আগেই জানা গিয়েছিলো আলোচিত নির্মাতা আর বাল্কির নতুন সিনেমায় অভিনয় করছেন মালায়লাম তারকা দুলকার সালমান। সম্প্রতি জানা গেছে সিনেমাটিতে দুলকার সালমানের যুক্ত হয়েছেন বলিউড অ্যাকশন হিরো সানি দেওল। সিনেমাটির আরো দুইটি প্রধান চরিত্রে অভিনয় করছেন পূজা ভাট এবং শ্রেয়া ধন্বন্তরি। এর আগে আর বাল্কি ‘চিনি কম’, ‘পা’ এবং ‘পেডম্যান’ নামে তিনটি সিনেমা পরিচালনা করেছিলেন। সামাজিক বার্তা নির্ভর সিনেমাগুলোর পর আর বাল্কি প্রথম বারের মত নির্মান করতে যাচ্ছেন থ্রিলার সিনেমা।
নতুন এই সিনেমার মাধ্যমে দৃশ্যধারনে ফেরার বিষয়ে নির্মাতা বাল্কি বলেন, ‘কয়েক মাস অপেক্ষার পর কিছু শুরু করতে পারাটা অবশ্যই আনন্দ দায়ক। এছাড়া এমন একটি ধরনের সিনেমা নির্মানের চেষ্টা যা আগে আমি কখনোই করিনি। সিনেমাটির বিষয়বস্তু বেশ লম্বা সময় ধরে আমার মাথায় থাকলেও কিন্তু চিন্তাগুলোকে লিখায় রূপান্তর করা হয়ে উঠেনি। এছাড়া থ্রিলারধর্মী একটি গল্পকে পর্দায় ফুটিয়ে তুলতে অসাধারণ কিছু তারকা দরকার। সিনেমাটি নিয়ে সম্পাদনার রুমে যেতে আমি আর অপেক্ষা করতে পারছি না।‘
এছাড়া সিনেমাটিতে সানি দেওলের অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এমন একজন তারকার সাথে কাজ করতে পারার ব্যাপারে খুবই উত্তেজিত। তিনি এমন একজন তারকা যার পর্দা উপস্থিতিই অনেক কিছুর ইঙ্গিত দেয়। আমি খুবই গর্বিত যে তিনি বড় পর্দায় ফিরছেন এবং নতুন এই সিনেমাটি তার অসাধারণ ক্যারিয়ারে নতুন মুকুট যোগ করবে।‘
এদিকে আর বাল্কির নতুন সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন মালায়লাম সিনেমার উঠতি তারকা দুলকার সালমান। এই তারকা সম্পর্কে আর বাল্কি বলেন, ‘দুলকার সম্ভবত ভারতের সিনেমার অন্যতম চার্মিং একজন তারকা। যদিও এই মুহুর্তে সিনেমাটিতে তার চরিত্র সম্পর্কে বিস্তারিত কিছু বলতে পারছি না, তবে এই চরিত্রে তাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছি।‘ এছাড়া সিনেমাটির অন্য দুই তারকা পূজা ভাট এবং শ্রেয়া ধন্বন্তরির ব্যাপারে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই নির্মাতা।
আরো পড়ুনঃ
দুলকার সালমানের বিপরীতে দক্ষিনের সিনেমায় অভিষিক্ত হচ্ছেন মৃণাল ঠাকুর
দুলকার সালমান অভিনীত নির্মানাধীন নতুন ৫টি সিনেমার সর্বশেষ খবরাখবর
আর বাল্কি পরিচালিত নতুন সাইকোলজিক্যাল থ্রিলারে দুলকার সালমান!