‘আলফা’ আপডেটঃ আলিয়া ভাটের সাথে যোগ দিচ্ছেন হৃতিক রোশন!

আলিয়া ভাটের সাথে হৃতিক

বিগত কয়েক বছরে আদিত্য চোপড়ার ‘স্পাই ইউনিভার্স’ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় বিষয় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সালমান খান, হৃতিক রোশন, শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ এবং দীপিকার পর এবার এই ইউনিভার্সে যুক্ত হচ্ছেন আলিয়া ভাট। জানা গেছে, নির্মানাধীন ‘আলফা’ সিনেমায় আলিয়া ভাটের সাথে এবার যোগ দিচ্ছেন হৃতিক রোশন।

২০১২ থেকে ২০২৩ পর্যন্ত মুক্তি পেয়েছে পাঁচটি সিনেমা। ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যাঁ’, ‘ওয়ার’, ‘পাঠান’ এবং ‘টাইগার থ্রি’ – এই সবগুলো সিনেমাই বক্স অফিসে সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছিলো। এবার আসছে এই ইউনিভার্সের নতুন দুটি সিনেমা – ‘ওয়ার ২’ এবং ‘আলফা’। এরমধ্যে ‘আলফা’ সিনেমাটি হতে যাচ্ছে এই ইউনিভার্সের প্রথম নারী স্পাই ভিত্তিক সিনেমা।

‘আলফা’ সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন আলিয়া ভাট এবং শর্ভরি ওয়াহ। আর এতে খলচরিত্রে থাকছেন ববি দেওল। ‘ওয়ার ২’ সিনেমার পর এজেন্ট কবির চরিত্রে ‘আলফা’ সিনেমায়ও দেখা যাবে হৃতিক রোশনকে। এনটিআর জুনিয়রের সাথে লড়াইয়ের পর ‘আলফা’ সিনেমায় আলিয়া ভাটের সাথে যোগ দিচ্ছেন হৃতিক রোশন।

নির্মানাধীন এই দুটি সিনেমার মধ্যে ‘ওয়ার ২’-এর কাজ শেষ পর্যায়ে রয়েছে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে হৃতিক এবং এনটিআর সিনেমাটির ক্লাইম্যাক্স দৃশ্যের কাজে অংশ নিবেন বলে জানা গেছে। এর আগে আগামী ৯ই নভেম্বর ‘আলফা’ সিনেমার সেটে যোগ দিবেন হৃতিক রোশন। এতে আলিয়া ভাট এবং শর্ভরীর প্রশিক্ষক হিসেবে দেখা যাবে এই তারকাকে।

এ প্রসঙ্গে সংশ্লিষ্ট একটি সুত্র থেকে জানা গেছে, ‘আলফা’ সিনেমায় হৃতিক রোশন বর্ধিত অতিথি চরিত্রে হাজির হচ্ছেন। সিনেমাটিতে এজেন্ট কবির চরিত্রের প্রতি সুবিচার করতে দারুণ কিছুর প্রস্তুতি নিচ্ছেন আদিত্য চোপড়া এবং শিভ রাওয়ালি। এতে হৃতিক দুর্দান্ত একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করবেন। এই অ্যাকশন দৃশ্যে একসাথে থাকবেন হৃতিক রোশন, আলিয়া ভাট এবং শর্ভরি ওয়াহ।

হৃতিকের দৃশ্যটি ‘আলফা’ সিনেমার অন্যতম প্রধান আকর্ষন হতে যাচ্ছে উল্লেখ করে সূত্রটি আরো জানিয়েছে, ‘হৃতিক অভিনীত কবির চরিত্রটি যশ রাজের সবার কাছে বিশেষ কিছু। ওয়ার সিনেমার মাধ্যমেই প্রথমবারের মত স্পাই ইউনিভার্সের ধারণা এসেছে নির্মাতাদের মাঝে। এই চরিত্রে অভিনয়ের জন্য ৬ই নভেম্বর থেকে তিনদিনের প্রস্তুতি শুরু করছেন হৃতিক রোশন।‘

উল্লেখ্য যে, ‘ওয়ার ২’ সিনেমাটি পরিচালনা করছেন অয়ন মুখার্জি। আগামী বছরের স্বাধীনতা দিবসে মুক্তি পেতে যাচ্ছে স্পাই ইউনিভার্সের এই সিনেমাটি। আর আলিয়া ভাট এবং শর্ভরী ওয়াহ অভিনীত ‘আলফা’ মুক্তি পেতে যাচ্ছে আগামী বছরের ক্রিসমাসে। আর ‘ওয়ার ২’ এবং ‘আলফা’-এর পর স্পাই ইউনিভার্সের পরবর্তি সিনেমা হতে যাচ্ছে শাহরুখ খান অভিনীত ‘পাঠান ২’।

আরো পড়ুনঃ
স্পাই ইউনিভার্সের সবচেয়ে বড় সিনেমা হতে যাচ্ছে শাহরুখ খানের ‘পাঠান ২’
যশ রাজ ফিল্মসের অবিশ্বাস্য প্রস্তুতিঃ প্রেক্ষাগৃহ মাতাতে আসছে যত সিনেমা
নিশ্চিত হলো আলিয়া ভাট অভিনীত স্পাই থ্রিলার ‘আলফা’ মুক্তির সময়

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত