বলিউডে চলছে সিক্যুয়েল সিনেমার জোয়ার। একের পর সিক্যুয়েল নির্মানের ঘোষণা দিয়ে যাচ্ছেন বলিউডের নির্মাতারা। আগামী কয়েক বছর বলিউড বক্স অফিসে চলবে এই সিনেমাগুলোর রাজত্ব। ইতিমধ্যে অক্ষয় কুমার অভিনীত বেশ কয়েকটি সিনেমার সিক্যুয়েলের খবর পাওয়া গেছে। সম্প্রতি জানা গেছে অক্ষয় কুমারের ঝুলিতে আরো একটি সিক্যুয়েল!
২০০৬ সালে অক্ষয় কুমার, গোবিন্দ এবং পারেশ রাওয়াল প্রথমবারের মত একসাথে হাজির হয়েছিলেন ‘ভাগম ভাগ’ সিনেমায়। প্রিয়দর্শন পরিচালিত এই সিনেমাটি বক্স অফিসে সুপারহিট ব্যবসা করতে সক্ষম হয়েছিলো। প্রায় ২০ বছর পর এই সিনেমার সিক্যুয়েল নির্মানের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে গোবিন্দ এবং পারেশ রাওয়ালের সাথে ‘ভাগম ভাগ’ সিক্যুয়েলের পরিকল্পনা করছেন অক্ষয় কুমার।
ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, শিমারো থেকে ‘ভাগম ভাগ’ সিনেমার স্বত্ব কিনে নিয়েছেন অক্ষয় কুমার। আর এর মাধ্যমে অক্ষয় কুমারের ঝুলিতে আরো একটি সিক্যুয়েল যুক্ত হতে যাচ্ছে। জানা গেছে শীগ্রই ‘ভাগম ভাগ ২’ সিনেমার প্রস্তুতি শুরু করতে যাচ্ছেন এই তারকা। এত তার সাথে থাকছেন গোবিন্দ এবং পারেশ রাওয়াল।
সংশ্লিষ্ট একটি সুত্র জানিয়েছে, ‘হেরা ফেরি, ভাগম ভাগ এবং গরম মসলা অক্ষয় কুমারের জন্য বিশেষ তিনটি সিনেমা। ইতিমধ্যে তিনি হেরা ফেরি এবং ভাগম ভাগ সিনেমাগুলোর স্বত্ব কিনে নিয়েছেন। বর্তমানে সিনেমাগুলোর সিক্যুয়েল গল্প এবং চিত্রনাট্য লিখার পর্যায়ে রয়েছে। আর এই দায়িত্ব নতুন লেখকদেরকে দেয়া হয়েছে’।
‘ভাগম ভাগ ২’ সিনেমায় অক্ষয়ের সাথে গোবিন্দ এবং পারেশ রাওয়ালের থাকার বিষয়টিও নিশ্চিত করেছে সুত্রটি। উক্ত সুত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি আরো জানিয়েছে, তিন কমেডি অভিনেতাকে একসাথে দেখতে পাওয়া দর্শকদের জন্য দারুণ অভিজ্ঞতা হতে যাচ্ছে। তাদেরকে একসাথে পর্দায় নিয়ে আসার ক্ষেত্রে চিত্রনাট্যের ব্যাপারে দারুণ মনযোগী অক্ষয় কুমার।
অক্ষয় কুমারের ঝুলিতে আরো একটি সিক্যুয়েল ‘ভাগম ভাগ ২’ প্রযোজনা করবেন অক্ষয় কুমার। এছাড়া সিনেমাটির জন্য অন্য আরো একজন প্রযোজকের খোঁজ করছেন বলিউডে খিলাড়ি। এই তিন তারকা ছাড়া সিনেমাটির অন্য শিল্পী কুশলীদের ব্যাপারে কিছুই নিশ্চিত হওয়া যায়নি। চিত্রনাট্যের কাজ শেষ হওয়ার পর বাকি সব চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।
সবকিছু ঠিক থাকলে ‘ভাগম ভাগ ২’ সিনেমাটি কাজ ২০২৫ সালের শেষ ভাগে শুরু হতে যাচ্ছে। আর সিনেমাটি ২০২৬ সালে বড় পর্দায় মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতারা। এই মুহুর্তে অক্ষয় কুমার আরো দুটি সিক্যুয়েল সিনেমার কাজ করছেন। সিনেমাগুলো হচ্ছে – ‘হাউজফুল ৫’ এবং ‘ওয়েলকাম টু জঙ্গল’। এছাড়া এই তারকার হাতে থাকা অন্য সিক্যুয়েল সিনেমা হচ্ছে ‘জলি এলএলবি ৩’।
আরো পড়ুনঃ
পুলিশ ইউনিভার্সে সালমান খান: বলিউডে নতুন যুগের সূচনা!
একই সাথে নির্মিত হবে ‘গজিনি’ সিক্যুয়েলের হিন্দি এবং তামিল সংস্করণ
তৃতীয় পর্ব মুক্তির আগেই চূড়ান্ত ‘ভুল ভুলাইয়া’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ পর্ব!