আলী আব্বাস জাফর পরিচালিত ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ। বলিউডের দুই প্রজন্মের দুই অ্যাকশন তারকাকে নিয়ে নির্মিতব্য সিনেমাটি ঘোষনার পর থেকে আলোচনায়। কিছুদিন আগে জানা গিয়েছিলো ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ সিনেমায় খালনায়ক চরিত্রে পৃথ্বীরাজ সুকুমারন অভিনয় করছেন। খবরটি প্রকাশের পর সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ বেড়েছে কয়েকগুণ। সম্প্রতি জানা গেছে ইতিমধ্যে সিনেমাটির প্রথম লটের দৃশ্যধারন শেষ করেছেন নির্মাতারা।
‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ সিনেমাটির প্রথম শিডিউলের দৃশ্যধারন শেষ হওয়ার খবরটি জানিয়েছেন এর পরিচালক আলী আব্বাস জাফর নিজেই। ঘোড়ায় চড়ে একসাথে অক্ষয় কুমার এবং টাইগার শ্রফের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন এই নির্মাতা। তবে প্রকাশিত ছবিতে এই দুই তারকার চেহারা দেখা যাচ্ছেনা। ইতিমধ্যে ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। আলী আব্বাস জাফরের পরিচালনায় দুর্দান্ত একটি অ্যাকশন সিনেমা আসছে বলে মন্তব্য করছেন অনেকে।
‘বড় মিয়াঁ ছোট মিয়াঁ’ সিনেমার একটি দৃশ্যে অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ। সম্প্রতি শেষ হয়েছে সিনেমাটির প্রথম লটের দৃশ্যধারন।#ফিল্মীমাইক #বলিউড #Filmymike #Bollywood #BMCM #AkshayKumar #TigerShroff #AliAbbasZafar pic.twitter.com/hL0rroqFpB
— FilmyMike.com (@FilmyMikeBD) February 19, 2023
এদিকে আলী আব্বাস জাফরের টুইট থেকে জানা গেছে প্রথম শিডিউলে ভারতে সিনেমাটির দৃশ্যধারন করেছেন তিনি। ভারতের পর অক্ষয় কুমার এবং টাইগার শ্রফের গন্তব্য এবার স্কটল্যান্ড। ছবিটি প্রকাশ করে তার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ভারতে বিএমসিএম-এর প্রথম বড় শিডিউলের কাজ শেষ হলো। এবার সবাই স্কটল্যান্ডের জন্য প্রস্তুতি নেই।‘ উক্ত পোষ্টে তিনি অক্ষয় কুমার, টাইগার শ্রফ, পৃথ্বীরাজ সুকুমারন সহ সিনেমাটির প্রযোজকদের ট্যাগও করেছেন। তবে স্কটল্যান্ড শিডিউলের বিস্তারিত এখনো জানা যায়নি।
নির্মাতা সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিলের শেষ পর্যন্ত একটানা চলবে সিনেমাটির দৃশ্যধারনের কাজ। সিনেমাটিতে খলনায়ক চরিত্রে অভিনয় করছেন মালয়ালাম তারকা পৃথ্বীরাজ। তার সাথে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে আলী আব্বাস জাফর বলেন, ‘হ্যাঁ আমরা ছয় মাসেরও বেশী সময় ধরে সিনেমাটির প্রস্তুতি নিচ্ছি। পৃথ্বীরাজের সাথে কাজ করার জন্য আমি মুখিয়ে আছি। অ্যাকশন নির্ভর এই সিনেমায় একঝাক মেধাবীদের সাথে কাজের অভিজ্ঞতাটা অসাধারণ হতে যাচ্ছে।‘
অক্ষয় কুমার এবং টাইগার শ্রফকে নিয়ে ভিডিও প্রকাশের মাধ্যমে দেয়া হয়েছিলো সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা। এরপর থেকেই সিনেমাটি নিয়ে নতুন খবর জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা। মধ্যে একবার অতিরিক্ত বাজেটের কারনে সিনেমাটির নির্মান বাতিল হওয়ারও খবর পাওয়া গিয়েছিলো। অবশেষে সব গুঞ্জনকে উড়িয়ে দিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে সিনেমাটির কাজ শুরুর ঘোষণা দেন নির্মাতা আলী আব্বাস জাফর। এবার ইতিমধ্যে ভারতে সিনেমাটির প্রথম বড় শিডিউলের কাজ শেষে হওয়ার ঘোষণা দিলেন এই নির্মাতা।
‘সুলতান’ এবং ‘টাইগার জিন্দ্যা হ্যাঁ’ সিনেমার মাধ্যমে অ্যাকশন নির্মাতা হিসেবে নিজের গ্রহণযোগ্যতা ইতিমধ্যে প্রমাণ করেছেন আলী আব্বাস জাফর। তার পরিচালিত সর্বশেষ সিনেমাটি হচ্ছে সালমান খান অভিনীত ‘ভারত’। এছাড়া রনবীর সিং এবং অর্জুন কাপুরকে নিয়ে ‘গুন্ডে’ সিনেমাটিও পরিচালনা করেছেন আলী আব্বাস জাফর। অক্ষয় কুমার এবং টাইগার শ্রফের সাথে পৃথ্বীরাজ সুকুমারনের সংযুক্তিতে সিনেমাটি নিয়ে সবার প্রত্যাশা ইতিমধ্যে আকাশচুম্বী। এছাড়া সিনেমাটিতে মানুশি চিল্লার এবং সোনাক্ষী সিনহার অভিনয়ের বিষয়টি চুরান্ত করেছেন নির্মাতারা।
পূজা এন্টারটেইনমেন্টের উপস্থাপনায় ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ সিনেমাটিতে সহযোগিতায় রয়েছে এএজেড ফিল্মস। পরিচালনার পাশাপাশি সিনেমাটির গল্প এবং চিত্রনাট্য রচনা করেছেন আলি আব্বাস জাফর। আর সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছেন বাশু ভাগনানি, দীপশিখা দেশমুখ, জ্যাকি ভাগনানি, হিমাংশু কিশান মেহরা এবং আলী আব্বাস জাফর। এখন পর্যন্ত ঘোষণা অনুযায়ী ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ সিনেমাটি আগামী ক্রিসমাসে মুক্তি পেতে যাচ্ছে। একই সময়ে শাহরুখ খান এবং রাজকুমার হিরানির ‘ডানকি’ সিনেমাটিও মুক্তির কথা রয়েছে। পরিবর্তন না হলে, আগামী ডিসেম্বরে বক্স অফিসে মুখোমুখি হতে যাচ্ছেন অক্ষয় কুমার এবং শাহরুখ খান।
আরো পড়ুনঃ
২০২৩ সালে বলিউডের প্রতীক্ষিত সিনেমা এবং সম্ভাব্য বক্স অফিস আয়
ছয় সিনেমা নিয়ে বক্স অফিসে পুনর্জাগরণের অপেক্ষায় অক্ষয় কুমার
‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ সিনেমায় খালনায়ক চরিত্রে পৃথ্বীরাজ সুকুমারন