প্রথমবারের মতো একজন আন্ডারকভার পুলিশ চরিত্রে আয়ুষ্মান খুরানা

আন্ডারকভার পুলিশ চরিত্রে আয়ুষ্মান

আন্ডারকভার পুলিশ চরিত্রে আয়ুষ্মান

সাধারণত সামাজিক বিভিন্ন বিষয় এবং স্টেরিওটাইপ ভাঙার সিনেমায় বেশী দেখা যায় আয়ুষ্মান খুরানাকে। ধীরে ধীরে এই তারকা তার গতানুগতিক ধারার সিনেমার বাইরে এসে অভিনয় করতে শুরু করেছেন। জানা গেছে প্রথমবারের মতো একজন আন্ডারকভার পুলিশ চরিত্রে আয়ুষ্মান খুরানা। ‘আনেক’ নামে রাজনৈতিক অ্যাকশন থ্রিলার সিনেমায় এই চরিত্রে হাজির হচ্ছেন বলিউডের ভিন্ন ধারার সিনেমায় অভিনয়ের জন্য বিখ্যাত এই অভিনেতা।

নতুন এই সিনেমায় আন্ডারকভার পুলিশ চরিত্রে অভিনয় প্রসঙ্গে আয়ুষ্মান খুরানা বলেন, ‘প্রথমবারের মত দর্শক আমাকে এই আবতারে দেখতে পাবেন। আমি এর আগেও পুলিশ চরিত্রে অভিনয় করেছি কিন্তু আন্ডারকভার পুলিশ চরিত্রে এটিই আমার প্রথম সিনেমা। আনেক সিনেমায় জোশুয়া খুব স্মার্ট এবং বুদ্ধিমান। খারাপ মানুষদের সাথে সে শুধু শারীরিক ভাবে নয় বুদ্ধি দিয়েই লড়াই করতে জানে।‘

এই চরিত্রের মাধ্যমে পর্দায় নতুন কিছু নিয়ে আসার সুযোগ পেয়েছেন উল্লেখ করে এই তারকা আরো বলেন, ‘আমি জোশুয়া চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে খুব উত্তেজিত হয়েছিলাম কারণ এটি আমাকে এমন কিছু অন্বেষণ করার সুযোগ দিয়েছে যা আমি আগে করিনি। প্রতিটি সিনেমায় নতুন নতুন অভিজ্ঞতা উপহার দেওয়ার জন্য আমি আমার দর্শকদের কাছে দায়বদ্ধ।‘

সিনেমাটিতে তার চরিত্র সম্পর্কে আয়ুষ্মান আরো বলেন, ‘একজন আন্ডারকভার পুলিশ হিসাবে, জোশুয়ার একজন গুপ্তচরের নিখুঁত বৈশিষ্ট্য রয়েছে এবং এটি চিত্রিত করার জন্য আমাকে আমার শারীরিক এবং মানসিক দক্ষতার উপর কাজ করতে হয়েছিল। তার পর্যবেক্ষণ দক্ষতা থেকে শুরু করে শত্রুর সাথে মোকাবিলা করার ক্ষমতা, চরিত্রের যাত্রা একজনকে কৌতূহলী ও আঁকড়ে ধরে রাখে। এছাড়াও, অ্যাকশন সিকোয়েন্সগুলিকে বাস্তবিকতার সাথে উপস্থাপন করতে আমাকে সঠিক পরিমাণে নির্দেশিকা এবং প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হয়েছিল।‘

এদিকে সিনেমাটি সম্পর্কে কথা বলতে গিয়ে নির্মাতা অনুভব সিনহা বলেন, ‘আমি আনেক-এর মুক্তি নিয়ে উচ্ছ্বসিত কারণ এতে দর্শকদের জন্য অনেক কিছু রয়েছে। আয়ুষ্মান জোশুয়ার চরিত্রে সবকিছুই রেখেছেন, তার চেয়ে ভালো কাজটি আর কেউ করতে পারত না। তিনি কেবল একজন দুর্দান্ত অভিনেতাই নন, চলচ্চিত্রে একজন আন্ডারকভার পুলিশ হিসাবে অ্যাকশন করার ক্ষেত্রে তিনি বেশ নির্ভীক ছিলেন।‘

আন্ডারকভার পুলিশ চরিত্রে আয়ুষ্মান

উল্লেখ্য যে, ‘আনেক’ একটি রাজনৈতিক অ্যাকশন থ্রিলার যা একটি বৃহত্তর প্রশ্ন উত্থাপন করে যে একজন ভারতীয় হওয়ার জন্য তার সমস্ত বিভক্তির ঊর্ধ্বে থাকতে হবে এবং কীভাবে একজন মানুষ জাতিকে একত্রিত করার লক্ষ্যে কাজ করতে পারে! ভারতের উত্তর পূর্বের অসাধারণ লোকেশনে সিনেমাটির দৃশ্যধারন করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো।

প্রসঙ্গত, জংলী পিকচার্সের ব্যানারে নির্মানাধীন ‘আনেক’ সিনেমাটির পরিচালনার মাধ্যমে আরো একবার একসাথে কাজ করছেন অনুভব সিনহা এবং আয়ুষ্মান খুরানা। এর আগে ‘আর্টিক্যাল ১৫’ নামে একটি সিনেমায় কাজ করেছিলেন এই নির্মাতা-অভিনেতা জুটি। সিনেমাটিতে আয়ুষ্মান খুরানার বিপরীতে অভিনয় করছেন রাকুল প্রীত সিং। এছাড়া সিনেমাটিতে আরো অভিনয় করছেন মুবাশ্বির বশির বেগ, শেফালি শাহ এবং অভিনয় রাজ সিং প্রমুখ। সিনেমাটি চলতি বছরের ২৭শে মে মুক্তি পেতে যাচ্ছে।

আরো পড়ুনঃ
‘কাভি ঈদ কাভি দিওয়ালী’ সিনেমায় শ্রেয়াস তালপাড়ের পরিবর্তে আয়ুশ শর্মা!
বিশাল বাজেটে নির্মিত হচ্ছে শাহরুখ খানকে নিয়ে এটলি কুমারের সিনেমা
অবশেষে পাওয়া গেলো বলিউডের সবচেয়ে কাংখিত সিনেমার ঘোষনা

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত