বলিউড সুপারস্টার হৃতিক রোশন অভিনীত ‘কৃষ’ ভারতীয় সিনেমার অন্যতম সফল এবং জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিগুলো মধ্যে অন্যতম। এই ফ্র্যাঞ্চাইজিটির চতুর্থ পর্বের অন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা। সম্প্রতি আবারো সিনেমাটি নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে দেখা গেছে আলোচনা। জানা গেছে নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ সিনেমাটি ছেড়ে দেয়ার পর ‘কৃষ ৪’ সিনেমাকে প্রাধান্য দিচ্ছেন হৃতিক রোশন। আর গুঞ্জন অনুযায়ী, ‘কৃষ ৪’ সিনেমায় আবারো একসাথে হতে যাচ্ছেন হৃতিক রোশন এবং ‘কই মিল গায়া’ সিনেমার জাদু।
বলিউড ভিত্তিক সংবাদ মাধ্যম পিংকভিলার একটি প্রতিবেদন অনুযায়ী, ‘কৃষ ৪’ সিনেমার গল্প টাইম ট্রাভেলের কনসেপ্ট নিয়ে নির্মিত হতে যাচ্ছে। একটি সূত্রের উল্লেখ করে সূত্রটি জানিয়েছে, ‘কই মিল গায়া এবং কৃষ – এই দুই সিনেমার চরিত্রকে একসাথে করে একটি ইউনিভার্স নির্মানের পরিকল্পনা করছেন নির্মাতারা। কৃষ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ পর্বে যাদুকে ফিরিয়ে আনতে চাচ্ছেন তারা। আর এটির জন্য টাইম ট্রাভেলের কনসেপ্ট নিয়ে সিনেমাটির গল্প সাজাচ্ছেন তারা।‘
এ প্রসঙ্গে সূত্রটি আরো জানিয়েছে, ‘ফ্র্যাঞ্চাইজি হিসেবে কৃষ সিনেমাটিতে বিজ্ঞান কল্পকাহিনী ভিত্তিক শক্তিশালী একটি পটভূমি রয়েছে। কই মিল গায়া সিনেমায় রোহিত মেহরা জাদুর সাথে যোগাযোগের জন্য তার বাবার যন্ত্র ব্যবহার করেছিলো। অন্যদিকে কৃষ সিনেমায় রোহিত মেহরা নিজে একটি টাইম মেশিন তৈরি করেছিলো যা দিয়ে মানুষের ভবিষ্যৎ দেখা যেত। আগের পর্বগুলোতে বিজ্ঞান কল্পকাহিনী এবং টাইম মেশিনের ব্যবহার দেখা গেছে। সেই ধারাবাহিকতায় টাইম ট্র্যাভেল কৃষ ৪ সিনেমার অন্যতম গুরুত্বপূর্ন বিষয় হতে যাচ্ছে।‘
এদিকে ২০২১ সালে ‘কৃষ’ সিনেমার ১৫ বছরপূর্তিতে এই ফ্র্যাঞ্চাইজির চতুর্থ পর্বের কথা নিশ্চিত করেছিলেন হৃতিক রোশন। সিনেমাটির ১৫ বছরপূর্তির দিনে টুইটারে এই তারকা লিখেছিলেন, ‘অতীত চলে গেছে। দেখা যাক ভবিষ্যৎ আমাদের জন্য কি নিয়ে আসে।‘ এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছিলো সিনেমাটি নিয়ে বিভিন্ন গুঞ্জন। পরবর্তিতে হৃতিকের বাবা পরিচালক রাকেশ রোশন বিভিন্ন সময়ে সিনেমাটি নিয়ে কথা বলেছেন। চিত্রনাট্য নিয়ে কাজ করলেও, অসুস্থতার কারনে সিনেমাটির পরিচালনা না করার বিষয়টিও নিশ্চিত করেছেন এই নির্মাতা।
