বলিউড সুপারস্টার শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ সিনেমাটি ইতিমধ্যে বক্স অফিসে রেকর্ড ভাঙ্গা শুরু করেছে। বলিউড বাদশার প্রত্যাবর্তনের সিনেমা হওয়ার কারনে ‘পাঠান’ দর্শকদের আগ্রহের শীর্ষে অবস্থান করছে। সিনেমাটিতে শাহরুখ খানের পাশাপাশি ভারতীয় গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাডুকোন। ‘পাঠান’ সিনেমার প্রকাশিত প্রথম গানে এই অভিনেত্রীর পোশাক নিয়ে সমালোচনা হয়েছে ব্যাপক। তবে ট্রেলারে স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে যে, ‘পাঠান’ সিনেমায় ‘অ্যাকশন সুপারস্টার’ রুপে আসছেন দীপিকা পাড়ুকোন।
গত ১০ই জানুয়ারি প্রকাশ করা হয়েছে ‘পাঠান’ সিনেমার ট্রেলার। এর আগে টিজার প্রকাশ করা হলেও সেখানে দীপিকার তেমন কোন উপস্থিতি লক্ষ্য করা যায়নি। কিন্তু ট্রেলারে সিনেমাটিতে দীপিকার চরিত্র নিয়ে দারুণ কিছু ইঙ্গিত পাওয়া গেছে। ট্রেলার থেকে এটা স্পষ্ট যে, শুধুমাত্র গ্ল্যামার নয় ‘পাঠান’ সিনেমার অন্যতম প্রধান আকর্ষন হতে যাচ্ছেন এই অভিনেত্রী। স্পষ্টত ‘পাঠান’ সিনেমায় একজন ‘অ্যাকশন সুপারস্টার’ হিসেবে হাজির হচ্ছেন দীপিকা পাড়ুকোন।
মুক্তি প্রতিক্ষীত #পাঠান সিনেমায় দিপীকার গর্জিয়াস কিছু লুক।#ফিল্মীমাইক #বলিউড #Filmymike #Bollywood #bollywoodmovies #Bollywoodmovies #SRK #deepikapadukone #ShahRukhKhan? #YRF50 #jhoomejopathaan #BeshramRang pic.twitter.com/EcSnCE1e6P
— FilmyMike.com (@FilmyMikeBD) December 24, 2022
‘পাঠান’ সিনেমায় দীপিকার চরিত্র নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন এর নির্মাতা সিদ্ধার্ত আনন্দ। শাহরুখ খানের সাথে দীপিকার পর্দা রসায়নের পাশাপাশি তার অ্যাকশন আবতারের প্রশংসা করেছেন এই নির্মাতা। সিনেমাটিতে দীপিকাকে ‘সত্যিকারের অ্যাকশন সুপারস্টার’ বলে উল্লেখ করেছেন সিদ্ধার্ত আনন্দ। পরিচালক সূত্রে জানা গেছে সিনেমাটিতে দীপিকার একটি একক অ্যাকশন সিকোয়েন্স রয়েছে যেখানে তাকে কুখ্যাত গ্যাটলিং বন্দুক চালাতে দেখা যাবে।
এ প্রসঙ্গে সিদ্ধার্থ বলেন, ‘পর্দায় একজন মহিলার শক্তিশালী অস্ত্রের চেয়ে দুর্দান্ত বা সেক্সি আর কিছুই নেই। একজন চলচ্চিত্র প্রেমী হিসাবে, আমি সবসময় দুর্দান্ত অ্যাকশন সিকোয়েন্স করা মহিলাদের পছন্দ করি। তাই, যখন আমরা পাঠান ছবিতে দীপিকা পাড়ুকোনকে পেয়েছিলাম, তখন আমরা তাকে তার সবচেয়ে খারাপ চরিত্রে উপস্থাপন করতে চেয়েছিলাম। সিনেমাটিতে তার চরিত্রটি চমত্কার কিন্তু মারাত্মক মহিলা গুপ্তচর যা আগে কখনো দেখা যায়নি।‘
‘পাঠান’ সিনেমায় দীপিকা পাডুকোনের একটি অ্যাকশন দৃশ্য প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘একটি অ্যাকশন সিক্যুয়েন্সে দীপিকাকে গ্যাটলিং বন্দুক চালাতে দেখা যাবে। সত্যিকারের অ্যাকশন সুপারস্টার হিসেবে দীপিকা কতটা মাননসই সেটি বিশ্বাস করার জন্য আপনাকে এটি দেখতে। এই দৃশ্যে দীপিকা সবটুকু আলো কেড়ে নিয়েছেন। আমি বিশ্বাস করি দীপিকা যতবার পাঠান সিনেমার অ্যাকশন দৃশ্যে হাজির হবেন প্রেক্ষাগৃহে দর্শকরা তার জন্য গলা ফাটিয়ে উল্লাস করবেন।‘
‘পাঠান’ সিনেমার ‘বেশারম রঙ’ গানে দীপিকার পোশাক নিয়ে বিতর্ক। অশ্রীলতার অভিযোগ মধ্য প্রদেশ স্বরাষ্ট্রমন্ত্রীর।#ফিল্মীমাইক #বলিউড #Filmymike #Bollywood #Pathaansong #Pathaan #BesharamRang #DeepikaPadukone #SRK #ShahRukhKhan? pic.twitter.com/dLDpixur9E
— FilmyMike.com (@FilmyMikeBD) December 14, 2022
‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’ এবং ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমার পর চতুর্থবারের মত শাহরুখ খানের সাথে জুটি হচ্ছেন দীপিকা পাডুকোন। তবে ‘পাঠান’ সিনেমায় দীপিকাকে যেভাবে দেখা যাচ্ছে সেটি আগের তিনটি সিনেমায় দেখা যায়নি। ‘বেশরম রঙ’ গানে দীপিকার পোশাক নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিলো। ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং অশ্রীলতার অভিযোগে সিনেমাটির মুক্তিতে বাধা সৃষ্টির হুমকি দিয়েছে ভারতের উগ্রবাদী কয়েকটি সংঘঠন।
উল্লেখ্য যে, যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অংশ হিসেবে নির্মিত হয়েছে ‘পাঠান’। শাহরুখ খানের সাথে এই সিনেমায় আরো অভিনয় করেছেন দীপিকা পাডুকোন এবং জন আব্রাহাম। সিনেমাটিতে জন আব্রাহাম অভিনয় করেছেন নেতিবাচক চরিত্রে। এছাড়া এতে অতিথি চরিত্রে হাজির হচ্ছেন বলিউডের ভাইজান সালমান খান। স্পাই ইউনিভার্সের অংশ হিসেবে নির্মিত সিনেমাটিতে ‘টাইগার’ চরিত্রে হাজির হচ্ছেন এই সুপারস্টার।
আরো পড়ুনঃ
‘পাঠান’ অগ্রিম বুকিং আপডেটঃ বক্স অফিসে শাহরুখ খানের গর্জন
বক্স অফিসে শাহরুখ খানের ‘পাঠান’ উন্মাদনা: উচ্ছ্বসিত প্রদর্শকরা
‘বাহুবলী ২’ সিনেমার রেকর্ড ভাঙ্গতে যাচ্ছে শাহরুখ খানের ‘পাঠান’