‘ভুল ভুলাইয়া ২’ সিনেমাটির বিশাল বক্স অফিস সাফল্যের পর এই মুহুর্তে নির্মাতাদের চাহিদার শীর্ষে অবস্থান করছেন বলিউডের নতুন দিনের তারকা কার্তিক আরিয়ান। কিছুদিন আগে জানা গিয়েছিলো অনুরাগ বসু পরিচালিত নতুন একটি রোম্যান্টিক সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই তারকা। সম্প্রতি জানা গেছে কার্তিক আরিয়ান অভিনীত নতুন এই সিনেমার বিস্তারিত। নতুন এই সিনেমাটির খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সাথে শেয়ার করেছেন এই অভিনেতা নিজেই।
মাইক্রো ব্লগিং সাইট টুইটারে কার্তিক আরিয়ান ঘোষণা করেছেন যে আলোচিত ফ্র্যাঞ্ছাইজি ‘আশিকি’ এর তৃতীয় কিস্থিতে অভিনয় করছেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন পরিচালনা করছেন অনুরাগ বসু। গুলশান কুমার এবং মুকেশ ভাটের হাত ধরে শুরু হওয়া এই সিনেমাটির তৃতীয় পর্বে দেখা যাবে কার্তিক আরিয়ানকে। রোম্যান্টিক গল্পের সাথে জনপ্রিয় গান আলোচিত এই ফ্র্যাঞ্ছাইজির মূল আকর্ষন নিয়ে এগিয়ে যাবে ফ্র্যাঞ্ছাইজিটি। তবে সিনেমাটিতে কার্তিক আরয়ানের বিপরীতে নায়িকা হিসেবে কে অভিনয় করছেন তা এখনো চূড়ান্ত হয়নি।
‘আশিকি ৩’ সিনেমাটি প্রযোজনা করছেন ভূষণ কুমারের টিসিরিজ এবং বিশেষ ফিল্মস। ১৯৯০ সালে মুক্তিপ্রাপ্ত ফ্র্যাঞ্ছাইজিটির প্রথম পর্বে অভিনয় করেছিলেন আন্নু আগারওয়াল এবং রাহুল রায়। এরপর বেশ বিরতির পর মুক্তি পেয়েছিলো সিনেমাটির দ্বিতীয় পর্ব ‘আশিকি ২’। মোহির সুরির পরিচালনায় সিনেমাটিতে অভিনয় করেছেন আদিত্য রয় কাপুর এবং শ্রদ্ধা কাপুর। সিনেমাটি বক্স অফিসে ব্যাপক সাফল্য লাভ করেছিলো। ‘আশিকি ৩’ সিনেমাটির সঙ্গীত পরিচালনা করছেন প্রীতম।
Ab Tere Bin Ji Lenge Hum
Zeher Zindagi Ka Pi Lenge Hum ? #Aashiqui3 ❤️
This one is going to be
heart-wrenching !!
My First with Basu Da ?@basuanurag @ipritamofficial #BhushanKumar #MukeshBhatt @TSeries @VisheshFilms @visheshb7@sakshib8#KrishanKumar #ShivChanana pic.twitter.com/kSGK8YdksP— Kartik Aaryan (@TheAaryanKartik) September 5, 2022
‘আশিকি ৩’ সিনেমায় কার্তিক আরিয়ানের অভিনয় প্রসঙ্গে সিনেমাটির প্রযোজক মুকেশ ভাট বলেন, ‘আশিকি মুক্তির একদিন আগে ১৬ই আগস্ট ১৯৯০ বিকেলে গুলশান সাহেব এবং আমি খুবই উৎকণ্ঠিত ছিলাম। পরের দিন সব রেকর্ড ভেঙ্গে নতুন ইতিহাস তৈরি হয়েছিলো। আজ ভূষণ, প্রীতম, অনুরাগ এবং সময়ের জাতীয় হার্টথ্রব কার্তিকের সাথে আমি এই নিশ্চয়তা দিতে চাই যে আশিকি ৩ সিনেমায় ভালোবাসাকে এমনভাবে উপভোগ্য করে তোলা হবে যা আগে কখনো দেখা যায়নি।‘
