আমির খানের নির্মিতব্য ছয় সিনেমার তালিকায় কিশোর কুমারের জীবনী!

আমির খানের নির্মিতব্য

বলিউড তারকা আমির খান বর্তমানে আরএস প্রসন্ন পরিচালিত ‘সিতারে জমিন পার’ সিনেমার দৃশ্যধারনের কাজ করছেন। এরপর নিজের পরবর্তি সিনেমা নিয়ে ইতিমধ্যে আলোচনা এবং পর্যালোচনা শুরু করেছেন এই তারকা। আগে থেকেই আমির খানের বিবেচনাধীন পাঁচটি সিনেমার কথা শোনা গিয়েছিলো। আমির খানের নির্মিতব্য ছয় সিনেমার লম্বা তালিকায় কিশোর কুমারের জীবনী।

আমির খানের বিবেচনাধীন পাঁচটি সিনেমা হচ্ছে – উজ্জ্বল নিকামের বায়োপিক, রাজকুমার সন্তোষীর কমেডি সিনেমা ‘চার দিন কি জিন্দেগি’, লোকেশ কানারাজের একটি সুপারহিরো সিনেমা, জোয়া আখতারের পরবর্তী সিনেমা এবং তার কাল্ট ব্লকবাস্টার ‘গজিনি’-এর সিক্যুয়েল। আমির খানের নির্মিতব্য ছয় সিনেমার লম্বা তালিকায় নতুন আরো একটি সম্ভাবনার কথা নিশ্চিত হওয়া গেছে।

সংশ্লিষ্ট একটি সূত্র থেকে জানা গেছে, আমির খান এবং অনুরাগ বসু প্রযোজক ভূষণ কুমারের বাবা কিশোর কুমারের জীবনী নিয়ে আলোচনা করছেন। সূত্রটি জানিয়েছে, ‘কিশোর কুমারের জীবনী, অনুরাগ বসু এবং ভূষণ কুমারের হৃদয়ের কাছাকাছি একটি বিষয় এবং তারা এটিকে সর্বোত্তম উপায়ে দর্শনে আনতে চাইছে।‘

এদিকে কিশোর কুমারের জীবনী নিয়ে নিজের আগ্রহ আগেই প্রকাশ করেছেন আমির খান। এ প্রসঙ্গে সূত্রটি আরো জানিয়েছে, ‘আমির খানও কিশোর কুমারের একজন বড় অনুরাগী এবং এই কিংবদন্তীর জীবনকে সিনেমা নির্মানে বসুর দৃষ্টিভঙ্গি পছন্দ করেছেন। নির্মাতারা বিষয়টি সিনেমায় খুব ভিন্নভাবে ব্যবহার করতে চাচ্ছেন এবং এটিই আমিরকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে।‘

নির্মাতা অনুরাগ বসু এবং আমির খান এ পর্যন্ত চার থেকে পাঁচটি আলোচনা সভা করেছেন বলেও জানিয়েছে উক্ত সুত্র। আর এখন পর্যন্ত অগ্রগতি সিনেমাটির বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে বলে জানা গেছে। কিশোর কুমারের জীবনী সহ এই মুহুর্তে আমির খান ছয়টি সিনেমা বিবেচনায় নিয়েছেন এবং প্রতিটি অগ্রগতির বিভিন্ন পর্যায়ে রয়েছে। এর মধ্যে কিশোর কুমারের জীবনী, উজ্জ্বল নিকামের জীবনী এবং রাজকুমার সন্তোষীর সিনেমার চিত্রনাট্য চূড়ান্ত বলে নিশ্চিত করেছে সূত্রটি।

অন্যদিকে ‘গজিনি ২’, লোকেশ কানাগরাজ এবং জোয়া আখতারের পরবর্তী সিনমাগুলোর চিত্রনাট্য নিয়ে কাজ হচ্ছে। আমির খানের নির্মিতব্য ছয় সিনেমার মধ্যে তিনি নিশ্চিতভাবে তিনটি সিনেমা ভিন্ন টাইমলাইনে করবেন এবং বাকি তিনটি ছেড়ে দিতে পারেন বলেও উল্লেখ করেছে সূত্রটি। শেষ পর্যন্ত কোন তিনটি সিনেমা তিনি চূড়ান্ত করেন সেটাই দেখা বিষয়।

উল্লেখ্য যে, এর আগে অনুরাগ বসু আমির খান এবং রনবীর কাপুরের সাথে একটি দুই নায়কের চলচ্চিত্রের পরিকল্পনা করছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সিনেমাটি আলোর মুখ দেখেনি। এই মুহুর্তে অনুরাগ বসু কার্তিক আরিয়ান এবং তৃপ্তি দিমরিকে নাম ঠিক না হওয়া একটি রোম্যান্টিক সিনেমার দৃশ্যধারন করছেন। আগামী এপ্রিলের মধ্যে এর কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে৷

আরো পড়ুনঃ
ক্যারিয়ার এবং নতুন সিনেমা নিয়ে পরিকল্পনা জানালেন শাহরুখ খান
প্রত্যাবর্তনের অপেক্ষায় আমির খানঃ আলোচনায় দুই বিগ বাজেট সিনেমা
সরে দাঁড়ালেন আমির খান এবং রাম চরনঃ ক্রিসমাসে আসছেন বরুন

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত