মাদককাণ্ডে গ্রেফতার হওয়ার পর বলিউডের অনেক তারকাই শাহরুখপুত্র আরিয়ান খানের পাশে দাঁড়িয়েছেন। সেই তালিকায় আছেন সুনীল শেঠি থেকে শুরু করে পূজা ভাট, সুজান খান এবং পরিচালক হানসাল মেহতা। এছাড়া আরিয়ান খানের আটকের পর মান্নাতে শাহরুখ খান এবং গৌরী খানের সাথে দেখা করেছেন সালমান খান। অন্যদিকে দীপিকা পাডুকোন, আনুশকা শর্মা এবং করন জোহর শাহরুখ খানকে এই সময়ে সমর্থন জানিয়েছেন। সর্বশেষ সামাজিক যোগাযোগ মাধ্যমে আরিয়ান খানের জন্য বার্তা দিয়েছেন বলিউডের গ্রীক দেবতা হৃত্বিক রোশন।
একটি খোলা চিঠিতে শাহরুখপুত্র আরিয়ানকে উদ্দেশ্য করে হৃত্বিক লিখেন, ‘আমার প্রিয় আরিয়ান, জীবনে এই যাত্রাপথ বড়ই অদ্ভুত। এখানে অনিশ্চয়তার মধ্যেই দুর্দান্ত কিছু লুকিয়ে রয়েছে। জীবন তোমার দিকে কখনওই একটি বাঁকা বল ছুঁড়ে দেবে, কিন্তু ঈশ্বর করুণাময়। তিনি কেবল কঠিনতম খেলোয়াড়দের সবচেয়ে কঠিন বল দেন। তোমাকে বুঝতে হবে তুমি স্পেশাল, এই খেলায় তাই তিনি তোমাকে বেছে নিয়েছেন। আমি জানি, তুমি খুবই চাপ অনুভব করছ। রাগ হচ্ছে, ভয় পাচ্ছ, অসহায় লাগছে। এই সবকিছুই তোমার মধ্যে লুকিয়ে থাকা হিরোকে জাগিয়ে তুলবে। তবে সাবধান! নিজের মধ্যে থাকা ভালোটাকে নষ্ট হতে দিও না। তোমার ভিতর দয়া, করুণা, ভালবাসা আছে। নিজেকে দগ্ধ হতে দাও, কিন্তু এগুলিকে বাঁচিয়ে রেখো। ভুল-ভ্রান্তি, জয়-পরাজয় সবই আদতে এক। তোমাকে বুঝে নিতে হবে, কাকে আপন করবে, কাকে বাদ দেবে।‘
সেই চিঠিতে তিনি আরো লিখান, ‘তোমাকে ছোট থেকে চিনি এবং আবার একজন মানুষ হিসেবেও চিনি। অভিজ্ঞতা থেকে যা কিছু অর্জন করবে, সেগুলোই তোমার উপহার। আমাকে বিশ্বাস কর, এই বিন্দুগুলো যখন এক করবে, তখন দেখবে সবটাই অর্থপূর্ণ হবে।‘ পুরো বিষয়টিকে শয়তানের নজর উল্লেখ করে হৃত্বিক আরো লিখেন, ‘শয়তানের চোখে পড়ে গিয়েছ, নিজেকে শান্ত রাখো, আর সবকিছু দেখতে থাকো। এই মুহূর্তে তোমার ভিতর টম তৈরি হচ্ছে। আর কিছুদিন পরই টমের জীবনে সূর্য উঠবে। তবে তার আগে অন্ধকার পথ দিয়ে হাঁটতে হবে। নিজের উপর ভরসা রেখো, তোমার ভিতরেই আলো আছে। তোমার জন্য অনেক ভালোবাসা রইল।‘
এদিকে হৃত্বিক রোশনের এই পোষ্টে মন্তব্যের মাধ্যমে সংহতি প্রকাশ করেছেন করেছেন বলিউডের অনেক তারকা। তবে হৃত্বিকের সেই পোষ্টের পর তাকে ইঙ্গিত করে কঙ্গনা রানাউত লিখেন ‘এখন সমস্ত মাফিয়া পাপ্পুরা আরিয়ানকে রক্ষা করতে এসেছেন। আমরা ভুল করি, কিন্তু সেটা নিয়ে গৌরব করা ঠিক নয়। আমি বিশ্বাস করি এতে করে তার দৃষ্টিভঙ্গি বদলাবে এবং কর্মের পরিণতি অনুধাবন করবে। আমি বিশ্বাস করি, এই ঘটনা তাকে আরো বিকশিত করবে, তাকে আরো ভালো ও বড় করবে। যখন কেউ সংকটে পড়ে তখন তাকে নিয়ে সমালোচনা করাটা ভালো নয়। কিন্তু তারা কোনো ভুল করেননি এমন ভাবাটা অপরাধ।’
প্রসঙ্গত, কর্ডেলিয়া ক্রুজ জাহাজে আয়োজিত একটি একটি মাদক পার্টি থেকে ২রা অক্টবর শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে আটক করে ভারতের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর (এনসিবি)। আটকের পর এনসিবি দপ্তরে দীর্ঘ ১৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। আরিয়ান ছাড়াও উক্ত পার্টি থেকে আরবাজ মার্চেন্ট, মুনমুন ধমেচা, নূপুর সারিকা, ইশমিত সিংহ, মোহক জয়সওয়াল, বিক্রম ছোকার ও গোমিত চোপড়াকে আটক করা হয়েছে। শনিবার রাতের মাদক পার্টিতে ছিলেন তাঁরা সবাই। জিজ্ঞাসাবাদ শেষে মাদকদ্রব্য মামলায় গ্রেফতার করা হয়েছে আরিয়ান খানসহ বাকিদের।
আরো পড়ুনঃ
আগামী বছর শুরু হচ্ছে ‘ওয়ার ২’: জানালেন পরিচালক নিজেই
নিতেশ তিওয়ারির ‘রামায়ন’ সিনেমায় হৃতিক রোশন ও রনবির কাপুর!
জিজ্ঞাসাবাদ শেষে মাদকদ্রব্য মামলায় গ্রেফতার হলেন শাহরুখপুত্র