নতুন সিনেমায় এবার আততায়ীর চরিত্রে বলিউড বাদশা শাহরুখ খান

আততায়ীর চরিত্রে বলিউড বাদশা

নির্মাধীন ‘কিং’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মত একসাথে বড় পর্দায় হাজির হচ্ছেন বলিউড বাদশা শাহরুখ খান এবং তার মেতে সোহান খান। সুজয় ঘোষ পরিচালিত এই সিনেমাটির দৃশ্যধারন চলতি বছরের শেষে শুরু হতে যাচ্ছে। জানা গেছে নতুন সিনেমায় এবার আততায়ীর চরিত্রে বলিউড বাদশা শাহরুখ খান হাজির হচ্ছেন।

‘কাহানী’ খ্যাত নির্মাতা সুজয় ঘোষ, রহস্যময় থ্রিলার সিনেমার জন্য পরিচিত। এবার তিনি আততায়ীর চরিত্রে বলিউড বাদশা শাহরুখ খানকে উপস্থাপন করছেন। সাসপেন্স এবং রহস্যের পাশাপাশি এই সিনেমায় দারুণ সব অ্যাকশন থাকবে বলে জানা গেছে। আর এতে শাহরুখ খান একজন আততায়ীর চরিত্রে অভিনয় করবেন বলে নিশ্চিত হওয়া গেছে।

‘কিং’ সিনেমায় আততায়ীর চরিত্রে বলিউড বাদশা শাহরুখ খানের অভিনয়ের ভক্তদের উচ্ছ্বাস দুইটি কারনে। সিনেমাটিতে এই অভিনেতাকে ‘জওয়ান’ এবং ‘পাঠান’-এর মতো অ্যাকশন করতে দেখা যাবে। একই সাথে এই চরিত্রে শাহরুখ খানকে ভক্তরা নব্বইয়ের ‘বাজিগর’, ‘আঞ্জাম’ এবং ডর’-এর মতো চরিত্রকে মনে করিয়ে দিবে। আরো একবার কিছুটা খলচরিত্রে আসছেন শাহরুখ খান।

এই খবরের সাথে ২০২৪ সালের আগস্টে লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে শাহরুখ খানের একটি পুরানো মন্তব্য ভাইরাল হয়েছে। লোকার্নো মিটের ইভেন্টের সময় বলিউড বাদশা বলেন, ‘আমার মনে হয় একজন খারাপ লোককে পর্দায় উপস্থাপনের একটি নতুন উপায় আছে’। ‘কিং’ সিনেমায় এরকম চরিত্রে অভিনয়ের গুঞ্জনে মন্তব্যটি আরও গতি পেয়েছে বলে মনে হচ্ছে।

ভিন্ন ভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের ব্যাপারে নিজের ইচ্ছার কথাও জানান এই তারকা। তবে সেগুলো কিভাবে এবং কতটা ভিন্নতার সাথে করতে পারবেন সে ব্যাপারে কিছুটা সন্দিহান শাহরুখ খান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি স্টেরিওটাইপড নই, আমি হিরো টাইপ’। তিনি হিরোর চরিত্রে অভিনয় করেই আসছেন এবং নতুন ধরনের চরিত্রগুলো কতটা প্রশংসিত হবে সেটা তিনি এখনো নিশ্চিত নন।

উল্লেখ্য যে, ‘কিং’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছেন শাহরুখ খান এবং সিদ্ধার্থ আনন্দ। রেড চিলিস এন্টারটেইনমেন্ট এবং মারফ্লিক্সের ব্যানারে এই সিনেমাটির অ্যাকশন দৃশ্যের নির্দেশনায় থাকছেন সিদ্ধার্থ আনন্দ। আর এই সিনেমার প্রধান খলচরিত্রে অভিনয় করছেন অভিষেক বচ্চন। এছাড়া এতে আরো অভিনয় করছেন অভয় ভার্মা। সব কিছু ঠিক থাকলে ২০২৬ সালের ঈদে মুক্তি পাবে ‘কিং’।

আরো পড়ুনঃ
শুরু হচ্ছে শাহরুখ খানের ‘কিং’: থাকছে ‘জওয়ান’ সিনেমার ছোঁয়া
স্পাই ইউনিভার্সের সবচেয়ে বড় সিনেমা হতে যাচ্ছে শাহরুখ খানের ‘পাঠান ২’
প্রত্যাবর্তনের অপেক্ষায় আমির খানঃ আলোচনায় দুই বিগ বাজেট সিনেমা

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত