অজয় বনাম কার্তিক: মুক্তির আগের লড়াইয়ে উত্তপ্ত বলিউড!

অজয় বনাম কার্তিক

আগামী ১লা নভেম্বর মুক্তি পাচ্ছে চলতি বছরের আলোচিত দুই সিনেমা ‘সিঙ্গাম এগেইন’ এবং ‘বুল বুলাইয়া ৩’। এই মুহুর্তে তারকারা ব্যস্ত সময় পার করছেন সিনেমাগুলোর প্রচারে। আর নির্মাতারা নেমেছেন পর্দা দখলের লড়াইয়ে। অজয় বনাম কার্তিক আরিয়ানের সিনেমাগুলোর মুক্তির আগের লড়াইয়ে উত্তপ্ত বলিউড!

রোহিত শেঠি পরিচালিত ‘সিঙ্গাম এগেইন’ সিনেমাটি নির্মিত হয়েছে অ্যাকশনে ভরপুর গল্পে। এতে অজয়ের সাথে দেখা যাবে একঝাক বলিউড তারকাকে। সর্বশেষ এই তালিকায় যুক্ত হয়েছে ‘চুলবুল পান্ডে’ খ্যাত তারকা সালমান খান। সেই সাথে পুলিশ ইউনিভার্স এবং ‘সিঙ্গাম’ ফ্র্যাঞ্চাইজির দর্শকপ্রিয়তা আছে।

অন্যদিকে ‘বুল বুলাইয়া ২’ সিনেমাটির ব্যাপক সাফল্যের পর ‘বুল বুলাইয়া’ ফ্র্যাঞ্চাইজিও আলোচিত একটি নাম। এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় পর্বে এবার কার্তিকের সাথে যুক্ত হয়েছেন বিদ্যা বালন এবং মাধুরী দীক্ষিত। হরর কমেডি গল্পের এই সিনেমা নিয়েও দর্শক এবং প্রদর্শকদের মাঝে বিরাজ করছে ব্যাপক উত্তেজনা।

অজয় বনাম কার্তিক আরিয়ানের এই বক্স অফিস লড়াই এই মুহুর্তে বলিউডের সবচেয়ে আলোচিত একটি বিষয়। দীপাবলিকে সামনে রেখে পর্দা দখলের লড়াইয়ে ‘সিঙ্গাম এগেইন’ এবং ‘বুল বুলাইয়া ৩’ নির্মাতারা পরিবেশক এবং প্রেক্ষাগৃহ মালিকদের সাথে দর কষাকষি নিয়ে ব্যস্ত আছেন। জানা গেছে ইতিমধ্যে পর্দা ভাগাভাগি বেশ উত্তেজনাকর পরিস্থিতির জন্ম দিয়েছে।

জানা গেছে অনিল থানদানির শক্তিশালী পরিবেশক অংশীদারিত্বের কারনে এ ক্ষেতে প্রত্যাশার চেয়ে ভালো অবস্থানে রয়েছে ‘বুল বুলাইয়া ৩’। একক পর্দা এবং মাল্টিপ্লেক্সে তারকাবহুল ‘সিঙ্গাম এগেইন’ সিনেমার প্রায় সমান সমান পর্দা পেতে সক্ষম হয়েছে ‘বুল বুলাইয়া ৩’। অবশ্য এক্ষেত্রে একই পরিবেশক হওয়ায়, ‘বুল বুলাইয়া ৩’ নির্মাতাদের বাজির ঘোড়া হিসেবে হাজির হয়েছে আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’।

তবে জাতীয় চেইন মাল্টিপ্লেক্সে পর্দা ভাগাভাগিতে এগিয়ে আছে অজয় দেবগণ অভিনীত সিনেমা ‘সিঙ্গাম এগেইন’। ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, জাতীয় মাল্টিপ্লেক্স চেইন পিভিআর-আইনোক্সে ৬০% প্রদর্শনী পাচ্ছে ‘সিঙ্গাম এগেইন’ আর ৪০% ‘বুল বুলাইয়া ৩’। আর সিনেপোলিসে ‘সিঙ্গাম এগেইন’ এবং ‘বুল বুলাইয়া ৩’ এর পর্দার ভাগ যথাক্রমে ৫৫% এবং ৪৫%।

পর্দা ভাগাভাগি চূড়ান্ত না হওয়ার কারনে সিনেমাগুলোর অগ্রিম টিকেট বিক্রি এখনো পুরদমে শুরু করতে পারেননি নির্মাতারা। খুবই সীমিত পরিসরে কিছু কিছু প্রেক্ষাগৃহে শুরু হয়েছে ‘সিঙ্গাম এগেইন’ এবং ‘বুল বুলাইয়া ৩’ সিনেমা দুটির অগ্রিম টিকেট বিক্রি। ধারনা করা হচ্ছে আগামী বৃহস্পতিবারের আগে পর্দা ভাগাভাগি নিয়ে কোন সমাধান হবে না।

উল্লেখ্য যে, ভারতীয় বক্স অফিসে ভালো আয় নিশ্চিত করতে পর্দা ভাগাভাগি খুবই গুরুত্বপূর্ন একটি প্রাক-মুক্তি বিষয়। আর এ ক্ষেত্রে বেশ শক্ত অবস্থানে রয়েছে ‘বুল বুলাইয়া ৩’। কারণ পরিবেশক এবং প্রেক্ষাগৃহ মালিকদের সাথে ‘বুল বুলাইয়া ৩’ এবং ‘পুষ্পা ২’ সিনেমাগুলোর একটি প্যাকেজ চুক্তি করেছেন নির্মাতারা। ‘পুষ্পা ২’ নিয়ে দর্শকদের আগ্রহে শুরুতে কিছুটা ভালো অবস্থানে কার্তিক।

ফ্র্যাঞ্চাইজির প্রভাব এবং দিওয়ালীর ছুটির কারনে ‘সিঙ্গাম এগেইন’ বনাম ‘ভুল ভুলাইয়া ৩’ বক্স অফিস লড়াইয়ে উত্তপ্ত বলিউড। দুটি সিনেমারই বক্স অফিসে ভালো আয়ের শক্ত সম্ভাবনা রয়েছে। মুক্তির আগে আলোচনায় থাকার কারনে দুটি সিনেমারই বক্স অফিস শুরুটা ভালো হবে। তবে শেষ পর্যন্ত সিনেমাগুলোর বক্স অফিসের ফলাফল নির্ভর করবে গল্পের মানের উপর। বাকিটা দেখার জন্য আপাতত আগামী ১লা নভেম্বর পর্যন্ত অপেক্ষা!

আরো পড়ুনঃ
‘স্ত্রী ২’ বক্স অফিস: ভারতীয় চলচ্চিত্রে বছরের সবচেয়ে বাণিজ্যিক বড়
সিঙ্গাম এগেইন বনাম ভুল ভুলাইয়া ৩: দিওয়ালী বক্স অফিস লড়াই
মুক্তির আগেই হাজার কোটি আয় ছাড়াল আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত