দীনেশ ভিজানের প্রযোজনায় নতুন হরর থ্রিলার সিনেমায় আলিয়া ভাট

দীনেশ ভিজানের প্রযোজনায়

দীনেশ ভিজানের প্রযোজনা প্রতিষ্ঠান ম্যাডডক ফিল্মস হরর কমেডি ইউনিভার্সের মাধ্যমে হৈচৈ ফেলে দিয়েছে। চলতি বছরের মুক্তিপ্রাপ্ত ‘স্ত্রী ২’ সিনেমাটি ভারতীয় বক্স অফিসে ৬০০ কোটির বেশী আয় করতে সক্ষম হয়েছে। সম্প্রতি জানা গেছে, দীনেশ ভিজানের প্রযোজনায় নতুন হরর থ্রিলার সিনেমায় অভিনয় করছেন আলিয়া ভাট।

সাম্প্রতিক সময়ে আলিয়া ভাট বলিউডের অন্যতম সফল তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। কিছুদিন আগে যশ রাজ ফিল্মসের ‘আলফা’ সিনেমার কাজ শেষে করেছেন আলিয়া ভাট। স্পাই ইউনিভার্সের অংশ হিসেবে নির্মানাধীন সিনেমাটিতে আলিয়া ভাটের সাথে আরো অভিনয় করেছেন শর্ভারী ওয়াহ। এটি আগামী বছরের ক্রিসমাসে মুক্তি পেতে যাচ্ছে।

বর্তমানে আলিয়া ভাট সঞ্জয় লীলা বানসালী পরিচালিত ‘লাভ এন্ড ওয়ার’ সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন। সিনেমাটিতে আলিয়া ভাটের সাথে আরো অভিনয় করছেন রনবীর কাপুর এবং ভিকি কৌশল। ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত এই সিনেমার জন্য শিডিউল দিয়েছেন আলিয়া ভাট। ‘লাভ এন্ড ওয়ার’-এরপর আলিয়া ভাটের নতুন সিনেমা নিয়ে চলছিলো জোর গুঞ্জন।

ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, নতুন একটি সিনেমা ব্যাপারে দীনেশ ভিজানের বেশ কিছুদিন থেকে আলোচনা করছেন আলিয়া ভাট। সম্প্রতি ম্যাডডক ফিল্মসের অফিসেও দেখা গেছে এই অভিনেত্রীকে। এরপর থেকেই উঠেছিলো গুঞ্জন। অবশেষে নিশ্চিত হওয়া গেছে যে, দীনেশ ভিজানের প্রযোজনায় নতুন হরর থ্রিলার সিনেমায় দেখা যাবে আলিয়া ভাটকে।

সিনেমাটির সাথে সংশ্লিষ্ট একটি সুত্র জানিয়েছে, ‘দীনেশ ভিজানের সাথে বেশ কয়েকটি সিনেমা নিয়ে আলোচনা করেছেন আলিয়া ভাট। অবশেষে একটি মনস্তাত্ত্বিক অতিপ্রাকৃত থ্রিলার পছন্দ করেছেন এই অভিনেত্রী। লাভ এন্ড ওয়ার সিনেমার পর এটিতে কাজ শুরু করবেন তিনি। এখনো আলোচনা চলছে, তবে ২০২৫ সালের প্রথম ভাগে আনুষ্ঠানিকতা শেষে হয়ে যাবে।‘

আপাতত সিনেমাটির নাম ঠিক হয়েছে ‘চামুন্ডা’। তবে এটি ম্যাডডক ফিল্মস হরর কমেডি ইউনিভার্সের অংশ হবে না বলে জানা গেছে। হরর কমেডি ইউনিভার্সে আছে ‘স্ত্রী’, ‘ভেড়িয়া’, ‘মুঞ্জায়া’ এবং ‘থাম্মা’। সুত্র থেকে জানা গেছে, হরর কমেডি ইউনিভার্সের সমান্তরালে অন্য একটি ইউনিভার্স নির্মান করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ‘চামুন্ডা’ সেই নতুন ইউনিভার্সের অংশ হতে যাচ্ছে।

উল্লেখ্য যে, কিছুদিন আগেই ম্যাডডক ফিল্মসের একটি মনস্তাত্ত্বিক অতিপ্রাকৃত থ্রিলারে কিয়ারা আদভানীর অভিনয়ের কথা শোনা যাচ্ছিলো। কিয়ারা অভিনীত এই সিনেমাটির নাম ‘দেবী’। ধারণা করা হচ্ছে ‘দেবী’ সিনেমার মাধ্যমেই শুরু হচ্ছে দীনেশ ভিজানের নতুন এই হরর ইউনিভার্স। দীনেশ ভিজানের প্রযোজনায় আলিয়া ভাটের নতুন হরর থ্রিলার সিনেমাটি এই ইউনিভার্সের অংশ হবে বলে নিশ্চিত হওয়া গেছে।

আরো পড়ুনঃ
আসন্ন সিনেমার তালিকায় দুর্দান্ত আয়োজনঃ যুক্ত হলেন কবির খান
‘ককটেল’ সিক্যুয়েল নিয়ে আসছে ম্যাডডক: প্রধান চরিত্রে শাহিদ কাপুর
এবার অজয় দেবগণের পরিচালনায় অক্ষয় কুমার! সাথে ভিকি কৌশল

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত