সাম্প্রতিক সময়ে দক্ষিনের সিনেমাগুলোর হিন্দি সংস্করণ বলিউডে রেকর্ড পরিমাণ ব্যবসা করতে সক্ষম হয়েছে। দক্ষিনের ডাব করা সিনেমাগুলোর সামনে মুখ থুবড়ে পড়ছে বলিউডের সিনেমাগুলো। গত বছরের শেষে ‘পুষ্পা’ সিনেমার পত সর্বশেষ ‘আরআরআর’ এবং ‘কেজিএফ চ্যাপ্টার ২’ সেই ধারাবাহিকতায় বক্স অফিসে ঝড় তুলেছে। প্যান ইন্ডিয়া মুক্তি এবং বলিউডের সিনেমার এই চলমান বিতর্ক নতুন করে উসকে দিলেন নির্মাতা রাম গোপাল ভার্মা।
কিছুদিন আগে হিন্দিকে জাতীয় ভাষা হিসেবে আখ্যায়িত করার প্রেক্ষিতে টুইটারে বিতর্কে জড়ান বলিউড তারকা অজয় দেবগণ এবং কন্নড় অভিনেতা কিচ্চা সুদীপ। মাইক্রো ব্লগিং সাইট টুইটারে একে অপরের কথার জবাব দিয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন এই দুই তারকা। সেই বিতর্কে নাম লিখিয়েছেন বলিউড এবং দক্ষিণের আরো কয়েকজন তারকা। তবে এই বিতর্কের প্রেক্ষিতে এবার বলিউড তারকাদের চ্যালেঞ্জ করলেন রাম গোপাল ভার্মা।
বর্তমানে তেলুগু এবং কন্নড় সিনেমার কাছে বলিউড সিনেমার ধরাশয়ী হওয়ার প্রেক্ষিতে রাম গোপাল লিখেন, ‘তেলুগু এবং কন্নড় ডাব সিনেমা হিন্দিতে সর্বকালের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা হিসেবে আবির্ভুত হওয়ার কারনে বলিউড থমকে গেছে। হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিতে নির্মিত প্রতিটি হিন্দি সিনেমা মুখ থুবড়ে পড়ছে দক্ষিণের সিনেমার কাছে। মানুষ এখন সিনেমার বিষয়বস্তু পছন্দ করছে, সেটা কোন ইন্ডাস্ট্রি থেকে আছে তা বিবেচনা করছে না।‘
Presently Bollywood’s shock is a Kannada dubbed film and a Telugu dubbed film are the biggest BLOCKBUSTER Hindi films of all time, beating every Hindi original film made ever since Hindi industry began,proving that people are liking content and don’t care where it’s coming from
— Ram Gopal Varma (@RGVzoomin) April 29, 2022
এরপর বেশ কয়েকটি টুইটে রাম গোপাল ভার্মা দক্ষিণের সিনেমার কাছে বলিউডের সিনেমার ব্যর্থতার চিত্র তুলে ধরেন। এ প্রসঙ্গে তিনি লিখেন, ‘প্রবাস, যশ, রাম চরন, আল্লু অর্জুন, তারাক নিজেদের সিনেমা নিয়ে বলিউডে আসছেন এবং রনভির সিং, রনবীর কাপুর, অক্ষয় কুমার, অজয় দেবগণ এবং জন আব্রাহামের মত বলিউড তারকাদের প্রতিনিয়ত পরাজিত করছেন।‘
এরপর বলিউড তারকাদের নিজেদের সিনেমা দক্ষিণের আঞ্চলিক ভাষায় মুক্তি দেয়ার চ্যালেঞ্জ করেছেন এই নির্মাতা। চ্যালেঞ্জ করে তিনি আরো লিখেন, ‘চ্যালেঞ্জ হিসেবে রনভির সিং, রনবীর কাপুর, অক্ষয় কুমার, অজয় দেবগণ, জন আব্রাহাম তাদের হিন্দি সিনেমা তেলুগু, কন্নড় ভাষায় মুক্তি দিয়ে প্রবাস, যশ, রাম চরন, তারাক, আল্লু অর্জুনের সিনেমার চেয়ে বেশী আয় করে দেখাক।‘
As a challenge #RanvirSingh #RanbirKapoor @akshaykumar @ajaydevgan @TheJohnAbraham etc should dub their Hindi films into Telugu, Kannada etc and BLAST #Prabhas @TheNameIsYash @alwaysramcharan @tarak9999 @alluarjun etc by making their Hindi films collect more there ?
— Ram Gopal Varma (@RGVzoomin) April 29, 2022
উল্লেখ্য যে, সর্বশেষ মুক্তিপ্রাপ্ত কন্নড় সিনেমা ‘কেজিএফ চ্যাপ্টার ২’ এর হিন্দি সংস্করণ আয়ের দিক থেকে ‘দঙ্গল’ ছাড়া অন্য সব বলিউড সিনেমাকে ছাড়িয়ে গেছে। শুধু তাই নয় এখন পর্যন্ত বিশ্বব্যাপী বক্স অফিসে সর্বাধীক আয়ের চারটি সিনেমার তিনটিই দক্ষিন ভারতীয় সিনেমা। এখন পর্যন্ত বিশ্বব্যাপী বক্স অফিসে ১,০০০ কোটি রুপি আয়ের ভারতীয় সিনেমার তালিকা নীচে দেওয়া হলো –
সিনেমার নাম | মোট আয় (কোটি রুপি) |
দাঙ্গাল | ২,০২৪ |
বাহুবলীঃ দ্য কনক্লুশন | ১,৮১০ |
আরআরআর | ১,১১৫ |
কেজিএফ চ্যাপ্টার ২ | ১,০৩০* |
প্রসঙ্গত, ঈদ উপলক্ষ্যে মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমা ‘হিরোপান্তি ২’ এবং ‘রানওয়ে ৩৪’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। এর আগে গত সপ্তাহে মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমা ‘জার্সি’ও বক্স অফিসে ব্যর্থ হয়েছিলো। তবে বর্তমানে মুক্তি প্রতীক্ষিত ‘পাঠান’, ‘টাইগার ৩’, ‘রাম সেতু’, ‘ডানকি’ সিনেমাগুলো বলিউড সিনেমার ঐতিয্য ফিরিয়ে আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মুক্তি অপেক্ষায় থাকা এবং নির্মানাধীন এই সিনেমাগুলোর সেই প্রত্যাশার কতটুকু পূরণ করতে পারে সেটা সময়ই বলে দিবে।
আরো পড়ুনঃ
চতুর্থ ভারতীয় সিনেমা হিসেবে বক্স অফিসে হাজার কোটির ঘরে ‘কেজিএফ ২’
প্রথম সপ্তাহ শেষে কত আয় করলো বক্স অফিস মনস্টার ‘কেজিএফ ২’
দ্বিতীয় সপ্তাহেও অপ্রতিরোধ্য ‘কেজিএফ ২’: হাজার কোটি সময়ের ব্যাপার