পুলিশ ইউনিভার্সে সালমান খান: বলিউডে নতুন যুগের সূচনা!

পুলিশ ইউনিভার্সে সালমান

সদ্য মুক্তিপ্রাপ্ত ‘সিঙ্গাম এগেইন’ সিনেমায় চুলবুল পাণ্ডে চরিত্রে হাজির হয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। এর মাধ্যমে পুলিশ ইউনিভার্সে সালমান খান যুক্ত হওয়ার গুঞ্জন সত্য হয়েছে। মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে রীতিমত ঝড় তুলছে। সেই সাথে এতে সালমান খানের উপস্থিতি নিয়ে উম্মাদনায় মেতেছেন তার ভক্তরা।

জনপ্রিয় নির্মাতা রোহিত শেঠি বলিউডে প্রথম ইউনিভার্স ধারনার শুরু করেছিলেন। ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘সিঙ্গাম’ সিনেমার মাধ্যমে শুরু হয়েছিলো পুলিশ ইউনিবার্সের যাত্রা। এরপর ২০১৮ সালে রনভীর সিং অভিনীত ‘সিম্বা’ সিনেমায় অজয়ের উপস্থিতির মাধ্যমে এই ইউনিভার্সকে আনুষ্ঠানিক করেছিলেন রোহিত শেঠি।

এরপর যশ রাজ ফিল্মস তাদের স্পাই ইউনিভার্সের ঘোষণা দেয়। এই ইউনিভার্সে আছেন সালমান খান (টাইগার), হৃতিক রোশন (কবির) এবং শাহরুখ খান (পাঠান)। ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দ্যা হ্যাঁ’ এবং ‘ওয়ার’ সিনেমাগুলোতে তেমন কোন ইঙ্গিত না থাকলেও, ‘পাঠান’ এবং ‘টাইগার থ্রী’ সিনেমাগুলোতে অতিথি চরিত্রে হাজির হয়েছিলেন যথাক্রমে সালমান খান এবং শাহরুখ খান।

এই ধারাবাহিকতায়, ম্যাডক ফিল্মস এবং দীনেশ ভিজান ঘোষণা দেন ‘হরর কমেডি ইউনিভার্স’। এই ইউনিভার্সের এখন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো হচ্ছে স্ত্রী (২০১৮), ভেড়িয়া (২০২২), মুঞ্জায়া (২০২৪) এবং স্ত্রী ২ (২০২৪)। সর্বশেষ এই ইউনিভার্সে যুক্ত হয়েছে নতুন সিনেমা ‘থামা’। এই সিনেমাটি ভ্যাম্পায়ার গল্পে নির্মিত হতে যাচ্ছে বলে জানা গেছে।

এই ইউনিভার্সগুলোর মধ্যে একটি মিল সবচেয়ে প্রকট। সেটি হচ্ছে এই ইউনিভার্সের সবগুলো সিনেমার কপিরাইট একই প্রযোজনা প্রতিষ্ঠানের। কিন্তু অন্য প্রতিষ্ঠানের কোন চরিত্র নিজেদের ইউনিভার্সের যুক্ত করার চেষ্টা কেউ করেননি। নিঃসন্দেহে, এরকম ক্ষেত্রে সিনেমার কপিরাইট অনেক বড় বিষয়। তাই নির্মাতারা অন্য প্রতিষ্ঠানের চরিত্র যুক্ত করার বিষয় বিবেচনা করেননি।

তবে এবার সবার থেকে একধাপ এগিয়ে গেছেন নির্মাতা রোহিত শেঠি। পুলিশ ইউনিভার্সে সালমান খান যুক্ত হওয়ার মাধ্যমে রোহিত শেঠির হাত ধরে বলিউডে নতুন যুগের সূচনা হতে যাচ্ছে বলে মনে করছেন অনেকে। কারণ আরবাজ খান ফিল্মসের ‘দাবাং’ ফ্র্যাঞ্চাইজির চরিত্র চুলবুল পাণ্ডে যুক্ত হতে যাচ্ছেন অন্য প্রযোজনা প্রতিষ্ঠানের পুলিশ ইউনিভার্সে।

এখানে বলে রাখা ভালো যে, সালমান খানকে নিয়ে ‘দাবাং’ ফ্র্যাঞ্চাইজির পরের সিনেমা নির্মান করতে যাচ্ছেন রোহিত শেঠি। ‘সিঙ্গাম এগেইন’ সিনেমার শেষে সেরকমই ইঙ্গিত দিয়েছেন এই নির্মাতারা। গুঞ্জন অনুযায়ী, ‘দাবাং ৪’ সিনেমায় সালমান খানের সাথে দেখা যাবে অজয় দেবগণকেও। এতে বাজিরাও সিঙ্গাম চরিত্রে হাজির হবেন অজয় দেবগণ।

রোহিত শেঠির হাত ধরে বলিউডে নতুন যে ধারা শুরু হতে যাচ্ছে, সেটি অন্য নির্মাতাদেরও আগ্রহ তৈরি করবে বলে মনে করছেন সবাই।  সে ক্ষেত্রে ভবিষ্যতে বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানের চরিত্রগুলো একসাথে নিয়ে সিনেমা নির্মান হলে বক্স অফিসে সুনামি প্রত্যাশা করতেই পারেন সবাই। এছাড়া এর মাধ্যমে গল্প বলার ধরণে বলিউড নতুন যুগের সূচনা করতে সক্ষম হবে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।

আরো পড়ুনঃ
নতুন মিশনে চুলবুল পাণ্ডে: এবার পরিচালকের আসনে রোহিত শেঠি!
হরর কমেডি ইউনিভার্সে যুক্ত হলো নতুন সিনেমা: এবারের গল্পে ভ্যাম্পায়ার
‘সিঙ্গাম এগেইন’ বনাম ‘ভুল ভুলাইয়া থ্রি’: অগ্রিম টিকেটে দারুণ শুরু

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত