিতীয় ভাগে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এদিকে ‘রেশমি রকেট’ এর কাজ শেষ হওয়ার পর তাপসী পান্নু এখন শুরু করেছেন তার নতুন সিনেমার প্রস্তুতি। জানা গেছে তার নতুন এই সিনেমাটিও একজন ক্রিকেটারের জীবনী নিয়ে নির্মিত হতে যাচ্ছে। মিতালি রাজের জীবনী নিয়ে নির্মিতব্য এই সিনেমার জন্য ক্রিকেটের প্রশিক্ষন শুরু করেছেন এই তারকা।
And romance with the bat n the ball has begun….
long way to go but a good start is half job done 🙂
This is going to be another milestone of sorts….
For our captain cool @M_Raj03 and all her #WomenInBlue ? ?? #ShabaashMithu @rahuldholakia @AndhareAjit @Viacom18Studios pic.twitter.com/8ZK5yNfGZK— taapsee pannu (@taapsee) January 27, 2021
নিজের সোশ্যাল মিডিয়াতে পোষ্টের মাধ্যমে নিজের প্রস্তুতি শুরু ঘোষনা দিয়েছেন এই তারকা। ‘সাবাশ মিঠু’ নামের সিনেমাটি পরিচালনা করছেন ‘রাইস’ খ্যাত পরিচালক রাহুল ডুলাকিয়া। আর সিনেমাটি প্রযোজনা করছে ভায়াকম ১৮ স্টুডিওস।
আরো পড়ুনঃ
রাজকুমার হিরানির সিনেমায় শাহরুখ খানের নায়িকা হচ্ছেন তাপসী পান্নু!
স্পোর্টস ভিত্তিক বলিউড সিনেমাঃ নির্মিতব্য ১০টি স্পোর্টস ভিত্তিক সিনেমার বিস্তারিত
বলিউড ২০২১: ৫টি শক্তিশালী নারীকেন্দ্রিক সিনেমা