নতুন মিশনে চুলবুল পাণ্ডে: এবার পরিচালকের আসনে রোহিত শেঠি!

নতুন মিশনে চুলবুল পাণ্ডে

সর্বশেষ মুক্তিপ্রাপ্ত রোহিত শেঠির পুলিশ ইউনিভার্সের সিনেমা ‘সিঙ্গাম এগেইন’ বক্স অফিসে ঝড় তুলছে। এরমধ্যেই এই ইউনিভার্সের নতুন ধামাকার খবর আসছে। সিনেমাটির শেষে ঘোষণা পাওয়া গেছে যে, নতুন মিশনে চুলবুল পাণ্ডে বা সালমান খান। আর নতুন এই সিনেমাটি পরিচালন করছেন নির্মাতা রোহিত।

সালমান খানের আলোচিত সিনেমা ‘দাবাং’-এর চরিত্রের নাম চুলবুল পাণ্ডে। ‘দাবাং’ ফ্র্যাঞ্চাইজির এখন পর্যন্ত তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। এই তিন সিনেমার মধ্যে প্রথম দুটিই বক্স অফিসে দারুণ সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছিলো। এবার নতুন মিশনে চুলবুল পাণ্ডে যোগ দিচ্ছে রোহিত শেঠির পুলিশ ইউনিভার্সে।

জানা গেছে রোহিত শেঠির পরিচালনায় সালমান খানের ‘দাবাং ৪’ সিনেমায় থাকছেন ‘সিঙ্গাম’ অজয় দেবগণ। রোহিত শেঠির পরিচালনায় আরো বড় হতে যাচ্ছে বলিউডের পুলিশ ইউনিভার্স। ‘সিঙ্গাম এগেইন’ সিনেমায় সালমান খানের অতিথি চরিত্রে হাজির হওয়ার মাধ্যমে নতুন মিশনে চুলবুল পাণ্ডে নিশ্চিত করেছেন রোহিত শেঠি এবং সালমান খান।

সবকিছু ঠিক থাকলে ‘দাবাং ৪’ সিনেমায় ষষ্টবারের মত একসাথে বড় পর্দায় হাজির হতে যাচ্ছেন অজয় দেবগণ এবং সালমান খান। রোহিত শেঠির নিজস্ব স্টাইলের পরিচালনার সাথে এই দুই তারকার ভক্ত অনুরাগী –  সব মিলিয়ে ইতিমধ্যে এই সিনেমা নিয়ে দেখা গেছে উম্মাদনা। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘সিঙ্গাম এগেইন’ সিনেমার অন্যতম প্রধান আকর্ষন ছিলো চুলবুল পাণ্ডে।

রোহিত শেঠির পুলিশ ইউনিভার্সের সাথে সংশ্লিষ্ট একটি সুত্র থেকে জানা গেছে, ‘সিঙ্গাম এগেইন’ সিনেমায় সালমান খানের উপস্থিতি শুধুমাত্র ঝলক ছিলো। অজয় এবং সালমানকে একসাথে করে বিরাত আয়োজনের পরিকল্পনা করছেন নির্মাতা রোহিত শেঠি। ‘মিশন চুলবুল পাণ্ডে’ সালমান খান এবং রোহিত শেঠির প্রথম একসাথে পূর্ন সিনেমা হতে যাচ্ছে।

চুলবুল পাণ্ডে চরিত্রে সালমান খানের যাত্রা শুরু হয়েছিলো ২০১০ সালে। অন্যদিকে রোহিত শেঠির পুলিশ ইউনিভার্সের শুরু ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘সিঙ্গাম’ সিনেমার মাধ্যমে। এরপর ‘সিঙ্গাম রিটার্ন্স’ ছাড়া রো দুটি সিনেমা নির্মানা করেন রোহিত শেঠি। সেগুলো হচ্ছে রনভীর সিং অভিনীত ‘সিম্বা’ এবং অক্ষয় কুমার অভিনীত ‘সুরিয়াবংশী।‘

পুলিশ ইউনিভার্সের আগের সবগুলো সিনেমাই বাণিজ্যিক সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছিলো। দুর্দান্ত সব অ্যাকশনে ভরপুর সিনেমাগুলো দর্শকদের বিনোদন দিয়ে আসছে গত একযুগ ধরে। সর্বশেষ ‘সিঙ্গাম এগেইন’ সিনেমায় পুলিশ ইউনিভার্সের পূর্বের চরিত্রগুলোর পাশাপাশি হাজির হয়েছেন দীপিকা পাডুকোন এবং টাইগার শ্রফ।

আরো পড়ুনঃ
দুই সিনেমার বাম্পার উদ্বোধনী: বলিউডে একদিনের সর্বোচ্চ আয়ের রেকর্ড
উদ্বোধনী দিনে রেকর্ড আয়ে বক্স অফিস যাত্রা শুরু করলেন অজয়
দীপাবলির দুই সিনেমার অগ্রিম টিকেট এবং সম্ভাব্য বক্স অফিস উদ্বোধনী

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত