কিছুদিন আগে বলিউড প্রযোজক রিতেশ সিধওয়ানি ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমার কথা নিশ্চিত করেছিলনে। এক আলাপচারিতায় তিনি জানিয়েছিলেন তার ব্যবসায়িক অংশীদার এবং পরিচালক ফারহান আখতার বর্তমানে ‘ডন ৩’ সিনেমার চিত্রনাট্য চূড়ান্তের কাজ করছেন। এরপরই সিনেমাটি নিয়ে শাহরুখ খান ভক্তদের মাঝে দেখা গিয়েছিলো ব্যাপক উম্মাদনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহুর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে সিনেমাটি। কিন্তু জানা গেছে, বহুল আলোচিত ‘ডন’ ফ্র্যাঞ্চাইজি থেকে সরে দাঁড়িয়েছেন শাহরুখ খান। তার পরিবর্তে অন্য তারকাকে নিয়ে ‘ডন ৩’ নির্মানের পরিকল্পনা করছেন নির্মাতারা।
বলিউড ভিত্তিক সংবাদ মাধ্যম পিংকভিলা জানিয়েছে, এই মুহুর্তে শাহরুখ খান পুরোপুরি বাণিজ্যিক সিনেমা করতে বেশী আগ্রহী। চলতি বছরে ‘পাঠান’ সিনেমাটির ঐতিহাসিক সাফল্যের পর বাণিজ্যিক ঘরনার অ্যাকশন সিনেমায় আরো বেশী অভিনয় করতে চাচ্ছেন বলিউড বাদশা। কিন্তু ‘ডন’ সিনেমাটির আগের দুটি পর্ব বাণিজ্যিক সাফল্য অর্জন করতে সক্ষম হলেও, সেগুলো বড় ধরণের হিট ছিলো না। তাই ‘ডন ৩’ সিনেমাটি না করার সিদ্ধান্ত নিয়েছেন শাহরুখ খান। আর এর মাধ্যমে শেষ হতে যাচ্ছে ‘ডন’ চরিত্রে শাহরুখ খানের যাত্রা।
একটি সূত্রের উল্লেখ করে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ‘ডন ৩ সিনেমাটি নিয়ে শাহরুখ খানের সাথে ফারহান আখতার এবং রিতেশ সিধওয়ানির বেশ কয়েকটি আলোচনা হয়েছে। মহামারীর আগে বেশ কয়েকটি প্লট নিয়ে তারা কথা বলেছেন যা মহামারীর সময়ে চিত্রনাট্যে রূপান্তরিত হয়েছিলো। সাম্প্রতিক সময়েও তাদের মধ্যে বৈঠক হয়েছে কিন্তু শাহরুখ খান এই মুহুর্তে ডন হিসেবে পর্দায় ফরতে আগ্রহী নন। তিনি এখন সব শ্রেণীর দর্শকদের জন্য উপযোগী বাণিজ্যিক সিনেমা করতে বেশী আগ্রহী। আর ডন তার সেই প্রত্যাশিত সিনেমার মধ্যে পরেনা। ইতিমধ্যে তিনি তার সিধান্ত এক্সেল কতৃপক্ষ্যেকে জানিয়ে দিয়েছেন।‘
জানা গেছে ‘ডন’ ফ্র্যাঞ্চাইজি নিয়ে বেশ বড় পরিকল্পনা করেছিলেন ফারহান আখতার এবং তার সহযোগীরা। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমায় অমিতাভ বচ্চন, শাহরুখ খান এবং পরবর্তি প্রজন্মের একজন তারকাকে একসাথে নিয়ে আসার পরিকল্পনা করেছিলেন নির্মাতারা। কিন্তু নির্মাতাদের এই পরিকল্পনা শাহরুখ খানের পছন্দ হয়নি, তাই সিনেমাটি থেকে সরে দাঁড়ানোর সিধান্ত নিয়েছেন তিনি। সেই প্রেক্ষিতে এখন ফারহান আখতার ‘ডন’ ফ্র্যাঞ্চাইজি নতুন করে সাজাচ্ছেন। অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানের পর এবার নতুন ‘ডন’-এর আবির্ভাব হতে যাচ্ছে বলিউডে।
‘ডন’ ফ্র্যাঞ্চাইজি থেকে শাহরুখ খানের সরে দাঁড়ানোর পর এই চরিত্রে কে অভিনয় করছেন সেটি নিয়ে দেখা গেছে ব্যাপক গুঞ্জন। জানা গেছে এই চরিত্রে অভিনয়ের জন্য একজন প্রথম সারির তারকাকে বিবেচনা করা হচ্ছে। এ প্রসঙ্গে সূত্রটি আরো জানিয়েছে, ‘এই চরিত্রে অভিনয়ের জন্য এমন একজনের সাথে আলোচনা হচ্ছে যিনি এক্সলের সাথে ইতিমধ্যে দুটি সিনেমা করেছেন। এই চরিত্রে অভিনয়ে তার আগ্রহ আছে, তবে চরিত্রটির ঐতিয্যগত কারনে এখনো সিদ্ধান্ত নেননি এই তারকা। নতুন প্রজন্মের এই অভিনেতা চূড়ান্ত হলে ডন ফ্র্যাঞ্চাইজি নতুন করে সাজানো হবে।‘
প্রসঙ্গত, ফারহান আখতার খুব শীগ্রই ‘জি লে জারা’ সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন। সিনেমাটির প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভাট। অন্যদিকে আগামী বছর শাহরুখ খান ব্যস্ত থাকবেন স্পাই ইউনিভার্সের ‘পাঠান বনাম টাইগার’ সিনেমার কাজ নিয়ে। সিনেমাটির মাধ্যমে ‘করণ অর্জুন’-এর পর প্রথমবারের মত পূর্ন চরিত্রে একসাথে হাজির হচ্ছেন শাহরুখ খান এবং সালমান খান। স্পাই ইউনিভার্সের ‘পাঠান বনাম টাইগার’ সিনেমায় মুখোমুখি লড়াইয়ে নামছেন এই ইউনিভার্সের সবচেয়ে শক্তিশালী দুই এজেন্ট পাঠান এবং টাইগার। এছাড়া চলতি বছরে শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ এবং ‘ডানকি’ সিনেমাগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে।
আরো পড়ুনঃ
‘ডন’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা আবারো নিশ্চিত করলেন রিতেশ
চিত্রনাট্য নিয়ে সন্তুষ্ট না হওয়ায় ‘ডন ৩’ ফিরিয়ে দিলেন শাহরুখ খান
তিন প্রজন্মের তিন শীর্ষ তারকাদের নিয়ে ফারহান আখতারের ‘ডন ৩’