২০২৪ সালের ক্রিসমাসে বক্স অফিসে মুখোমুখি হয়েছিলো শাহরুখ খানের ‘ডানকি’ এবং প্রভাসের ‘সালার’। একই দিনে দুটি বড় সিনেমা মুক্তির কারনে দুই সিনেমার বক্স অফিস আয়ে দেখা গিয়েছিলো নেতিবাচক প্রভাব। তিন সিনেমার মুক্তিতে চলতি বছরের ক্রিসমাস বক্স অফিসেও দেখা যাচ্ছে সেরকম সম্ভাবনা।
স্পাই ইউনিভার্সের ‘আলফা’ সিনেমাটি ২০২৫ সালের ক্রিসমাসে মুক্তি ঘোষণা অনেক আগেই দিয়েছিলো নির্মাতা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস। সিনেমাটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন আলিয়া ভাট এবং সর্বোরি ওয়াহ। আর এতে প্রধান খল চরিত্রে থাকছেন ববি দেওল। স্পাই ইউনিভার্সের প্রথম নারী কেন্দ্রিক সিনেমা হতে যাচ্ছে ‘আলফা’।
সিনেমাটি নিয়ে দর্শক এবং প্রদর্শকদের আগ্রহ দেখা গেছে অনেক আগে থেকেই। স্পাই ইউনিভার্সের হওয়ার কারনে স্বাভাবিক কারনেই আলোচনায় এই সিনেমা। তবে অনেক আগে থেকে ঘোষণা দিয়ে রাখলেও, শেষ পর্যন্ত বক্স অফিসে এককভাবে মুক্তি পাচ্ছে না ‘আলফা’। একটি নয় বরং আসছে ক্রিসমাসে মুক্তি পাচ্ছে আরো দুটি বলিউড সিনেমা।
ক্রিসমাসে মুক্তির অপেক্ষায় থাকা অন্য বলিউড সিনেমা হচ্ছে ‘ওয়েলকাম টু জঙ্গল’। অক্ষয় কুমার অভিনীত জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ওয়েলকাম’-এর তৃতীয় পর্ব হতে যাচ্ছে সিনেমাটি। জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি, সাথে একঝাক তারকার উপস্থিতিতে ‘ওয়েলকাম টু জঙ্গল’বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমাগুলোর মধ্যে একটি। এটি আসছে ক্রিসমাসে মুক্তি কথা শোনা যাচ্ছে জোরেশোরে।
এদিকে ক্রিসমাসে মুক্তি মিছিলে আবার যুক্ত হয়েছে আমির খান অভিনীত ‘সিতারে জমিন পার’। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘লাল সিং চাড্ডা’-এর বক্স অফিস ব্যার্থতার পর বিরতি দিয়ে নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন আমির খান। ‘সিরাতে জমিন পার’, ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত আমির খানের ব্লকবাস্টার ‘তারে জামন পার’-এর সিক্যুয়েল।
‘সিতারে জমিন পার’ বেশ কিছুদিন থেকে নির্মানাধীন রয়েছে। ‘তারে জমিন পার’ সিনেমায় বর্ধিত অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন আমির খান। তবে জানা গেছে অতিথি চরিত্রে নয়, ‘সিতারে জমিন পার’ সিনেমার প্রধান চরিত্রে আছেন এই তারকা। কমেডি গল্পের সিনেমাটিতে আমির খানের বিপরীতে অভিনয় করছেন জেনিলিয়া দেশমুখ।
সম্প্রতি ভারতের প্রজাতন্ত্র দিবসে একটি সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে সিনেমাটির ক্রিসমাসে মুক্তি নিশ্চিত করেছেন আমির খান। ইতিমধ্যে গুজরাটে এই সিনেমার ক্লাইম্যাক্সের দৃশ্যধারন করা হয়েছে বলেও জানিয়েছেন এই তারকা। আসছে ক্রিসমাসে মুক্তির জন্য সিনেমাটি এর আগেই প্রস্তুত হয়ে যাবে বলে নিশ্চিত করেছেন আমির খান।
‘আলফা’, ‘ওয়েলকাম টু জঙ্গল’ এবং ‘সিতারে জমিন পার’ – তিন সিনেমার মুক্তিতে চলতি বছরের ক্রিসমাস বক্স অফিসে ত্রিমুখী লড়াইয়ে নামছে বলিউড। মুক্তি প্রতীক্ষিত এই তিনটি সিনেমাই আলোচনায় রয়েছে। এছাড়া এই সিনেমাগুলোতে অভিনয় করছেন বলিউডের অন্যতম জনপ্রিয় সব তারকা। সবকিছু ঠিক থাকলে ক্রিসমাসে লড়াইয়ে নামছেন আলিয়া ভাট, অক্ষয় কুমার এবং আমির খান।
আরো পড়ুনঃ
‘আলফা’ আপডেটঃ আলিয়া ভাটের সাথে যোগ দিচ্ছেন হৃতিক রোশন!
প্রত্যাবর্তনের অপেক্ষায় আমির খানঃ আলোচনায় দুই বিগ বাজেট সিনেমা
আগামী ক্রিসমাসে মুক্তি পাচ্ছে অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্যা জঙ্গল’