বলিউডের নতুন প্রজন্মের অন্যতম জনপ্রিয় তারকা টাইগার শ্রফ। বিশেষ করে একশন সিনেমার জন্য বর্তমানে নির্মাতাদের অন্যতম পছন্দের নাম টাইগার। এই মুহূর্তে বেশ কয়েকটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় করছেন এই তারকা। কিছুদিন আগেই জানা গিয়েছিলো আলী আব্বাস জাফর পরিচালিত নতুন অ্যাকশন সিনেমায় অক্ষয় কুমারের সাথে অভিনয় করছেন তিনি। এদিকে আজ জানা গেছে আগামী ঈদে মুক্তি পেতে যাচ্ছে টাইগার শ্রফ অভিনীত নতুন সিনেমা ‘হিরোপান্তি ২’।
আজ (১২ই ফেব্রুয়ারি) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদে ‘হিরোপান্তি ২’ সিনেমাটি মুক্তির খবর নিশ্চিত করেছেন টাইগার শ্রফ। সিনেমাটির নতুন পোষ্টার প্রকাশের মাধ্যমে মুক্তি তারিখ ঘোষনা করেছেন সিনেমাটির নির্মাতারা। প্রকাশিত পোষ্টারে জানা গেছে আগামী ২৯শে এপ্রিলে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি। ধারনা করা হচ্ছিলো করোনা মহামারীর কারনে পিছিয়ে যেতে পারে ‘হিরোপান্তি ২’ সিনেমার মুক্তি।
Promise you guys Double the action! Double the entertainment! Coming to you this eid❤️ #SajidNadiadwala‘s #Heropanti2 coming to theatres near you this Eid ?@TaraSutaria @khan_ahmedasas @arrahman @rajatsaroraa @NGEMovies @WardaNadiadwala #Heropanti2OnEid pic.twitter.com/poYsphVwq5
— Tiger Shroff (@iTIGERSHROFF) February 12, 2022
নাদিওয়ালা গ্রান্ডসন্স এর ব্যানারে নির্মিতব্য এই সিনেমাটি প্রযোজনা করছেন সাজিদ নাদিওয়ালা। আর আহমেদ খান পরিচালিত এই সিনেমার চিত্রনাট্যে থাকছেন রজত অরোরা। টাইগার শ্রফের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটির নতুন পোষ্টার শেয়ার করেছেন তারা সুতারিয়া। ‘হিরোপান্তি ২’ সিনেমাটির মাধ্যমে দ্বিতীয়বারের মত একসাথে কাজ করছেন টাইগার শ্রফ এবং তারা সুতারিয়া।
প্রসঙ্গত, ২০১৪ সালে ‘হিরোপান্তি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল টাইগার শ্রফের। ৭ বছর পর এবার সিনেমাটির সিক্যুয়েল নিয়ে হাজির হচ্ছেন তিনি। তবে এবার তার নায়িকা পরিবর্তন হচ্ছে সিনেমাটির। প্রথম পর্বে তার বিপরীতে অভিনয় করেছিলেন কৃতি শেনন কিন্তু এর সিক্যুয়েলে নায়িকা হিসেবে থাকছেন তারা সুতারিয়া।
আরো পড়ুনঃ
শেষ হলো টাইগার শ্রফ অভিনীত ‘হিরোপান্তি ২’ সিনেমার প্রথম লটের শুটিং
টাইগার এবং তারা অভিনীত ‘হিরোপান্তি ২’ সিনেমার মুক্তি চূড়ান্ত
২০২২ সালের বলিউড বক্স অফিস কাপাতে আসছে যে সিক্যুয়েলগুলো!