ফিরোজ নাদিওয়ালা প্রযোজিত তিনটি সিনেমার সিক্যুয়েল নিয়ে বিগত কয়েক মাস ধরে জোর আলোচনা চলছে বলিউড পাড়ায়। সিনেমাগুলো হচ্ছে ‘হেরা ফেরি ৩’, ‘ওয়েলকাম ৩’ এবং ‘আওয়ারা পাগল দিওয়ানা ২’। এরমধ্যে ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় পর্ব নিয়ে আলোচনা হয়েছে সবচেয়ে বেশী। সিনেমাটি থেকে অক্ষয়ের বাদ পরা থেকে শুরু করে সম্প্রতি সিনেমাটির কাজ শুরু – বিভিন্ন কারনে আগ্রহের শীর্ষে ছিলো এই সিনেমাটি। ‘হেরা ফেরি ৩’ সিনেমার পর এবার পাওয়া গেলো ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমার নতুন খবর।
সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে অক্ষয় কুমার, সুনীল শেঠি এবং পারেশ রাওয়ালকে নিয়ে শুরু হয়েছে ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তির কাজ। তৃতীয় পর্ব হলেও সিনেমাটির নাম ‘হেরা ফেরি ৪’ আর এটি পরিচালনা করছেন ফরহাদ সামজি। গুঞ্জন অনুযায়ী, ‘হেরা ফেরি ৪’ সিনেমার প্রধান খলচরিত্রে অভিনয় করছেন সঞ্জয় দত্ত। ‘হেরা ফেরি ৪’ সিনেমা নিয়ে অক্ষয় ভক্তরা যেখানে উম্মাদনায় মেতেছেন, সেখানে তাদের জন্য আরো একটি সুখবর নিয়ে হাজির হয়েছেন প্রযোজক ফিরোজ নাদিওয়ালা।
২০০৭ সালে মুক্তি পেয়েছিলো অক্ষয় কুমার অভিনীত সুপারহিট কমেডি সিনেমা ‘ওয়েলকাম’। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন অনিল কাপুর, নানা পাটেকার, পারেশ রাওয়াল, মল্লিকা শেরাওয়াত এবং ক্যাটরিনা কাইফ। এরপর ২০১৫ সালে মুক্তি পায় এই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় সিনেমা ‘ওয়েলকাম ব্যাক’। তবে দ্বিতীয় পর্বে অক্ষয়ের পরিবর্তে প্রধান চরিত্রে অভিনয় করেন জন আব্রাহাম। এছাড়া সিনেমাটিতে আরো ছিলেন অনিল কাপুর, নানা পাটেকার, পারেশ রাওয়াল, শ্রুতি হাসান এবং নাসিরুদ্দিন শাহ। তবে প্রথম পর্বের মত দ্বিতীয় পর্বটি বক্স অফিসে ভালো ব্যবসা করতে সক্ষম হয়নি।
ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে জানা গেছে ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় পর্বের নাম ঠিক করা হয়েছে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। ফ্র্যাঞ্চাইজির আগের পর্বগুলোর মত তৃতীয় পর্বেও থাকছেন অনিল কাপুর, নানা পাটেকার এবং পারেশ রাওয়াল। দ্বিতীয় পর্বে না থাকলেও তৃতীয় পর্বে ফিরছেন বলিউডের খিলাড়ী অক্ষয় কুমার। আর তাদের সাথে এবার ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমায় যুক্ত হতে যাচ্ছেন ‘মুন্নাভাই’ ঝুটি সঞ্জয় দত্ত এবং আরশদ ওয়ার্সি!
সিনেমাটির সাথে সংশ্লিষ্ট একটি সূত্রের উল্লেখ করে উক্ত সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ‘ফিরোজ নাদিওয়ালা প্রযোজিত নির্মিতব্য সিনেমাটিতে অক্ষয়ের পাশাপাশি অন্য প্রধান দুটি চরিত্রে অভিনয় করবেন সঞ্জয় দত্ত এবং আরশদ ওয়ার্সি।‘ যদিও সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিক কিছু এখনো জানা যায়নি, সিনেমাটির সবকিছু ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। ‘হেরা ফেরি ৪’ সিনেমাটির দৃশ্যধারনের শেষ ভাগে অথবা সিনেমাটি মুক্তির পর শুরু হবে ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমার কাজ।
ফিরোজ নাদিওয়ালা প্রযোজিত ‘হেরা ফেরি ৪’ এবং ‘ওয়েলকাম ৩’ সিনেমাগুলো ছাড়াও ‘আওয়ারা পাগল দিওয়ানা’ সিনেমার কথাও শোনা যাচ্ছে। তবে বাকী দুই সিনেমা নিয়ে কিছু তথ্য পাওয়া গেলেও এই সিনেমাটি নিয়ে বিস্তারিত কিছু এখনো জানা যায়নি। এদিকে ‘হেরা ফেরি ৩’ সিনেমাটি আনিস বাজমি ছেড়ে দেয়ার পর নির্মাতা হিসেবে ফরহাদ সামজির নাম শোনা যাচ্ছে। তবে ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমার পরিচালক এখনো চূড়ান্ত হয়নি। খুব শীগ্রই সিনেমাটির নির্মাতা সহ বাকী সব আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন প্রযোজক ফিরোজ নাদিওয়ালা।
এদিকে, মহামারী পরবর্তি বক্স অফিসে অক্ষয় কুমারের সময়টা ভালো যাচ্ছে না। গত বছর প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত অক্ষয় কুমারের চারটি সিনেমাই বক্স অফিসে মুখ থুবড়ে পরেছিলো। চলতি বছরটাও শুরু হয়েছে বক্স অফিস ডিজাস্টারের ধারাবাহিকতায়। গত ২৪শে ফেব্রুয়ারি মুক্তিপ্রাপ্ত অক্ষয় কুমার অভিনীত ‘সেলফি’ সিনেমাটি বক্স অফিসে ডিজাস্টার হিসেবে আবির্ভুত হয়েছে। উদ্বোধনী দিনে ভারতীয় বক্স অফিসে সিনেমাটির আয়ের পরিমাণ ছিলো মাত্র ২.৫ কোটি রুপি। এর মাধ্যমে টানা পাঁচটি ডিজাস্টার সিনেমা উপহার দিলেন অক্ষয় কুমার।
আরো পড়ুনঃ
‘হেরা ফেরি’ তৃতীয় পর্বে খলনায়ক চরিত্রে অভিনয় করছেন সঞ্জয় দত্ত
মূল তিন তারকাকে নিয়েই শুরু হলো ‘হেরা ফেরি’ তৃতীয় পর্বের কাজ
এবার ‘হেরা ফেরি ৩’ সিনেমা থেকে বাদ পরছেন কার্তিক আরিয়ান