জন্মদিনে ভক্তদের জন্য দারুণ উপহার নিয়ে হাজির হচ্ছেন শাহরুখ খান

জন্মদিনে ভক্তদের জন্য

বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত সর্বশেষ সিনেমা মুক্তি পেয়েছিলো ২০২৩ সালের ক্রিসমাসে। রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’-এর পর এই তারকার নতুন সিনেমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার ভক্তরা। তবে খবর অনুযায়ী, জন্মদিনে ভক্তদের জন্য দারুণ উপহার নিয়ে হাজির হচ্ছেন শাহরুখ খান।

ইতিমধ্যে শাহরুখ খান অভিনীত বেশ কয়েকটি সিনেমার গুঞ্জন শোনা গেলেও এখনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। আলোচনায় থাকা এই সিনেমাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ‘কিং’। সিনেমাটি সুজয় ঘোষ পরিচালনা করছেন বলেও নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে আসছে ২রা নভেম্বর নিজের জন্মদিনে ভক্তদের জন্য দারুণ খবর নিয়ে আসছেন এই তারকা।

আগামী ২রা নভেম্বর বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিন। ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আগামী জন্মদিনে ‘কিং’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দিতে যাচ্ছেন শাহরুখ খান। এতে শাহরুখ খানকে একজন আততায়ীর চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। এছাড়া এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষিক্ত হতে যাচ্ছেন শাহরুখ খানের মেয়ে সোহানা খান।

‘কিং’ সিনেমায় আততায়ীর চরিত্রে বলিউড বাদশা শাহরুখ খানের অভিনয়ের ভক্তদের উচ্ছ্বাস দুইটি কারনে। সিনেমাটিতে এই অভিনেতাকে ‘জওয়ান’ এবং ‘পাঠান’-এর মতো অ্যাকশন করতে দেখা যাবে। একই সাথে এই চরিত্রে শাহরুখ খানকে ভক্তরা নব্বইয়ের ‘বাজিগর’, ‘আঞ্জাম’ এবং ডর’-এর মতো চরিত্রকে মনে করিয়ে দিবে। আরো একবার কিছুটা খলচরিত্রে আসছেন শাহরুখ খান।

এদিকে জানা গেছে, ব্যাকগ্রাউন্ড সহ ‘কিং’ সিনেমার সঙ্গীত পরিচালনা করবেন আলোচিত সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর। এর আগে অ্যাটলি কুমার পরিচালিত শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ সিনেমার সঙ্গীত নির্দেশনা দিয়েছিলেন অনিরুদ্ধ। ‘জওয়ান’ সিনেমাটির ব্যাকগ্রাউন্ড এবং গান ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছিলো। সেই ধারাবাহিকতায় আবারো একসাথে কাজ করতে যাচ্ছেন এই দুইজন।

ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এরই মধ্যে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণার ভিডিও-এর দৃশ্যধারন শেষ করেছেন শাহরুখ খান এবং সোহানা খান। অনিরুদ্ধের মিউজিকে এই ভিডিওটি জন্মদিনে ভক্তদের জন্য দারুণ উপহার হিসেবে মনে করছেন সবাই। অ্যাকশন থ্রিলারে ‘দ্য কিং অফ দ্য ওয়ার্ল্ড… আন্ডারওয়ার্ল্ড’ প্লটটির পরিপ্রেক্ষিতে সিনেমার নাম ‘কিং’ ঠিক করা হয়েছে। বাকি বিস্তারিত এখনো জানা যায়নি।

উল্লেখ্য যে, ‘কিং’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছেন শাহরুখ খান এবং সিদ্ধার্থ আনন্দ। রেড চিলিস এন্টারটেইনমেন্ট এবং মারফ্লিক্সের ব্যানারে এই সিনেমাটির অ্যাকশন দৃশ্যের নির্দেশনায় থাকছেন সিদ্ধার্থ আনন্দ। সব কিছু ঠিক থাকলে ২০২৬ সালের ঈদে মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমা। আর এই সিনেমার প্রধান খলচরিত্রে অভিনয় করছেন অভিষেক বচ্চন।

আরো পড়ুনঃ
ক্যারিয়ার এবং নতুন সিনেমা নিয়ে পরিকল্পনা জানালেন শাহরুখ খান
নতুন সিনেমায় এবার আততায়ীর চরিত্রে বলিউড বাদশা শাহরুখ খান
শুরু হচ্ছে শাহরুখ খানের ‘কিং’: থাকছে ‘জওয়ান’ সিনেমার ছোঁয়া

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত