দিল্লীতে ‘টাইগার ৩’ সিনেমার দৃশ্যধারনে অংশ নিচ্ছেন সালমান এবং ক্যাটরিনা

দিল্লীতে ‘টাইগার ৩’

দিল্লীতে ‘টাইগার ৩’

বলিউডের ভাইজান সালমান খান অভিনীত ‘টাইগার ৩’ সিনেমাটি বর্তমানে নির্মানাধীন রয়েছে। মাস কয়েক আগে এই তারকা ঘোষনা দিয়েছিলেন আগামী ক্রিসমাসে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি। গত বছর রাশিয়া, তুর্কি এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন লোকেশনে সিনেমাটির দৃশ্যধারন করেছেন নির্মাতারা। এদিকে সম্প্রতি জানা গেছে বর্তমানে ভারতে অনুষ্ঠিত হচ্ছে সিনেমাটির নতুন শিডিউলের কাজ। আর দিল্লীতে ‘টাইগার ৩’ সিনেমার দৃশ্যধারনে অংশ নিচ্ছেন সালমান এবং ক্যাটরিনা।

দিল্লীতে ‘টাইগার ৩’ সিনেমার সেট থেকে সালমান খান এবং ক্যাটরিনা কাইফের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। লিক হওয়া এই ছবিতে এই দুই তারকাকে রক্তাক্ত মেকআপে দেখা গেছে। ধারনা করা হচ্ছে সিনেমাটির অ্যাকশন দৃশ্যের চিত্রায়ন হচ্ছে দিল্লীতে। এছাড়া নতুন এই সিনেমাটির সেট থেকে একটি ভিডিও প্রকাশ করেছেন এই বলিউড সুপারস্টার। প্রকাশিত ভিডিওতে দুর্দান্ত স্টাইলিস্ট রূপে দেখা গেছে এই তারকাকে।

বলিউড ভিত্তিক একটি সংবাদ মাধ্যম প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ‘টাইগার ৩’ সিনেমায় মূল ভিলেনের চরিত্রে অভিনয় করছেন ইমরান হাশমি। একজন আইএসআই এজেন্ট চরিত্রে সিনেমাতে দেখা যাবে ইমরান হাশমিকে। আর এতে ইমরান হাশমি পর্দায় লড়াই করবেন সালমান খানের সাথে। সিনেমাটির আগের পর্বগুলর মত এই পর্বেও সালমান খান অভিনয় করছেন রো এজেন্টের চরিত্রে। সিনেমাটিতে সালমান খানের বিপরীতে অভিনয় করবেন ক্যাটরিনা কাইফ। আগের পর্বগুলোর মত এই পর্বেও তার চরিত্রের নাম জয়া, যে কিনা একজন আইএসআই এজেন্ট।

প্রকাশিত প্রতিবেদন থেকে আরো জানা গেছে যে, বিশাল বাজেটে নির্মিত হতে যাচ্ছে ‘টাইগার ৩’। গুঞ্জন অনুযায়ী সিনেমাটির আনুমানিক বাজেট ৩৫০ কোটি রুপি। প্রযোজক আদিত্য চোপড়া সিনেমাটির সেট তৈরির জন্য বিশাল একটি মাঠ ইতিমধ্যে ভাড়া নিয়েছেন। আগামী জুনের মাঝামাঝি থেকে শুরু হবে সিনেমাটির দৃশ্যধারন। উল্লেখ্য যে, ‘টাইগার’ সিরিজের সিনেমাটির আগের দুই পর্ব ‘এক থা টাইগার’ এবং ‘টাইগার জিন্দা হ্যা’ মুক্তি পেয়েছে যথাক্রমে ২০১২ এবং ২০১৭ সালে। আর আগের পর্বগুলো পরিচালনা করেছিলেন কবির খান এবং আমি আব্বাস জাফর।

প্রসঙ্গত, মানিষ শর্মা পরিচালিত ‘টাইগার ৩’ সিনেমাটি এই প্রযোজনা প্রতিষ্ঠানের ‘টাইগার’ ফ্রাঞ্ছাইজির তৃতীয় সিনেমা। আগের পর্বগুলোর মত এই পর্বেই সালমান খান অভিনাশ সিং রাঠোর (টাইগার) এবং ক্যাটরিনা কাইফ জয়া চরিত্রে অভিনয় করছেন। আর সিনেমাটির মূল খলনায়কের চরিত্রে থাকছেন ইমরান হাশমি। এই ফ্রাঞ্ছাইজির প্রথম দুটি সিনেমা ‘এক থা টাইগার’ এবং ‘টাইগার জিন্দা হ্যাঁ’ সিনেমাগুলো পরিচালনা করেছিলেন যথাক্রমে কবির খান এবং আলী আব্বাস জাফর।

আরো পড়ুনঃ
শাহরুখ খানের কারনে পিছিয়ে যাচ্ছে সালমান খানের ‘টাইগার ৩’!
সাপের কামড়ে হাসপাতালে সালমান খানঃ ‘টাইগার ৩’ সিনেমার কাজ থেকে বিরতি
‘পাঠান’ সিনেমার পর ‘টাইগার ৩’ এর দৃশ্যধারনে যোগ দিচ্ছেন শাহরুখ খান!

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত