যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের পরবর্তি সিনেমা ‘টাইগার থ্রী’ মুক্তি পেতে যাচ্ছে আগামী দীপাবলিতে। জানা গেছে স্পাই ইউনিভার্সের নতুন সিনেমার তালিকা চূড়ান্ত করছে এর প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস। গুঞ্জন অনুযায়ী ‘টাইগার থ্রী’ পরবর্তি স্পাই ইউনিভার্সের নতুন সিনেমা হতে যাচ্ছে ‘ওয়ার ২’। আর ‘ওয়ার ২’ সিনেমায় হৃতিকের মুখোমুখি হতে যাচ্ছেন তেলুগু সুপারস্টার জুনিয়র এনটিআর। তবে সম্প্রতি জানা গেলো সিনেমাটি নিয়ে নতুন আপডেট। ‘ওয়ার ২’ সিনেমায় জুনিয়র এনটিআরের অভিনয় শুধুই গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছে অভিনেতার সংশ্লিষ্ট একটি সূত্র।
ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া তাদের একটি প্রতিবেদনে জানিয়েছে ওয়ার ২’ সিনেমায় জুনিয়র এনটিআরের অভিনয় শুধু একটি গুজব ছাড়া আর কিছু না। কিছুদিন আগে বলিউড ভিত্তিক সবগুলো সংবাদ মাধ্যম জানিয়েছিলো যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ‘ওয়ার ২’ সিনেমায় অভিনয় করছেন তেলুগু সুপারস্টার এনটিআর জুনিয়র। সিনেমাটিতে তাকে পর্দায় হৃতিকের মুখোমুখি হতে দেখা যাবে বলেও নিশ্চিত করেছিলো সংবাদ মাধ্যমগুলো। তবে দ্বিতীয় নায়ক হিসেবে অভিনয়ের মাধ্যমে বলিউডে এনটিআর জুনিয়রের অভিনয়ের বিষয়টি অস্বীকার করছে এই তারকার সাথে সংশ্লিষ্ট একটি সূত্র।
সিনেমার সাথে সংশ্লিষ্ট একটি সূত্রের উল্লেখ করে উক্ত সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ‘কিন্তু কোথায় সংযুক্ত হচ্ছেন? ওয়ার ২ এখন পর্যন্ত একটি ধারণা মাত্র। সিক্যুয়েলটির চিত্রনাট্য এখনো তৈরি হয়নি। তাহলে কিভাবে একজন তারকা এতে চুক্তিবদ্ধ হন? এখন পর্যন্ত পরিচালক হিসেবে অয়ন মুখার্জিকে চূড়ান্ত করেছেন প্রযোজক আদিত্য চোপড়া। এছাড়া সিনেমাটি প্লটও এখনো চূড়ান্ত হয়নি।‘ গল্প, প্লট এবং চিত্রনাট্য ছাড়া এতে কোন তারকার সংযুক্তির বিষয়টি গুজব বলে জানিয়েছে সূত্রটি। সংবাদ মাধ্যম এবং ট্রেড বিশেষজ্ঞদের ছাড়া সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিক কোন ঘোষণা এখনো পাওয়া যায়নি।
এছাড়া সিনেমাটির নির্মান কাজ শুরু হতে এখনো অনেক সময় বাকী বলেও জানিয়েছে উক্ত সূত্রটি। অয়ন মুখার্জি তার হাতে থাকা ‘ব্রহ্মাস্ত্র’ ট্রিলজীর বাকী দুটি সিনেমা শেষ করে ‘ওয়ার ২’ সিনেমার কাজ শুরু করবেন বলে নিশ্চিত হওয়া গেছে। এ প্রসঙ্গে সূত্রটি আরো জানিয়েছে, ‘ব্রহ্মাস্ত্র দ্বিতীয় এবং তৃতীয় পর্বের কাজ শেষ করে অয়ন মুখার্জি এই সিনেমার কাজ শুরু করবেন। সে হিসেবে আগামী ২০২৫ সালের শেষভাগ ছাড়া ওয়ার ২ সিনেমার দৃশ্যধারন শুরুর কোন সম্ভাবনা আপাতত নেই।‘
এদিকে হৃতিকের সাথে ‘ওয়ার ২’ সিনেমায় জুনিয়র এনটিআরের অভিনয়ের বিষয়টি অস্বীকার করেছে এই তারকার সংশ্লিষ্ট একটি সূত্র। খবরটি শুধুই গুজব বলে জানিয়েছে সূত্রটি। এ প্রসঙ্গে হায়দ্রাবাদে জুনিয়র এনটিআর-এর সাথে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ‘আপনি কি পাগল হয়েছেন? এনটিআর কখনোই তার বলিউড অভিষেকের জন্য দুই নায়কের সিনেমায় অভিনয়ে সম্মত হবেন না।‘ মুক্তি প্রতীক্ষিত সালমান খানের ‘টাইগার থ্রী’ সিনেমার পর স্পাই ইউনিভার্সের ‘ওয়ার ২’ সিনেমা নিয়ে দর্শকদের মাঝে দেখা গিয়েছিলো উম্মাদনা। বিশেষ করে এতে এনটিআর জুনিয়রের অভিনয়ের গুঞ্জনে আলোচনা ছিলো আকাশচুম্বী।
২০১৯ সালের ব্লকবাস্টার ‘ওয়ার’ সিনেমাটিতে হৃতিকের সাথে অভিনয় করেছিলেন বলিউডের নতুন প্রজন্মের অ্যাকশন তারকা টাইগার শ্রফ। টাইগার শ্রফের পর ‘ওয়ার ২’ সিনেমায় হৃতিকের সাথে এবার হাজির তেলুগু সুপারস্টার জুনিয়র এনটিআর-এর অভিনয় নিয়ে দেখা গিয়েছিলো ব্যাপক আলোচনা। গুঞ্জন শোনা যাচ্ছিলো এতে নেতিবাচক চরিত্রে দেখা যাবে তাকে। ‘ওয়ার’ সিনেমাটি পরিচালনা করেছিলেন সিদ্ধার্থ আনন্দ। তবে এর সিক্যুয়েল ‘ওয়ার ২’-এর পরিচালক হিসেবে অয়ন মুখার্জি নিশ্চিত বলে জানা গেছে।
উল্লেখ্য যে, যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স ভারতীয় সিনেমার সবচেয়ে সফল এবং জনপ্রিয় ইউনিভার্স হিসেবে আবির্ভুত হয়েছে। ‘পাঠান’ সিনেমার আগে এই ইউনিভার্সের ‘এক থা টাইগার’ (২০১২), ‘টাইগার জিন্দা হ্যাঁ’ (২০১৭) এবং ‘ওয়ার’ (২০১৯) সিনেমাগুলো বক্স অফিসে ব্লকবাস্টার ব্যবসা করতে সক্ষম হয়েছে। আর সর্বশেষ ‘পাঠান’ বিশ্বব্যাপী বক্স অফিসে রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছে। বক্স অফিসে প্রায় ৩০টির বেশী নতুন রেকর্ড গড়েছে সিনেমাটি। আগামী দীপাবলিতে মুক্তি প্রতীক্ষিত ‘টাইগার থ্রী’ সিনেমাটিও বক্স অফিসে ঝড় তুলবে বলে ধারণা করছেন ট্রেড বিশেষজ্ঞরা।
প্রসঙ্গত, স্পাই ইউনিভার্সের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘পাঠান’ সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিসে সুনামি বইয়ে দিয়েছে। বিশ্বব্যাপী বক্স অফিসে সিনেমাটি এখন পর্যন্ত ১,০৫০ কোটি রুপির বেশী আয় করতে সক্ষম হয়েছে। সিনেমাটি ভারতীয় বক্স অফিসে ৫২৫ কোটি রুপি আয়ের মাধ্যমে বলিউডের ইতিহাসের সর্বোচ্চ আয়ের হিন্দি সিনেমা হিসেবে আবির্ভুত হয়েছে ‘পাঠান’। কিছুদিন আগে জানা গেছে, সিনেমাটির ঐতিহাসিক সাফল্য বিবেচনায় ‘পাঠান’ শিগ্রই চীন, জাপান এবং উত্তর অ্যামেরিকার বিভিন্ন দেশে মুক্তি দিতে যাচ্ছে যশ রাজ ফিল্মস।
আরো পড়ুনঃ
‘পাঠান বনাম টাইগার’ পরিচালনায় সিদ্ধার্থ আনন্দঃ জানা গেলো মুক্তির তারিখ
‘ওয়ার ২’ সিনেমায় হৃতিকের মুখোমুখি তেলুগু সুপারস্টার এনটিআর
স্পাই ইউনিভার্সের নতুন সিনেমা ‘ওয়ার ২’: পরিচালনায় অয়ন মুখার্জি