মুক্তির ১৬ বছর পর নির্মিত হতে যাচ্ছে আলোচিত সিনেমা ‘সিং ইজ কিং’-এর সিক্যুয়েল। মূল সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কাইফ। সিনেমাটি বক্স অফিসেও ভালো ব্যবসা করতে সক্ষম হয়েছিলো। তবে সম্প্রতি জানা গেছে অক্ষয় কুমারকে ছাড়াই নির্মিত হতে যাচ্ছে ‘সিং ইজ কিং’ দ্বিতীয় পর্ব!
কিছুদিন আগে প্রযোজক শৈলেন্দ্র সিং-এর কাছে এই সিনেমার স্বত্ব বিক্রি করেছেন অক্ষয় কুমার এবং বিপুল শাহ। তবে সিনেমাটিতে হ্যাপি সিং চরিত্রে অক্ষয় কুমারকে দেখা যাবে না। নতুন একটি চরিত্র নিয়ে অক্ষয় কুমারকে ছাড়াই এগিয়ে যাবে ‘সিং ইজ কিং’ ফ্র্যাঞ্চাইজি। ইতিমধ্যে সিনেমাটির সিক্যুয়েল নিশ্চিত করেছেন প্রযোজক শৈলেন্দ্র সিং।
ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে আরো জানা গেছে, অক্ষয় কুমারের পরিবর্তে এই সিক্যুয়েলের প্রধান চরিত্রে দেখা যেতে পারে রনভীর সিং অথবা দিলজিৎ দোসাঞ্জকে। সম্প্রতি একটি আলাপচারিতায় তিনি ‘সিং ইজ কিং ২’ নির্মানের পরিকল্পনার কথা জানিয়েছেন। কিন্তু এর স্বত্ব অক্ষয় কুমার এবং বিপুল শাহ-এর কাছে থাকার কারণে এটি শুরু করতে পারেননি।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এর শিরোনাম অক্ষয় কুমারকে উপহার হিসেবে দিয়েছিলাম এবং তারা এর দ্বিতীয় পর্ব নির্মান করতে চেয়েছিলেন। কিন্তু আমি তাদের এটি ফেরত দিতে বলেছি, কারণ আমি এর সিক্যুয়েল নির্মান করতে চাই। দীর্ঘ ১২ বছর অপেক্ষার পর অবশেষে তিন বছর আগে আমি শিরোনামটি ফেরত পেয়েছি।‘
শুধু তাই নয়, মুক্তির বছর ঘোষণার সাথে সিনেমাটির সিক্যুয়েল নিয়ে ইতিমধ্যে কাজ শুরুর কথাও নিশ্চিত করেছেন প্রযোজক শৈলেন্দ্র সিং। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, আমি সিং ইজ কিং ২ নির্মানের প্রক্রিয়া শুরু করেছি। আমি ২০২৫ সালের অক্টোবরে এর কাজ শুরু করবো।‘ এছাড়া আগামী ২০২৬ সালে সিনেমাটি মুক্তির কথাও জানিয়েছেন এই প্রযোজক।
‘সিং ইজ কিং ২’ সিনেমায় হ্যাপি সিং চরিত্রে ফিরছেন না অক্ষয় কুমার। নির্মাতারা এর প্রধান চরিত্রে নতুন একজনকে নিয়ে পরিকল্পনা করছেন। শৈলেন্দ্র সিং জানিয়েছেন ‘সিং ইজ কিং’ দ্বিতীয় পর্বের জন্য প্রথম পছন্দ হচ্ছেন রনভীর সিং। ইতিমধ্যে এই তারকার ম্যানেজারের সাথে এ প্রসঙ্গে আলাপ করেছেন বলেও জানিয়েছেন এই নির্মাতা।
এই চরিত্রে রনভীর সিং-কে সবচেয়ে উপযুক্ত হিসেবে মনে করছেন তিনি। তবে রনভীর সিং সিনেমাটির ব্যাপারে সম্মতি না দিলে, এ চরিত্রে দিলজিৎকে বিবেচনা করা হবে। অক্ষয় কুমারকে ছাড়াই ‘সিং ইজ কিং’ দ্বিতীয় পর্ব নিশ্চিত করে তিনি আরো বলেন, ‘রনভীর সিং-এর সাথে আলোচনা যদি ফলপ্রসূ না হলে আমার দ্বিতীয় পছন্দ দিলজিৎ।‘
এই নির্মাতা সূত্রে জানা গেছে, সিনেমাটির নাম হতে পারে ‘সিং ইজ কিং ২’ অথবা ‘সিং ইজ কিং রিটার্ন্স’। এছাড়া সিনেমাটি পরিচালনার জন্য প্রিয়দর্শন অথবা আনিস বাজমীকে তার পছন্দ বলে জানিয়েছেন শৈলেন্দ্র সিং। বাকি কোন কিছু এখনো চূড়ান্ত না হলেও ‘সিং ইজ কিং’ দ্বিতীয় পর্বের মাধ্যেমে বলিউডে নতুন একটি ফ্র্যাঞ্চাইজি নিশ্চিত হয়ে গেছে।
উল্লেখ্য যে, ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘সিং ইজ কিং’ পরিচালনা করেছিলেন আনিস বাজমী। অক্ষয় কুমারের সাথে এতে আর অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ, ওম পুরী, নেহা ধুপিয়া, জাভেদ জাফরী, রনবির শোরে, কিরণ রাও, সনু সোদ সহ আরো অনেকে। পাঞ্জাব থেকে গিয়ে অস্ট্রেলিয়া অপরাধ জগতের সাথে জড়িয়ে যাওয়ার গল্প নিয়ে নির্মিত হয়েছিলো সিনেমাটি।
আরো পড়ুনঃ
অজয় দেবগণের আসন্ন সিনেমার তালিকায় নতুন চারটি সিক্যুয়েল!
ফ্র্যাঞ্চাইজির জোয়ারে ভাসছে বলিউড: আসছে এক ডজনের বেশী সিক্যুয়েল
অক্ষয় কুমারের ঝুলিতে আরো একটি সিক্যুয়েল! সাথে গোবিন্দ ও পারেশ