মুম্বাইয়ে মহরতের মাধ্যমে শুরু হলো কমেডি নির্ভর নতুন সিনেমা ‘থ্যাংকস গড’ এর চিত্রায়ন। সিনেমাটির প্রধান কয়েকটি চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগন, সিদ্ধার্ত মালহোত্রা এবং রেকুল প্রীত সিং।
টি-সিরিজ এবং মারুতি ইন্ট্যারন্যাশনালের ব্যানারে নির্মিতব্য সিনেমাটি পরিচালনা করছেন ইন্দ্র কুমার। কমেডি গল্পের সাথে সামাজিক বার্তা নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি।
Lights. Camera. Action. ??
The shoot for #ThankGod begins today in Mumbai! @SidMalhotra @Rakulpreet @Indra_kumar_9 #BhushanKumar #KrishanKumar #AshokThakeria @SunirKheterpal @DeepakMukut @MunnangiBalu @anandpandit63 #MarkandAdhikari #YashShah @TSeries pic.twitter.com/yT6TAjqbdH— Ajay Devgn (@ajaydevgn) January 21, 2021
মুম্বাইয়ে অনুষ্ঠিত এই মহরতে উপস্থিত ছিলেন মার্কান্ড অধিকারী, রুদ্র পন্ডিত, আনন্দ পন্ডিত, অশোক থাকেরিয়া, ভোশন কুমার, ইন্দ্র কুমার, সিদ্ধার্ত মালহোত্রা, বালু মুন্নাঙ্গি, সানির খেটেরপাল, দীপক মুকুট, বিনোদ ভানুশালী এবং শিব চাননা। বালু মুন্নাঙ্গি প্রথম ক্ল্যাপে শুরু হয় সিনেমাটির চিত্রায়ন।
‘থ্যাংকস গড’ সিনেমাটি প্রযোজনা করছেন ভোশন কুমার, কৃষান কুমার, অশোক থাকেরিয়া, দীপক মুকুট, আনন্দ পন্ডিত এবং মার্কান্ড অধিকারী। আর সহ-প্রযোজনা করেছেন যশ শাহ।