খুব শীগ্রই শুরু হতে যাচ্ছে ইয়াশ রাজ ফিল্মসের প্রযোজনায় সালমান খান এবং ক্যাটরিনা কাইফ অভিনীত ‘টাইগার ৩’। সম্প্রতি বিগ বস এর ১৪তম সিজনের একটি পর্বে খবরটি নিশ্চিত করেছিলেন সালমান খান নিজেই। বলিউড ভিত্তিক সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত প্রতিবেদনে জানা গিয়েছিলো সালমান খান এবং ক্যাটরিনার পাশাপাশি সিনেমাটিতে ভিলেনের চরিত্রে অভিনয় করবেন ইমরান হাশমি। তবে খবরটি অস্বীকার করেছেন এই তারকা।
সম্প্রতি বলিউড ভিত্তিক অনলাইন পত্রিকা বলিউড হাঙ্গার সাথে আলাপকালে সিনেমাটিতে অভিনয়ের খবরটি উড়িয়ে দিলেন এই তারকা। সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি সিনেমাটিতে অভিনয় করছি কিনা, সে ব্যাপারে আমার কোন ধারনা নেই। আমি আপনাদের কাছ থেকেই জেনেছি এটি। এই খবরটি কথা থেকে আসলো সেটাও আমি জানি না। একদিন সকালে আমার ম্যানেজার আমাকে ফোন করে জিজ্ঞেস করে আমি সিনেমাটি করছি কিনা? আমি তাকে বললাম ইটা আমার কাছে একটি খবর এবং তার কাছেও এটি খবর। মনে হচ্ছে কোন একজন সাংবাদিক এটা লিখেছে আর সবাই সেটা নিয়ে রিপোর্ট করেছে।’
‘টাইগার ৩’ সিনেমায় ইমরান হাশমির ভিলেনের চরিত্রে অভিনয়ের কথা শোনা যাচ্ছিলো। এরআগেও ইমরান হাশমি গ্রে-শেড চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি যে চরিত্রের প্রতি ন্যায়বিচার করতে পারবো, সে চরিত্রে আমি অভিনয় করতে পছন্দ করি। ভিলেন চরিত্রে আমি অভিনয় করেছি কিনা – আমি নিশ্চিত নই। আমি জানি না ওয়ান্স আপওন এ টাইম ইন মুম্বাই সিনেমার শোয়েব চরিত্র ভিলেনের চরিত্র ছিল কিনা! খারাপ হওয়ার একটি যৌক্তিক কারন থাকবে হবে।’
এছাড়াও ক্যাটরিনা কাইফের সাথে অভিনয়ের সুযোগ প্রসঙ্গে ইমরান হাশমি আরো বলেন, ‘আমি ক্যাটরিনার সাথে কাজ করতে অবশ্যই পছন্দ করবো। আমি তার অনেক বড় একজন ভক্ত। আশা করি ভবিষ্যতে একসাথে কাজ করা হবে আমাদের।’
উল্লেখ্য যে, ‘টাইগার’ বলিউডের অন্যতম সফল ফ্রাঞ্চাইজিগুলোর মধ্যে অন্যতম। ইতিমধ্যে সিনেমাটির দুইটি পর্ব বক্স অফিসে ভালো ব্যবসা করেছে। ‘টাইগার’ ফ্যাঞ্চাইজির তৃতীয় এই সিনেমাটি পরিচালনা করবেন মানিষ শর্মা। আর আগের পর্বগুলোর মত এই পর্বেও সালমান খানকে দেখা যাবে রো এজেন্ট অবিনাশ সিং রাঠোর চরিত্রে। ‘টাইগার’ সিরিজের সিনেমাটির আগের দুই পর্ব ‘এক থা টাইগার’ এবং ‘টাইগার জিন্দা হ্যা’ মুক্তি পেয়েছে যথাক্রমে ২০১২ এবং ২০১৭ সালে। আর আগের পর্বগুলো পরিচালনা করেছিলেন কবির খান এবং আমি আব্বাস জাফর।
এদিকে ইমরান হাশমি অভিনীত নতুন সিনেমা ‘লুট গায়ে’ মুক্তির অপেক্ষায় রয়েছে। সম্প্রতি সিনেমাটির ফার্ষ্ট লুক এবং একটি গান প্রকাশ করা হয়েছে নির্মাতাদের পক্ষ্য থেকে। সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন রাধিকা রাও এবং বিনয় সাপ্রু। আর এই সিনেমায় ইমরান হাশমির বিপরীতে অভিনয় করেছেন যুক্তি থেরেজা।
আরো পড়ুনঃ
যশরাজ ফিল্মস: চলতি বছরে ৫টি সিনেমার মুক্তির তারিখ চূড়ান্ত
টাইগার ৩: আগামী মার্চ থেকে ইস্তাম্বুলে শুরু হচ্ছে শুটিং!
টাইগার ৩: সালমান খানের সাথে এবার ইমরান হাশমির লড়াই!