এছাড়া সিনেমাটির আরেক প্রযোজক ভূষণ কুমার বলেন, ‘যে সিনেমার কাহিনী এবং সঙ্গীত আমাদের হৃদয়ে দাগ কেটেছে, সেগুলিকে আবার জীবিত করার সময় এসেছে! আমার সর্বকালের প্রিয় দাদা অনুরাগ বসু পরিচালিত আশিকি ৩ ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত। সত্যিকারের সারমর্ম ধরে রেখে ছবিটির একটি নতুন দিক রয়েছে তা নিশ্চিত! আমরা কার্তিকের চেয়ে ভাল একজন অভিনেতা খুঁজে পেতাম না, তিনি যে বিশাল হিট উপহার দিয়েছেন তার পরে সব অর্থেই একজন সত্যিকারের রকস্টার; তিনি সত্যিই এই চরিত্রের জন্য সবচেয়ে উপযুক্ত!‘
সিনেমাটির প্রধান ভূমিকায় অভিনয় প্রসঙ্গে অভিনেতা কার্তিক আরিয়ান বলেন, ‘কালান্তিক ক্লাসিক আশিকি এমন একটি সিনেমা যা আমি দেখে বড় হয়েছি এবং আশিকি ৩ সিনেমাতে কাজ করা একটি স্বপ্ন সত্যি হওয়ার মতো! এর জন্য ভূষণ স্যার এবং মুকেশ স্যারের সাথে কাজ করার সুযোগে আমি সৌভাগ্যবান এবং কৃতজ্ঞতা বোধ করছি। আমি অনুরাগ স্যারের কাজের একজন বড় ভক্ত ছিলাম এবং এই বিষয়ে তাঁর সাথে কাজ করাটা অবশ্যই আমাকে নতুনভাবে দর্শকের কাছে পরিচয় করিয়ে দেবে।‘
এদিকে সিনেমাটির পরিচালক অনুরাগ বসু বলেন, ‘বিশেষ ফিল্মের সাথে কাজ করা আক্ষরিক অর্থে নিজের বাড়িতে ফিরে আসার মতো এবং আমি আশিকি ৩ পরিচালনা করতে পেরে আনন্দিত! ভূষণ সাহেব এবং আমার মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। তিনি একজন দৃঢ় সহযোগী যাকে আমার পাশে পেয়ে আমি সত্যিই সৌভাগ্যবান। আশিকি এবং আশিকি ২ ভক্তদের কাছে একটি আবেগের নাম। আমার লক্ষ্য হল এর উত্তরাধিকারকে সর্বোত্তম উপায়ে এগিয়ে নিয়ে যাওয়া। এটি হবে কার্তিক আরিয়ানের সাথে আমার প্রথম উদ্যোগ, যিনি তার কাজের প্রতি কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং দৃঢ়তার জন্য পরিচিত।‘
প্রসঙ্গত, কার্তিক আরিয়ান অভিনীত চলতি বছরে মুক্তিপ্রাপ্ত ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমাটি বক্স অফিসে ১৮৫ কোটি রুপি আয় করতে সক্ষম হয়েছে। বর্তমানে কার্তিক আরিয়ান অভিনীত বেশ কয়েকটি সিনেমা নির্মানাধীন এবং মুক্তির অপেক্ষায় রয়েছে। সিনেমাগুলো হচ্ছে ‘শাহজাদা’, ‘ফ্রেড্ডি’, ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’ এবং ‘সত্যপ্রেম কি কাথা’। এছাড়া আলোচিত নির্মাতা কবির খানের পরিচালনায় নতুন একটি সিনেমা কার্তিক আরিয়ানের অভিনয়ের কথা রয়েছে।
আরো পড়ুনঃ
‘হিরোপান্তি ২’ ব্যর্থতায় টাইগার শ্রফের পারিশ্রমিক কমে অর্ধেক!
বাতিল হয়ে যাওয়া বলিউডের বড় বাজেটের কয়েকটি সম্ভাবনাময়ী সিনেমা!
শুরুর আগেই টাইগার শ্রফের ‘স্ক্রু ঢিলা’ স্থগিত করলো ধর্মা প্রোডাকশন