২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত আমির খানের ব্লকবাস্টার ‘পিকে’ সিনেমায় অতিথি চরিত্রে হাজির হয়েছিলেন রনবির কাপুর। এরপর সিনেমাটির সিক্যুয়েলে এই দুই তারকার একসাথে অভিনয়ের গুঞ্জন শোনা যাচ্ছিলো। কিন্তু এখন পর্যন্ত সিনেমাটির নতুন কোন খবর পাওয়া যায়নি। তবে সম্প্রতি জানা গেছে নতুন সিনেমায় এবার বড় পর্দায় একসাথে আসছেন আমির খান এবং রনবির। বলিউড ভিত্তিক একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী অনুরাগ বাসু পরিচালিত একটি সিনেমায় একসাথে কাজ করতে যাচ্ছেন আমির খান এবং রনবির কাপুর।
গত বেশ কিছুদিন থেকেই শোনা যাচ্ছিলো আমির খানের প্রযোজনায় একটি বিগ বাজেটের সিনেমায় একসাথে অভিনয় করতে যাচ্ছেন আমির খান এবং রনবির কাপুর। তবে সিনেমাটির ব্যপারে এই দুই তারকার কারো কাছ থেকে আনুষ্ঠানিক কিছু এখনো জানা যায়নি। কিন্তু সম্প্রতি বলিউড ভিত্তিক সংবাদ মাধ্যম পিংকভ্যালির প্রতিবেদন অনুযায়ী, অনুরাগ বাসুর পরিচালনায় এবার পর্দা ভাগাভাগি করছেন এই দুই তারকা। এর আগে আনুরাগ বাসু পরিচালিত ‘জাজ্ঞা জাসুস’ সিনেমায় অভিনয় করেছিলেন রনবির কাপুর।
একটি সূত্রের উল্লেখ করে উক্ত সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ‘আমির খান এবং রনবির কাপুরের জন্য আনুরাগ বাসু একটি চিত্রনাট্য তৈরির চেষ্টা করছেন। আমির খান প্রডাকশন্সের সাথে সিনেমাটির মূল বিষয়বস্তু ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে। সিনেমাটি পরিচালনার জন্য এই নির্মাতাকে ঠিক করা হয়েছে। এই মুহুর্তে সিনেমাটি প্রাথমিক ষ্টেজে রয়েছে। তবে সিনেমাটিতে অভিনয়ের ব্যাপারে আমির এবং রনবির তখনই সম্মতি দিবেন যখন এর চিত্রনাট্য নিয়ে তারা পুরপুরি সন্তুষ্ট হতে পারবেন।‘
এছাড়া সূত্রটি আরো জানিয়েছে সিনেমাটিতে ভারী মাত্রার ভিএফেক্সের ব্যবহার থাকবে। ভিএফেক্সের ব্যবহারের কারনে সিনেমাটির বাজেটও হতে যাচ্ছে অনেক বেশী। এ প্রসঙ্গে সূত্রটি জানিয়েছে, ‘একজন পারফেকশনিস্ট হিসেবে আমির সিনেমাটি দেখতে কেমন হবে তার একটি ভিজ্যুয়াল ব্লুপ্রিন্ট রাখতে চান। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের কোনো এক সময় সিনেমাটি মুক্তি পাবে। এই মুহুর্তে, এটি একটি খুব প্রারম্ভিক পর্যায়ে রয়েছে। তবে এই দুই অভিনেতা ভারতের সবচেয়ে বড় সিনেমাটিক অভিজ্ঞতাগুলোর মধ্যে একটিতে একসাথে আসার ধারণায় নীতিগতভাবে সম্মত হয়েছেন।‘
প্রসঙ্গত, আমির খান এবং রনবির কাপুরের মধ্যে খুবই বন্ধুত্বপূর্ন সম্পর্ক বিদ্যমান রয়েছে। ২০১৬ সালে রনবির কাপুর অভিনীত ‘এ দিল হ্যাঁ মুশকিল’ সিনেমাটির মুক্তির পর আমির খান সিনেমাটির ব্যপক প্রশংসা করেছিলেন। সিনেমাটিতে রনবির কাপুরের অভিনয়ের পাশাপাশি করন জোহরেরও প্রশংসা করেছিলেন এই অভিনেতা। সিনেমাটির প্রশংসা করে টুইটারে তিনি লিখেন, ‘রনবির, ঐশ্বরিয়া এবং আনুশকা অসাধারণ ছিলেন সিনেমাটিতে। রনবির সেরা অভিনেতা! দেখার মত।‘
উল্লেখ্য যে আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’ সিনেমাটি বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে। হলিউডের কাল্ট ক্ল্যাসিক সিনেমা ‘ফরেস্ট গাম্প’ এর অফিশিয়াল এই হিন্দি সংস্করণটি পরিচালনা করছেন অদ্বৈত চন্দন। ‘লাল সিং চাড্ডা’ সিনেমাটিতে আমির খানের বিপরীতে অভিনয় করেছেন কারিনা কাপুর খান। চলতি বছরের ফেব্রুয়ারি এবং এপ্রিল দুইবার ঘোষনার পরও পিছিয়ে গেছে সিনেমাটির মুক্তি। নতুন ঘোষনা অনুযায়ী আগামী ১৩ই আগস্ট মুক্তি পেতে যাচ্ছে বহুল আলোচিত এই সিনেমা।
অন্যদিকে রনবির কাপুর বর্তমানে বেশ কয়েকটি বড় বাজেটের সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন। অয়ন মুখার্জির পরিচালনায় বিজ্ঞান কল্পকাহিনী নির্ভর ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। সিনেমাটিতে রনবির কাপুরের সাথে আরো অভিনয় করেছেন আলিয়া ভাট, অমিতাভ বচ্চন, ডিম্পল কাপাডিয়া এবং মৌণি রায়। এরপর মুক্তি পাচ্ছে রনবির কাপুর অভিনীত ‘শমসেরা’। এই সিনেমায় আরো আছেন সঞ্জয় দত্ত এবং বানি কাপুর। এছাড়া অনিল কাপুর, পারিনিতি চোপড়া এবং ববি দেওলের সাথে ‘অ্যানিম্যাল’ সিনেমাটিতে অভিনয় করছেন তিনি। এছাড়া রনবির কাপুর লাভ রঞ্জন পরিচালিত নাম ঠিক না হওয়া একটি সিনেমায় অভিনয় করছেন, যেখানে তার বিপরীতে অভিনয় করছেন শ্রদ্ধা কাপুর।
আরো পড়ুনঃ
এবার বড় পর্দায় একসাথে আসছেন আমির খান এবং রনবির কাপুর
এবার বক্স অফিসে মুখোমুখি হচ্ছেন রনবীর কাপুর এবং হৃত্বিক রোশন
আগামী ক্রিসমাসে বক্স অফিসে মুখোমুখি রনভির সিং এবং টাইগার শ্রফ