সাম্প্রতিক সময়ে একের পর এক সিক্যুয়েলের ঘোষণা পাওয়া যাচ্ছে বলিউড নির্মাতাদের পক্ষ্য থেকে। সিক্যুয়েল সিনেমার বাণিজ্যিক সাফল্যের কারণে এই ধারা আরো বেগবান হচ্ছে সময়ের সাথে। ইতিমধ্যে এক ডজনের বেশী সিনেমার সিক্যুয়েল নির্মানাধীন রয়েছে। সম্প্রতি জানা গেছে, অজয় দেবগণের আসন্ন সিনেমার তালিকায় নতুন করে যুক্ত হয়েছে চারটি সিক্যুয়েল।
গত দীপাবলিতে মুক্তিপ্রাপ্ত অজয় দেবগণ অভিনীত ‘সিঙ্গাম এগেইন’ বক্স অফিসে ভালো ব্যবসা করতে সক্ষম হয়েছে। ‘সিঙ্গাম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় পর্বে অজয়ের সাথে দেখা গেছে একঝাক তারকাকে। এর আগে অজয় দেবগণ অভিনীত ‘দৃশ্যাম ২’ সিনেমাটিও বক্স অফিসে ব্লকবাস্টার হিসেবে আবির্ভুত হয়েছিলো। এছাড়া বলিউডে বর্তমানে সিক্যুয়েল সিনেমার বাজার দুর্দান্ত যাচ্ছে।
এই মুহুর্তে অজয় দেবগণ অভিনীত বেশ কয়েকটি সিনেমা নির্মানাধীন রয়েছে। অজয়ের নির্মানাধীন এই সিক্যুয়েলগুলোর মধ্যে রয়েছে ‘রেইড ২’, ‘দে দে পেয়ার দে ২’, ‘ধামাল ৩’ এবং ‘সন অফ সর্দার ২’। এই সবগুলো ফ্র্যাঞ্চাইজির প্রথম পর্ব বক্স অফিসে দারুণ ব্যবসা করতে সক্ষম হয়েছিলো। তাই স্বাভাবিকভাবেই এই সিক্যুয়েলগুলো নিয়ে দর্শকদের আগ্রহ হবে আকাশচুম্বী।
‘সিঙ্গাম এগেইন’ এবং ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমাগুলোর বাণিজ্যিক সাফল্যে বলিউডের সিক্যুয়েল এখন সবচেয়ে কাঙ্ক্ষিত কৌশল হয়ে দাঁড়িয়েছে নির্মাতাদের জন্য। নির্মানাধীন এই সিনেমাগুলো ছাড়াও সম্প্রতি অজয় দেবগণ অভিনীত নতুন আরো চারটি সিক্যুয়েলের কথা শোনা যাচ্ছে। অজয় দেবগণের আসন্ন সিনেমার তালিকায় যুক্ত হওয়া নতুন এই চারটি সিক্যুয়েল নিয়ে বিস্তারিত দেখে নিন।
০১। গোলমাল ৫
রোহিত শেঠি পরিচালিত কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘গোলমাল’ বলিউডের অন্যতম জনপ্রিয় একটি সিরিজ। এই ফ্র্যাঞ্চাইজির প্রধান চরিত্রে আছেন অজয় দেবগণ, আরশদ আরসি, তুষার কাপুর। এছাড়া এর আগের পর্বগুলোতে বিভিন্ন সময়ে দেখা গেছে আরো অনেককে। এই ফ্র্যাঞ্চাইজির সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গোলমাল এগেইন’ ভারতীয় বক্স অফিসে ২০০ কোটি রুপির বেশী আয় করত সক্ষম হয়েছিলো। সম্প্রতি ‘গোলমাল ৫’ সিনেমাটি নির্মানের ঘোষণা দিয়েছেন রোহিত শেঠি।
০২। শয়তান ২
কালো যাদুর উপর ভিত্তি করে নির্মিত অজয়ের ‘শয়তান’ সিনেমাটি বক্স অফিসে ভালো করেছিলো। সিনেমাটিতে অজয়ের বিপরীতে অভিনয় করেছেন জোতিকা। আর এতে প্রধান খল চরিত্রে ছিলেন আর মাধবন। সম্প্রতি জানা গেছে এই সিনেমার দ্বিতীয় পর্ব নির্মিত হতে যাচ্ছে। কিছুদিন আগে অজয় দেবগণ জানিয়েছেন যে ‘শয়তান ২’ সিনেমাটির চিত্রনাট্য লিখার কাজ চলছে।
০৩। অল দ্যা বেষ্ট ২
রোহিত শেঠি পরিচালিত কমেডি সিনেমা ‘অল দ্যা বেষ্ট’ মুক্তি পেয়েছিলো ২০০৯ সালে। সিনেমাটিতে অজয়ের সাথে অভিনয় করেছেন ফারদিন খান এবং সঞ্জয় দত্ত। জানা গেছে ‘অল দ্যা বেষ্ট’ সিনেমাটিরও সিক্যুয়েল নির্মান করতে যাচ্ছেন রোহিত শেঠি। তবে এতে অজয়ের সাথে কে অভিনয় করছেন সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
০৪। দৃশ্যাম ৩
মোহনলাল অভিনীত ‘দৃশ্যাম’ সিনেমার বলিউড সংস্করণে অভিনয় করেছেন অজয় দেবগণ। এরপর সিনেমাটির সিক্যুয়েলেও দেখা গেছে এই তারকাকে। ‘দৃশ্যাম ২’ বক্স অফিসে ২৫০ কোটি রুপির বেশী আয় করতে সক্ষম হয়েছিলো। সম্প্রতি এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমার কথা নিশ্চিত করেছেন অজয় দেবগণ নিজেই। জানা গেছে, বর্তমানে সিনেমাটির চিত্রনাট্য লিখার কাজ চলছে।
বলিউডে একের পর এক সিক্যুয়েলের ঘোষণা পাওয়া যাচ্ছে নির্মাতাদের কাছ থেকে। প্রায় প্রতি সপ্তাহেই নতুন নতুন সিক্যুয়েলের খবর নিয়ে হাজির হচ্ছেন নির্মাতারা। আর সিক্যুয়েল সিনেমার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছেন অজয় দেবগণ এবং অক্ষয় কুমার। এই দুই তারকার আসন্ন সিনেমার তালিকার বড় অংশ জুড়ে আছে সিক্যুয়েল। তবে দর্শকদের কাছে এগুলোর গ্রহণযোগ্যতা বুঝতে আপাতত অপেক্ষা করা ছাড়া কিছুই করার নেই।
আরো পড়ুনঃ
ফ্র্যাঞ্চাইজির জোয়ারে ভাসছে বলিউড: আসছে এক ডজনের বেশী সিক্যুয়েল
কার্তিক আরিয়ান এবং ভূমি পেডনেকারের সাথে যুক্ত হলেন শ্রীলীলা!
অক্ষয় কুমারের ঝুলিতে আরো একটি সিক্যুয়েল! সাথে গোবিন্দ ও পারেশ