কার্তিক আরিয়ান এবং ভূমি পেডনেকারের সাথে যুক্ত হলেন শ্রীলীলা!

কার্তিক আরিয়ান এবং ভূমি

কার্তিক আরিয়ান এবং ভূমি পেডনেকার অভিনীত ‘পাতি পত্নি অর ও’ সিনেমাটি বক্স অফিসে ভালো ব্যবসা করতে সক্ষম হয়েছিলো। সিনেমাটিতে অন্য প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন অনন্যা পাণ্ডে। সম্প্রতি জানা গেছে এই সিনেমার সিক্যুয়েল নির্মান করতে যাচ্ছেন নির্মাতারা। আর এতে কার্তিক আরিয়ান এবং ভূমি পেডনেকারের সাথে যুক্ত হচ্ছেন দক্ষিন ভারতের অভিনেত্রী শ্রীলীলা।

২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত পেয়েছিলো কমেডি গল্পের সিনেমা ‘পাতি পত্নি অর ও’। সিনেমাটিতে কার্তিক আরিয়ান এবং ভূমি পেডনেকার স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। আর এতে তৃতীয় চরিত্র ‘ও’-এ অভিনয় করেন অনন্যা পাণ্ডে। সম্প্রতি জানা গেছে সিনেমাটির এই সিক্যুয়েলে দ্বিতীয় নায়িকার চরিত্রে অভিনয় করছেন শ্রীলীলা।

এর আগে জানা গিয়েছিলো ডেবিড ধাওয়ান পরিচালিত একটি সিনেমায় বরুন ধাওয়ান এবং ম্রূনাল ঠাকুরের সাথে অভিনয় করছেন শ্রীলীলা। তবে শিডিউল সংক্রান্ত জটিলতার কারণে সিনেমাটি থেকে সরে দাঁড়ান তিনি। ডেবিড ধাওয়ানের সিনেমাটিতে এখন তার পরিবর্তে অভিনয় করছেন পূজা হেগরে।

সবকিছু ঠিক থাকলে কার্তিক আরিয়ান এবং ভূমি পেডনেকারের সাথে ‘পাতি পত্নি অর ও ২’ বলিউডে শ্রীলীলার দ্বিতীয় সিনেমা হতে যাচ্ছে। বর্তমানে তিনি ইব্রাহীম আলী খানের বিপরীতে ‘দিলার’ নামে একটি সিনেমায় অভিনয় করছেন। ‘দিলার’-এর মাধ্যমে বলিউডে অভিষিক্ত হতে যাচ্ছে শ্রীলীলা।

‘পাতি পত্নি অর ও’ সিনেমাটির গল্প এবং কমেডির কারণে ব্যাপক প্রশংসিত হয়েছিলো। ছোট শহরের স্বামী এবং স্ত্রীর চরিত্রে কার্তিক আরিয়ান এবং ভূমি পেডনেকার দারুণ অভিনয় করেছিলেন। ১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত একই নামের একটি সিনেমার রিমেক ছিলো ‘পাতি পত্নি অর ও’। সিনেমাটি পরিচালনা করেছেন মুদাসসার আজিজ।

‘পাতি পত্নি অর ও’-এর সিক্যুয়েলটি নিয়ে দারুণ উত্তেজিত কার্তিক আরিয়ান। সিনেমাটির চিত্রনাট্যেরও প্রশংসা করেছেন এই তারকা। আগের পর্বের মত দ্বিতীয় পর্বেও রোম্যান্টিক গল্পের সাথে কমেডির মিশ্রণে নতুন একটি অভিজ্ঞতা উপহার দিতে যাচ্ছেন মুদাসসার আজিজ। এতে আধুনিক সময়ের প্রেম এবং সম্পর্কের জটিলতা তুলে আনবেন তিনি।

কার্তিক আরিয়ান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে ‘ভুল ভুলাইয়া ৩’। দীপাবলিতে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি ইতিমধ্যে বক্স অফিসে হিট হিসেবে আবির্ভুত হয়েছে। এতে কার্তিকের সাথে অভিনয় করেছেন তৃপ্তি দিম্রি, বিদ্যা বালন এবং মাধুরী দীক্ষিত। ‘ভুল ভুলাইয়া’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমাটির মাধ্যমে বক্স অফিসে নিজের অবস্থান আরো শক্তিশালী করেছেন এই অভিনেতা।

আরো পড়ুনঃ
অক্ষয় কুমারের ঝুলিতে আরো একটি সিক্যুয়েল! সাথে গোবিন্দ ও পারেশ
পুলিশ ইউনিভার্সে সালমান খান: বলিউডে নতুন যুগের সূচনা!
শুরু হচ্ছে ‘বাঘি ফোর’: টাইগার শ্রফের সাথে জুটি বাঁধছেন তৃপ্তি

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত