শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ চলতি বছরের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমাগুলোর মধ্যে অন্যতম। অ্যাটলি কুমার পরিচালিত সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ আগে থেকেই আকাশচুম্বী ছিলো। সর্বশেষ ট্রেলার প্রকাশের মাধ্যমে সিনেমাটি নিয়ে সবার প্রত্যাশা বেড়েছে কয়েকগুণ। বলিউড বাদশাকে প্রথমবারের মত মাসালা অ্যাকশন চরিত্রে দেখার জন্য উম্মুখ হয়ে আছেন এই তারকার ভক্তরা। সম্প্রতি এর অগ্রিম টিকেট বিক্রিতেও দেখা গেছে দুর্দান্ত প্রতিক্রিয়া। জানা গেছে ‘জওয়ান’ সিনেমা দিয়ে নতুন করে চালু হচ্ছে ভারতের অর্ধ শতাধিকের বেশী বন্ধ প্রেক্ষাগৃহ।
ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, শুরু পর থেকেই ‘জওয়ান’ সিনেমার অগ্রিম টিকেট নিয়ে দেখা গেছে উম্মাদনা। প্রথম দিনেই পুরো ভারতে ২ লাখের বেশী অগ্রিম টিকেট বিক্রি হয়েছে। এরমধ্যে ভারতের তিনটি চেইন মাল্টিপ্লেক্স চেইনে দেড় লাখের বেশী টিকেট অগ্রিম বিক্রি হয়েছে। প্রথম দিনে দুর্দান্ত শুরুর পর দ্বিতীয় দিনও সিনেমাটির অগ্রিম টিকেট বিক্রি ছিলো রেকর্ড পরিমাণ। ‘জওয়ান’ সিনেমার মাধ্যমে ভারতের অর্ধ শতাধিকের বেশী বন্ধ প্রেক্ষাগৃহ নতুন করে চালু হচ্ছে বলে নিশ্চিত হওয়া গেছে।
এদিকে দ্বিতীয় দিন শেষে ভারতে সিনেমাটির মোট ৩৭৮,০০০ টিকেট অগ্রিম বিক্রি হয়েছে বলে জানা গেছে। এই সব টিকেটই ‘জওয়ান’ সিনেমার মুক্তির প্রথম দিনের। অগ্রিম টিকেট বিক্রি থেকে ইতিমধ্যে সিনেমাটির আয়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১২ কোটি রুপি। দুই দিন শেষে ভারতের তিন চেইন মাল্টিপ্লেক্সে অগ্রিম টিকেট বিক্রির পরিমাণ নীচে দেওয়া হলো –
পিভিআর এবং ইনোক্স – ১৫৬,০০০
সিনেপলিস – ৩৫,০০০
মাল্টিপ্লেক্সের পাশাপাশি ভারতের একক স্ক্রিনের প্রেক্ষাগৃহেও সিনেমাটি দেখা যাচ্ছে ব্যাপক উম্মাদনা। শুধু শাহরুখ খান নন, একক স্ক্রিনের প্রেক্ষাগৃহে বলিউডের সিনেমা নিয়ে এরকম উম্মাদনা আগে কখনো দেখা যায়নি। তাই এই সিনেমা নিয়ে একক স্ক্রিনের প্রেক্ষাগৃহের মালিক এবং প্রদর্শরা দারুণ আশাবাদী। সেই ধারাবাহিকতায় ‘জওয়ান’ সিনেমা দিয়ে নতুন করে অর্ধ শতাধিকের বেশী বন্ধ প্রেক্ষাগৃহ চালুর প্রস্তুতি নিচ্ছেন মালিকরা। মহামারী পরবর্তি সিনেমার বক্স অফিসের মন্ধা অবস্থার কারনে এগুলো বন্ধ হয়েছিলো। এবার ‘জওয়ান’ সিনেমার প্রদর্শনের মাধ্যমে সেগুলো আবারো চালু হতে যাচ্ছে।
এর আগে একই চিত্র দেখা গিয়েছিলো জানুয়ারিতে মুক্তিপ্রাপ্ত শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ সিনেমার সময়। ‘পাঠান’ সিনেমা নিয়ে দর্শকদের উম্মাদনার প্রেক্ষিতে মহারাষ্ট্রের প্রায় ২৫টি বন্ধ প্রেক্ষাগৃহ চালু হয়েছিলো। সিনেমাটির ঐতিহাসিক সাফল্যের পর আবারো বড় পর্দা মাতাতে আসছেন বলিউড বাদশা। আগের সিনেমার ধারাবাহিকতায় ‘জওয়ান’ সিনেমার মাধ্যমে নতুন ইতিহাস লিখতে যাচ্ছেন এই তারকা। ভারতীয় বক্স অফিসে ‘জওয়ান’ নতুন ইতিহাস সৃষ্টির পথে রয়েছে। অগ্রিম টিকেট বিক্রির মাধ্যমে সেই প্রস্তুতি অনেকটাই সম্পন্ন করে ফেলেছেন শাহরুখ খান।
চলতি বছরে ‘পাঠান’ সিনেমাটি মুক্তি আগেই অগ্রিম টিকেট বিক্রি থেকে আয় করেছিলো ৭৫ কোটি রুপি। ধারণা করা হচ্ছে খুব শীগ্রই সেটিকে পিছনে ফেলে দিতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জওয়ান’। এছাড়া অগ্রিম টিকেট বিক্রিতে দর্শকদের উম্মাদনা বিবেচনায় প্রথম দিন ভারতীয় বক্স অফিসে এটি ১০০ কোটির মাইলফলক অতিক্রম করবে বলে মনে করছেন ট্রেড বিশেষজ্ঞরা। বলিউডের প্রথম সিনেমা হিসেবে নতুন এই মাইলফলক অতিক্রম করতে যাচ্ছে ‘জওয়ান’। সার্বিক বিবেচনায় ‘পাঠান’ সিনেমার সব রেকর্ড ভেঙ্গে বক্স অফিসের ইতিহাস নতুন করে লিখার সব প্রস্তুতি সম্পন্ন করেছেন বলিউড বাদশা।
উল্লেখ্য যে, প্যান ইন্ডিয়া দর্শকদের কথা বিবেচনা করে নির্মিত সিনেমাটিতে দেখা যাবে একঝাক প্যান ইন্ডিয়া তারকাকে। শাহরুখ খান এবং নয়নতারার সাথে সিনেমাটিতে খলচরিত্রে অভিনয় করছেন তামিলের জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতি। সাথে আরো অভিনয় করছেন সানিয়া মালহোত্রা, প্রিয়ামনি, ইয়োগি বাবু, রিধি দূর্গা এবং সুনীল গ্রোভার। গুঞ্জন অনুযায়ী ‘জওয়ান’ সিনেমায় দ্বৈত চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। এছাড়া সিনেমাটিতে অতিথি চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাডুকোন, থালাপাতি বিজয় এবং সঞ্জয় দত্ত।
আরো পড়ুনঃ
‘জওয়ান’ অগ্রিম টিকেট বিক্রিঃ আবারো রেকর্ড গড়তে যাচ্ছেন শাহরুখ খান
অগ্রিম টিকেট বিক্রিতে নতুন রেকর্ডঃ আসছে বক্স অফিস সুনামি ‘জওয়ান’
আন্তর্জাতিক বাজারে অগ্রিম টিকেট বিক্রিতে ‘জওয়ান’ সিনেমার বাম্পার শুরু