‘কৃষ ৪’ সিনেমাটির কাজ শুরুর প্রস্তুতি প্রসঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ‘রামায়ণ থেকে সরে যাওয়ার পর, হৃতিক তার মনোযোগ ভিএফএক্স নির্ভর সুপারহিরো সিনেমা কৃষ ৪-এর দিকে দিচ্ছেন। গত মাস কয়েক ধরে, তিনি তার পিতা রাকেশ রোশনের সাথে কৃষ ৪ সিনেমার চিত্রনাট্য চূড়ান্ত করার জন্য আলোচনা করছেন। যত তাড়াতাড়ি সম্ভব এই সিনেমার দৃশ্যধারন শুরু করতে চান হৃতিক। এই মুহুর্তে সুপারহিরো সিনেমাটি নিয়ে তার পরিকল্পনা কাগজে দাড় করাচ্ছেন।‘
এছাড়া সিনেমাটি পরিচালনার জন্য হৃতিক একজন হলিউড নির্মাতার কথা বিবেচনা করছেন বলে জানা গেছে। এ প্রসঙ্গে সূত্রটি আরো বলেছে, ‘সে কৃষ হিসেবে ফিরতে চায়। এই মুহুর্তে এটিই তার মনের মধ্যে আছে। তার আশাপাশের সবাইকে তিনি এর জন্য একজন হলিউড পরিচালকের খোঁজ শুরু করতে বলেছেন। এমন কাউকে পাওয়া গেলে তার সাথে আলোচনা করার জন্য হৃতিক যুক্তরাষ্ট্রে যাবেন। ইতিমধ্যে হৃতিকের দল হলিউডের সম্ভাব্য নির্মাতাদের তালিকা প্রস্তুতে কাজ শুরু করে দিয়েছে।‘
ভারতের অন্যতম জনপ্রিয় সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি ‘কৃষ’-এর এখন পর্যন্ত তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। সর্বশেষ ‘কৃষ ৩’ সিনেমাটিতে প্রিয়াঙ্কা চোপড়াকে কৃষের স্ত্রী হিসাবে দেখা গেছে। সিনেমাটিতে খলনায়ক চরিত্রে অভিনয় করেছেন বিবেক ওবেরয়। সুপারহিরো কৃষ এবং সুপারভিলেন কালের মধ্যকার লড়াই নিয়ে নির্মিত হয়েছিলো ‘কৃষ ৩’ সিনেমাটি। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন কঙ্গনা রানাউত, গিরগিটি, শৌর্য চৌহান প্রমুখ। সিনেমাটি মুক্তি পেয়েছিলো ২০১৩ এবং মুক্তির পর এটি বক্স অফিসে ব্যবসায়িক সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছিলো।
প্রসঙ্গত, হৃতিক রোশন বর্তমানে ‘ফাইটার’ সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন। ভারতের প্রথম এরিয়েল অ্যাকশন সিনেমা ‘ফাইটার’ পরিচালনা করেছেন সিদ্ধার্ত আনন্দ। পরিচালনার পাশাপাশি সিনেমাটি যৌথভাবে প্রযোজনাও করছেন এই নির্মাতা। হৃতিক এবং দীপিকা ছাড়াও সিনেমাটিতে আরো অভিনয় করেছেন অক্ষয় ওবেরয়, করণ সিং গ্রোভার এবং অনিল কাপুর। সিনেমাটি আগামী বছরের ২৫শে জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘পাঠান’ সিনেমার ঐতিহাসিক সাফল্যের কারনে সিদ্ধার্ত আনন্দের নতুন সিনেমা নিয়ে সবার আগ্রহ আকাশচুম্বী।
আরো পড়ুনঃ
‘রামায়ণ’ নয় ‘কৃষ ৪’ সিনেমাকে প্রাধান্য দিচ্ছেন হৃতিকঃ পরিচালনায় হলিউড নির্মাতা
‘পাঠান’ নির্মাতার হাত ধরে পর্দায় একসাথে আসছেন হৃতিক এবং প্রভাস
‘রামায়ণ’ থেকে সরে দাঁড়ালেন হৃতিকঃ রাবণ চরিত্রে অভিনয় করছেন যশ