২০১২ সালে মুক্তিপ্রাপ্ত পারেশ রাওয়াল এবং অক্ষয় কুমার অভিনীত ‘ওহ মাই গড’ সিনেমাটি বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি সমালোচকদের কাছেও ব্যাপক ভাবে প্রশংসিত হয়েছিল। সেই ধারাবাহিকতায় সিনেমাটির দ্বিতীয় পর্ব নির্মানের ঘোষণা দেন নির্মাতারা। ‘ওহ মাই গড ২’ নামের এই সিনেমাটিতে অক্ষয়ের সাথে এবার যোগ দিয়েছেন পঙ্কজ ত্রিপাটি এবং ইয়ামি গৌতম। আগামী ১১ই আগস্ট মুক্তির লক্ষ্যে সিনেমাটি সেন্সর ছাড়পত্রের জন্য জমা দিয়েছিলেন নির্মাতারা। কিন্তু বিষয়বস্তু বিবেচনায় অক্ষয় কুমারের বিতর্কিত সিনেমা ‘ওহ মাই গড ২’ মুক্তি নিয়ে দেখা গিয়েছিলো। সম্প্রতি জানা গেছে, শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের সিনেমা হিসেবে ছাড়পত্র পেয়েছে অক্ষয়ের বিতর্কিত সিনেমা ‘ওহ মাই গড ২’।
বলিউড ভিত্তিক সংবাদ মাধ্যম বলিউড হাঙ্গামা জানিয়েছে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে মুক্তির অনুমতির জন্য সেন্সরে জমা দেয়া হয়েছিল সিনেমাটি। কিন্তু প্রাথমিক পর্যালোচনার পর সেন্সর বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের নিরীক্ষণ কমিটি সিনেমাটি সংশোধন কমিটির কাছে পাঠিয়েছিলো। অক্ষয় কুমারের ‘ওহ মাই গড ২’ সিনেমাটির বিষয়বস্তু সংবেদনশীল হওয়ার কারনে এর মুক্তির ব্যাপারে সিদ্ধান্তের জন্য সংশোধন কমিটির সুপারিশ চেয়েছে সেন্সর বোর্ড। ১১ই আগস্ট মুক্তি নিশ্চিত করতে আগামী ৩১শে জুলাইয়ের মধ্যে ছাড়পত্র পাওয়ার সর্বোচ্চ চেষ্টা নির্মাতা করছেন বলেও জানিয়েছিলো সংবাদ মাধ্যমটি।
এদিকে জানা গেছে, সিনেমাটিতে বেশ কিছু পরিবর্তনের সুপারিশ করেছিলেন সেন্সর বোর্ডের সংশোধন কমিটি। উক্ত কিমিটির এই সুপারিশের ব্যাপারে নির্মাতা মোটেও সন্তুষ্ট হতে পারেননি বলে উল্লেখ আছে উক্ত প্রতিবেদনে। এ প্রসঙ্গে একটি সূত্রের উল্লেখ করে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ‘সর্বোপরি, সংশোধন কমিটি সিনেমাটিতে মোট ২০টি কর্তনের নির্দেশ দিয়েছে। এর মধ্যে বেশ কিছু দৃশ্য এবং সংলাপ অন্তর্ভূক্ত রয়েছে। এছাড়া সিনেমাটিতে শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য হিসেবে মুক্তির সুপারিশও করেছেন সেন্সর বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের সংশোধন কমিটি।‘
জানা গেছে, অপ্রাপ্তবয়স্কদের জন্য নিষিদ্ধের পাশাপাশি অক্ষয় কুমারের বিতর্কিত সিনেমা ‘ওহ মাই গড ২’-এ কিছু পরিবর্তনের নির্দেশ দিয়েছে চলচ্চিত্র সেন্সর বোর্ড। চলতি বছরের ‘আদিপুরুষ’ এবং সর্বশেষ হলিউডের ‘ওপেনহাইমার’ সিনেমায় ভগবৎ গীতা নিয়ে একটি দৃশ্যের কারনে সৃষ্ট বির্তকে অনেকটাই সতর্ক অবস্থানে ছিলেন সেন্সর বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের সংশোধন কমিটি। সেই প্রেক্ষিতে, সিনেমাটির বেশ কিছু সংলাপ পরিবর্তনের পাশাপাশি এতে অক্ষয় কুমারকে ‘লর্ড শিবা’ হিসেবে না দেখানোর নির্দেশ দয়েছে উক্ত কমিটি। সিনেমাটিতে অক্ষয় কুমারকে ‘ঈশ্বরের বার্তাবাহক’ হিসেবে উপস্থাপনের নির্দেশ দিয়েছে সংশোধন কমিটি।
