ক্যারিয়ার এবং নতুন সিনেমা নিয়ে পরিকল্পনা জানালেন শাহরুখ খান

নতুন সিনেমা নিয়ে

আনন্দ এল রাই পরিচালিত ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘জিরো’ বক্স অফিসে মুখ থুবড়ে পরার পর চার বছরের বিরতি নিয়েছিলেন শাহরুখ খান। এরপর ২০২৩ সালে ‘পাঠান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় প্রত্যাবর্তন করেন এই তারকা। এর মাধ্যমে ভক্তদের সামনে নিজেকে একজন অ্যাকশন তারকা হিসাবে হাজির করেছিলেন তিনি। এবার সামনের ক্যারিয়ার এবং নতুন সিনেমা নিয়ে পরিকল্পনা জানালেন শাহরুখ খান।

‘পাঠান’ সিনেমার পর একই বছরে অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’-এ আবারো অ্যাকশন তারকা রুপে দেখা গেছে শাহরুখ খানকে। নিজেকে একজন অ্যাকশন তারকা হিসেবে দেখার স্বপ্ন পূরণের কাজটি তিনি করেছেন ‘পাঠান’ এবং ‘জওয়ান’ সিনেমার মাধ্যমে। সেই সাথে দর্শকরা লুফে নিয়েছেন পছন্দের তারকার এই নতুন আবতার। সিনেমাগুলোর বক্স অফিস ফলাফলও সেরকম ইঙ্গিত দেয়।

এবার সামনের ক্যারিয়ার এবং নতুন সিনেমা নিয়ে পরিকল্পনা নিয়ে কথা বললেন শাহরুখ খান। সম্প্রতি পডকাস্ট লোকার্নো মিটের তার সর্বশেষ পর্বের আলাপচারিতায়, তিনি জানান যে ভবিষ্যতে একটি কমেডি সিনেমায় অভিনয় করতে চান শাহরুখ খান। ‘পাঠান’ এবং ‘জওয়ান’ সিনেমাগুলোর মাধ্যমে নিজের স্বপ্ন পূরণের পর এবার অ্যাকশনের বাইরে কিছু কাজ করতে চান বলে জানিয়েছেন এই সুপারস্টার।

কমেডি ছাড়াও, হরর গল্পের সিনেমায়ও কাজ করতে চান বলে জানিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। রোম্যান্টিক তারকা হিসেবে বেশী পরিচিত হলেও পরীক্ষামূলক চরিত্রে শাহরুখ খান এর আগেও অভিনয় করছেন। ২০২৩ সালের দুটি অ্যাকশন সিনেমায় দিয়ে মারপিট নির্ভর চরিত্রেও আলো ছড়িয়েছেন তিনি। উক্ত আলাপচারিতায় হরর গল্পের সিনেমায় নিজের অভিনয়ের আগ্রহের কথা জানিয়েছেন তিনি।

অবশ্য হরর সিনেমায় দেখা না গেলেও, কমেডি সিনেমায় এর আগেও অভিনয় করেছেন বলিউড বাদশা শাহরুখ খান। ‘ইয়েস বস’, ‘বাদশা’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘কাভি খুশি কাভি গম’, ‘হ্যাপি নিউ ইয়ার’ সহ আরো অনেক সিনেমা পাওয়া যাবে এই তালিকায়। সিনেমাগুলো বক্স অফিসে ভালো ব্যবসা করতেও সক্ষম হয়েছিলো। সর্বশেষ রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’ সিনেমায় দেখা গেছে এই তারকাকে।

‘পাঠান’ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছেন দীপিকা পাডুকোন। আর এতে খলনায়ক চরিত্রে ছিলেন জন আব্রাহাম। জানা গেছে আগামী বছর শুরু হতে যাচ্ছে এর দ্বিতীয় পর্ব ‘পাঠান ২’। অন্যদিকে ‘জওয়ান’ সিনেমায় তার সাথে জুটি বাধেন দক্ষিনের লেডি সুপারস্টার নয়নতারা। আর অ্যাটলি পরিচালিত এই সিনেমার খলনায়ক হিসেবে অভিনয় করেন বিজয় সেতুপতি।

উল্লেখ্য যে, শাহরুখ খানের পরবর্তি সিনেমা হচ্ছে ‘কিং’। সুজয় ঘোষ পরিচালিত সিনেমাটিতে একজন আততায়ীর চরিত্রে অভিনয় করছেন বলিউড বাদশা শাহরুখ খান। এতে কিং খানের সাথে অভিনয় করছেন তার মেয়ে সোহানা খান। আর এই সিনেমার প্রধান খলচরিত্রে অভিনয় করছেন অভিষেক বচ্চন। সব কিছু ঠিক থাকলে ২০২৬ সালের ঈদে মুক্তি পাবে ‘কিং’।

আরো পড়ুনঃ
নতুন সিনেমায় এবার আততায়ীর চরিত্রে বলিউড বাদশা শাহরুখ খান
শুরু হচ্ছে শাহরুখ খানের ‘কিং’: থাকছে ‘জওয়ান’ সিনেমার ছোঁয়া
স্পাই ইউনিভার্সের সবচেয়ে বড় সিনেমা হতে যাচ্ছে শাহরুখ খানের ‘পাঠান ২’

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত