২০২১ সালে জানা গিয়েছিলো যে ‘কবির সিং’ প্রযোজক মুরাদ খেতানি ‘তেজাব’ সিনেমার রিমেক স্বত্ব ক্রয় করেছেন। বাণিজ্যিক সফল এই সিনেমাটিতে অভিনয় করেছিলেন অনিল কাপুর এবং মাধুরী দীক্ষিত। খেতানি তার প্রযোজনা প্রতিষ্ঠান সিনে ওয়ান স্টুডিও’র ব্যানারে কার্তিক আরিয়ান এবং শ্রদ্ধা কাপুরকে নিয়ে সিনেমাটি রিমেকের পরিকল্পনা করেছিলেন। কিন্তু সম্প্রতি সিনেমাটির প্রধান তারকাদের নিয়ে পাওয়া গেছে নতুন খবর। প্রকাশিত খবরে জানা গেছে ‘তেজাব’ রিমেকে প্রথমবারের মত একসাথে জাহ্নবী কাপুর এবং রনভীর সিং।
গত বছর কিছু সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে ‘তেজাব’ রিমেকে অভিনয়ের জন্য কার্তিক আরিয়ান এবং শ্রদ্ধা কাপুর জুটিকে বিবেচনা করছেন নির্মাতারা। সে লক্ষ্যে এই দুই তারকাদের সাথে আলোচনা শুরু করেছেন বলেও জানা গিয়েছিলো। যদিও সিনেমাটির ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা এখনো পাওয়া যায়নি, সর্বশেষ গুঞ্জন অনুযায়ী সিনেমাটির জন্য জাহ্নবী কাপুর এবং রনভীর সিংকে চিন্তা করছেন মুরাদ খেতানি। নির্মাতারা ইতিমধ্যে জাহ্নবী কাপুর এবং রণবীর সিং-এর সাথে এই সিনেমায় অভিনয়ের জন্য যোগাযোগ শুরু করেছেন বলেও উল্লেখ আছে উক্ত প্রতিবেদনে।
সিনেমাটির সাথে সংশ্লিষ্ট একটি সূত্রের উল্লেখ করে বলিউড হাঙ্গামা জানিয়েছে, ‘প্রাথমিকভাবে সিনেমাটির জন্য শ্রদ্ধা কাপুর এবং কার্তিক আরিয়ানকে বিবেচনা করা হয়েছিলো। যাইহোক, মুরাদ খেতানি এবং তার টিম জাহ্নবী কাপুর এবং রনভীর সিংকে নিয়ে এই প্রকল্প পরিকল্পনা করছেন।‘ সবকিছু যদি পরিকল্পনা অনুযায়ী ঠিক থাকে তাহলে প্রথমবারের মত বড় পর্দায় জুটি হিসেবে দেখা যাবে জাহ্নবী কাপুর এবং রনভীর সিংকে।
‘তেজাব’ রিমেকে পরিকল্পনা পরিবর্তন প্রসঙ্গে সূত্রটি আরো জানিয়েছে, ‘সিনেমাটির জন্য কার্তিক এবং শ্রদ্ধা প্রথম পছন্দ ছিলেন। কিন্তু কিছু বিশেষ কারনে নির্মাতারা প্রধান এই দুই চরিত্রের জন্য জাহ্নবী কাপুর এবং রনভীর সিংকে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রথমে নির্মাতারা সিনেমাটিতে অভিনয়ের জন্য রনভীর সিংকে প্রস্তাব দিয়েছেন। এরপর শ্রদ্ধা কাপুরের পরিবর্তে রনভীরের বিপরীতে অভিনয়ের জন্য জাহ্নবী কাপুরকে প্রস্তাব দেয়া হয়েছে।‘ তবে এই পরিবর্তনের নির্দিষ্ট কারণ স্পষ্টভাবে জানা যায়নি।
‘তেজাব’ রিমেকে কার্তিক আরিয়ান এবং শ্রদ্ধা কাপুরের পরিবর্তে জাহ্নবী কাপুর এবং রনভীরের অভিনয়ের বিষয়টি এখনো গুঞ্জন হিসেবে রয়েছে। সিনেমাটির রিমেক এবং চূড়ান্ত শিল্পী কুশলীদের তারকা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি নির্মাতাদের পক্ষ্য থেকে। সর্বশেষ গুঞ্জন যদি সত্য হয় তাহলে বলিউডে আরো একটু নতুন জুটিকে পর্দা ভাগাভাগি করতে দেখা যাবে শীগ্রই। আপাতত আনুষ্ঠানিক ঘোষণার জন্য এই দুই তারকার ভক্ত অনুরাগীদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।
প্রসঙ্গত, করণ জোহর প্রযোজিত ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিনেত্রী হিসেবে অভিষিক্ত হয়েছিলেন শ্রীদেবি এবং বনি কাপুরের মেয়ে জাহ্নবী কাপুর। ইতিমধ্যে জাহ্নবী কাপুর অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে। প্রেক্ষাগৃহের পাশাপাশি ওটিটি প্লাটফর্মেও দেখা গেছে জাহ্নবী কাপুরকে। এই তারকার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মিলি’। বক্স অফিসে তেমন ভালো ব্যবসা করতে না পারলেও সিনেমাটিতে জাহ্নবীর অভিনয় প্রশংসিত হয়েছে।
অন্যদিকে, ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘সিম্বা’ সিনেমার পর বক্স অফিসে সময়টা খারাপ যাচ্ছে রনভীর সিং -এর। এরপর রনভীর অভিনীত সবগুলো সিনেমাই বক্স অফিসে ডিজাস্টার হয়েছে। এরমধ্যে কবির খান পরিচালিত ‘৮৩’ এর মত বড় বাজেটের আলোচিত সিনেমাও রয়েছে। সর্বশেষ রনভীর সিং অভিনীত ‘সার্কাস’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুখ থুবড়ে পরেছে। ক্রিসমাসের উৎসবে মুক্তিপ্রাপ্ত রোহিত শেঠি পরিচালিত এই সিনেমাটি বছরের অন্যতম বড় ডিজাস্টার হিসেবে আবির্ভুত হয়েছে।
আরো পড়ুনঃ
শাহরুখ খানকে নিয়ে অ্যাকশন সিনেমা বাতিল করেছিলেন আদিত্য চোপড়া!
এবার ‘হেরা ফেরি ৩’ সিনেমা থেকে বাদ পরছেন কার্তিক আরিয়ান
ভারতীয় সিনেমায় নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে শাহরুখের ‘পাঠান’