একটি সূত্রের উল্লেখ করে বলিউড ভিত্তিক সংবাদ মাধ্যম বলিউড হাঙ্গামা জানিয়েছে, ‘সেন্সর বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন সিনেমাটিকে মুক্তি অনুমতি দিয়েছে তবে সেটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। নির্মাতারা সর্বজনীন ছাড়পত্রের জন্য চেষ্টা করেছিলেন, যেহেতু তারা মনে করেন ১৮ বছরের নীচে সবারও সিনেমাটি দেখা উচিৎ। কিন্তু সেটি করতে হলে সিনেমাটিতে বেশ কয়েকটি কর্তনের প্রয়োজন হত।‘ কিন্তু, যেসব দৃশ্যে কর্তনের কথা বলেছেন সেগুলো মেনে নিলে সিনেমাটির মূল বিষয়বস্তু দূর্বল হয়ে যেত। তাই শেষ পর্যন্ত প্রাপ্তবয়স্কদের সিনেমা হিসেবেই ছাড়পত্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে নির্মাতাদের।
উল্লেখ্য যে, শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের উপযোগী হিসেবে মুক্তির অনুমতি পাওয়া অক্ষয় কুমারের বিতর্কিত সিনেমা ‘ওহ মাই গড ২’-এর স্থায়িত্ব হচ্ছে ২ ঘণ্টা ৩৬ মিনিট। এর মাধ্যমে একযুগ পর আবারো অক্ষয় কুমার অভিনীত কোন সিনেমা প্রাপ্তবয়স্কদের উপযোগী হিসেবে মুক্তি পেতে যাচ্ছে। এর আগে ২০১১ সালে মুক্তি প্রাপ্ত এই তারকার ‘দেশী বয়েজ’ প্রাপ্তবয়স্কদের সিনেমার ছাড়পত্র পেয়েছিলো। ‘দেশী বয়েজ’ সিনেমায় অক্ষয় ছাড়া আরো অভিনয় করেছিলেন জন আব্রাহাম,দীপিকা পাডুকোন, চিত্রাঙ্গদা এবং সঞ্জয় দত্ত। ‘দেশী রয়েজ’ কমেডি ভিত্তিক হলেও, ‘ওহ মাই গড ২’ সিনেমাটি শিক্ষামূলক বিনোদন হতে যাচ্ছে।
প্রসঙ্গত, অমিত রায় পরিচালিত ‘ওহ মাই গড’ সিনেমাটিতে বিভিন্ন ধর্মের কুসংস্কার এবং পূজারী সংস্কৃতির বিষয়টি উঠে এসেছিলো। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন পারেশ রাওয়াল এবং মিঠুন চক্রবর্তি। আর ভগবান কৃষ্ণের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। ১১ বছর পর এবার সিনেমাটির দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হচ্ছেন এই নির্মাতা। গুঞ্জন অনুযায়ী, ‘ওহ মাই গড ২’ সিনেমায় ভারতীয় শিক্ষা ব্যবস্থায় যৌন শিক্ষার বাধ্যবাধকতার বিষয়টি প্রাধান্য পাচ্ছে। সিনেমাটিতে অক্ষয় কুমার ভগবান শিব চরিত্রে অভিনয় করছেন।
আরো পড়ুনঃ
২০টি কর্তন সাপেক্ষে প্রাপ্তবয়স্কদের জন্য অক্ষয় কুমারের ‘ওহ মাই গড ২’!
তিন পর্বে নির্মিত হতে যাচ্ছে নিতেশ তিওয়ারি পরিচালিত সিনেমা ‘রামায়ণ’
করণ জোহর প্রযোজিত পরবর্তী অ্যাকশন থ্রিলার সিনেমায় আলিয়া ভাট