আসছে দীপাবলিতে মুক্তি পেতে যাচ্ছে রোহিত শেঠির নতুন সিনেমা ‘সিঙ্গাম এগেইন’। অজয় দেবগণ অভিনীত এই সিনেমায় একসাথে হাজির হচ্ছেন বলিউডের প্রথম সারির একঝাক তারকা সম্প্রতি এই সিনেমা নিয়ে নিশ্চিত হওয়া গেছে আরো একটি দারুণ খবর। জানা গেছে এবার রোহিত শেঠির পুলিশ ইউনিভার্সে চুলবুল পান্ডে চরিত্রে হাজির হচ্ছেন সালমান খান।
বেশ কিছুদিন থেকে গুঞ্জন শোনা যাচ্ছিলো পুলিশ ইউনিভার্সে চুলবুল পান্ডে চরিত্রে অতিথি হিসেবে দেখা যাবে সুপারস্টার সালমান খানকে। তবে কিছুদিন আগে ভারতীয় রাজনৈতিক ব্যক্তিত্ব বাবা সিদ্দিকী খুন হওয়ার প্রেক্ষিতে দেখা গিয়েছিলো অনিশ্চয়তা। খবর ছিলো সালমান খান এই সিনেমায় তার অতিথি চরিত্রের দৃশ্যধারন বাতিল করেছেন। তবে শেষ পর্যন্ত নিজের প্রতিশ্রুতি রাখছেন সালমান খান।
ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, ‘সিঙ্গাম এগেইন’ সিনেমায় চুলবুল পাণ্ডে চরিত্রে হাজির হচ্ছেন এই তারকা। ইতিমধ্যে এই চরিত্রের জন্য তার অংশের দৃশ্যধারনও সম্পন্ন করেছেন সালমান খান। এর মাধ্যমে ভারতীয় সিনেমা ভক্তদের একটি দারুণ প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। কারণ, সালমান খানের আইকনিক এই চরিত্রটিকে পুলিশ ইউনিভার্সের দেখতে মুখিয়ে আছেন সবাই।
দীপাবলিতে মুক্তি প্রতীক্ষিত ‘সিঙ্গাম এগেইন’ সিনেমার মাধ্যমে সেই প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে দর্শকদের। খবরটি নিশ্চিত হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে ব্যাপক উত্তেজনা। অজয় দেবগণ এবং সালমান খান ভক্তদের উম্মাদনা ছিলো চোখে পরার মত। রোহিত শেঠি পুলিশ ইউনিভার্সে চুলবুল পান্ডে চরিত্রে সালমান খানের দৃশ্যটি নির্মান করছেন বিশেষ যত্নের সাথে।
উল্লেখ্য যে, রামায়ণ থেকে অনুপ্রাণিত ‘সিঙ্গাম এগেইন’ সিনেমায় রাবণের আদলে অর্জুন কাপুরের ভয়ঙ্কর চেহারাতে অনন্য চমক দেখা গেছে। এছাড়া এতে আরো আছেন অক্ষয় কুমার, রনভীর সিং, টাইগার শ্রফ এবং দীপিকা পাডুকোন। টাইগার শ্রফকে লক্ষ্মণ, হনুমানের চরিত্রে রণবীর সিং, জটায়ুর চরিত্রে অক্ষয় কুমার এবং দীপিকাকে শক্তি শেঠির চরিত্রে ‘লেডি সিঙ্গাম’ হিসেবে উপস্থাপন করা হয়েছে।
রোহিত শেঠি এবং অজয় দেবগণের ‘সিঙ্গাম’ ভারতীয় সিনেমার অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি। এই ফ্র্যাঞ্চাইজির আগের দুটি সিনেমাও বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছিলো। অজয় দেবগণ অভিনীত ‘সিঙ্গাম’ চরিত্রের মাধ্যমেই শুরু হয়েছিলো পুলিশ ইউনিভার্স। সালমান খানের অন্তর্ভূক্তির মাধ্যমে এই ইউনিভার্স আরো শক্তিশালী হয়েছে বলে মনে করছেন সবাই।
আরো পড়ুনঃ
অজয়ের ‘সিঙ্গাম এগেইন’ ট্রেলারঃ তারকাবহুল অ্যাকশন ধামাকা না জগাখিচুড়ি?
অ্যাটলির নতুন সিনেমায় সালমান খানঃ সাথে মেগাস্টার কামাল হাসান
প্রকাশ্যে ‘ভুল ভুলাইয়া ৩’ ট্রেলারঃ দর্শকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া!