আগামী ২৫শে জনুয়ারি মুক্তি পেতে যাচ্ছে সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত এবং প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’। শাহরুখ খান এবং দীপিকা জুটির সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ ইতিমধ্যে আকাশচুম্বী। সিনেমাটির প্রকাশিত টিজার বলিউডের সর্বকালের সবচেয়ে লাইক পাওয়া টিজার হিসেবে আবির্ভুত হয়েছে। সিনেমাটি মুক্তির দুই মাসেরও কম সময় বাকী আছে। প্রচারণার অংশ হিসেবে আসছে ‘পাঠান’ সিনেমার প্রথম গান ‘বেশরম রঙ’। গানটিতে দুর্দান্ত বোল্ড আবতারে হাজির হচ্ছেন দীপিকা পাডুকোন!
গত ২রা নভেম্বর শাহরুখ খানের জন্মদিনে প্রকাশ করা হয়েছিলো সিনেমাটির টিজার। টিজার প্রকাশের পর আনুষ্ঠানিক ঘোষণার অনেক আগে থেকে আলোচনায় থাকা সিনেমাটি নিয়ে সবার প্রত্যাশা বেড়েছে কয়েকগুণ। ভারতীয় গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা চরিত্রে শাহরুখ খান হাজির হচ্ছেন পুরোদস্তুর একজন অ্যাকশন তারকা হিসেবে। শাহরুখ খানের পাশাপাশি টিজারে বোল্ড আবতারে দীপিকার উপস্থিতি ছিলো চোখে পরার মত। ‘বেশরম রঙ’ শিরোনামের গানটির মাধ্যমে সেটি পুরোপুরি আসছে দর্শকদের সামনে।
গত কিছুদিন থেকে ভারতীয় সংবাদ মাধ্যমে ‘পাঠান’ সিনেমার প্রথম গান প্রকাশ নিয়ে শোনা যাচ্ছিলো জোর গুঞ্জন। গানটিতে শাহরুখ খান এবং দীপিকা পাডুকোনের মধ্যকার রসায়ন উঠে আসবে বলে আগেই জানা গিয়েছিলো। এছাড়া এই গানে দীপিকাকে দুর্দান্ত বোল্ড আবতারে হাজির হতে দেখা যাবে বলেও নিশ্চিত হওয়া গিয়েছিলো। টিজারের পর ‘বেশরম রঙ’ গান প্রকাশের মাধ্যমে শুরু হচ্ছে সিনেমাটির মূল প্রচারণা। তবে সিনেমাটির ট্রেলার মুক্তি ঠিক একমাস আগে প্রকাশের পরিকল্পনা করছে প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস।
শাহরুখ খান এবং দীপিকা জুটির #পাঠান সিনেমার প্রথম গান প্রকাশিত হবে আগামী ১২ই ডিসেম্বর। সিনেমাটি ২৫শে জানুয়ারি, ২০২৩ তারিখে মুক্তি পাবে।#ফিল্মীমাইক #বলিউড #Filmymike #Bollywood #ShahRukhKhan? #DeepikaPadukone #YRF #BesharamRang #Pathaan #SRK #JohnAbraham #YRF50 #SiddharthAnand pic.twitter.com/QY7x4aJIVe
— FilmyMike.com (@FilmyMikeBD) December 9, 2022
অবশেষে এই গুঞ্জনের অবসান ঘটিয়ে যশ রাজ ফিল্মস নিশ্চিত করেছে যে, আসছে ‘পাঠান’ সিনেমার প্রথম গান ‘বেশরম রঙ’। সামাজিক যোগাযোগ মাধ্যমে দীপিকার একটি ছবি প্রকাশ করে আগামী ১২ই ডিসেম্বর সকাল ১১টায় এই গান প্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন শাহরুখ খান। প্রকাশিত সেই ছবিতে বিকিনি পরা দীপিকাকে দেখা গেছে দুর্দান্ত বোল্ড আবতারে। হলুদ রঙয়ের বিকিনিতে দীপিকাকে অসাধারণ রুপে উপস্থাপন করতে যাচ্ছেন নির্মাতারা। ঘোষণার পরপরই দীপিকার ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে দেখা গেছে।
সিনেমাটির সাথে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ‘টিজারে দেখানো বেশরম রঙ গানের এক ঝলক নিয়ে দর্শিকদের মাঝে ব্যাপক আলোচনা দেখা গেছে। কল্পনা করে দেখুন, গানটি প্রকাশের পর দর্শকদের মাঝে কেমন প্রতিক্রিয়া হতে পারে। শাহরুখ খান এবং দীপিকা পাডুকোনের রসায়ন দুর্দান্ত হতে যাচ্ছে এবং ভক্তরা নিঃসন্দেহে উম্মাদনায় মাতবেন।‘ কিছুদিন আগে নির্মাতা সিদ্ধার্ত আনন্দ সংবাদ মাধ্যমের সাথে আলাপচারিতায় নিশ্চিত করেছিলেন যে, ডিসেম্বরে সিনেমাটির একটি আইটেম নাম্বার প্রকাশ করা হবে।
এদিকে ‘বেশরম রঙ’ গানটি এক সপ্তাহের মধ্যে দীপিকা ভক্তদের জন্য দ্বিতীয় ধামাকা হতে যাচ্ছে। ৮ই ডিসেম্বর প্রকাশ করা হয়েছে ‘সার্কাস’ সিনেমার ‘কারেন্ট লাগা’ আইটেম নাম্বার। গানটিতে অতিথি চরিত্রে হাজির হয়েছেন দীপিকা পাডুকোন। গানটির প্রকাশনা উপলক্ষ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে নির্মাতা রোহিত শেঠি এবং রনভীর সিং-এর সাথে উপস্থিত ছিলেন এই অভিনেত্রী। ‘কারেন্ট লাগা’ প্রকাশের মাত্র চার দিনে মাথায় ভক্তদের উম্মাদনায় ভাসাতে ‘বেশরম রঙ’ গান নিয়ে হাজির হচ্ছেন দীপিকা।
উল্লেখ্য যে, যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অংশ হিসেবে নির্মিত হয়েছে ‘পাঠান’ সিনেমাটি’ সিদ্ধার্ত আনন্দ পরিচালিত সিনেমাটিতে শাহরুখ খান এবং দীপিকা ছাড়া আরো অভিনয় করেছেন জন আব্রাহাম। এই সিনেমায় তাকে খলনায়কের চরিত্রে দেখা যাবে। ২০১৮ সালের ক্রিসমাসে মুক্তিপ্রাপ্ত ‘জিরো’ সিনেমার পর দীর্ঘ চার বছর বিরতি দিয়ে বড় পর্দায় ফিরছেন বলিউড বাদশা শাহরুখ খান। নিজের প্রত্যাবর্তনের এই সিনেমাটিকে স্মরণীয় করে রাখতে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন এই সুপারস্টার।
আরো পড়ুনঃ
‘সিঙ্গাম এগেইন’ সিনেমা দিয়ে রোহিত শেঠির পুলিশ ইউনিভার্সে দীপিকা
শাহরুখ খানের ‘পাঠান’ টিজারে পাঁচটি মজার ইঙ্গিতের বিস্তারিত
হৃতিক রোশনের ‘ওয়ার’ সিনেমার সাথে সংযুক্ত শাহরুখ খানের ‘পাঠান’?