২০১৮ সালের ‘জিরো’ সিনেমার ব্যর্থতার পর সাময়িক বিরতি নিয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। সে সময়ে এই তারকার বক্স অফিস ভবিষ্যৎ নিয়ে শোনা গিয়েছিলো অনেক গুঞ্জন। তবে তিন সিনেমা দিয়ে ২০২৩ বক্স অফিসে রাজকীয় প্রত্যাবর্তন করেন শাহরুখ খান। এর শুরুটা ছিলো ২০২৩ সালের ২৫শে জানুয়ারি ‘পাঠান’ সিনেমার মাধ্যমে। মুক্তির পরই সব সমালোচনার দাঁতভাঙ্গা জবাব দেন শাহরুখ খান। বিশ্বব্যাপী বক্স অফিসে বলিউডের সর্বকালের সবচেয়ে বেশী আয়ের সিনেমা হিসেবে আবির্ভুত হয় ‘পাঠান’।
এখানেই শেষ নয়, একই বছরের সেপ্টেম্বরে মুক্তিপ্রাপ্ত শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ ছাড়িয়ে যায় ‘পাঠান’ সাফল্যকেও। প্রথম বলিউড সিনেমা হিসেবে ভারতীয় বক্স অফিসে ৬০০ কোটি রুপির মাইলফলক অতিক্রম করতে সক্ষম হয়েছিলো অ্যাটলি কুমার পরিচালিত এই সিনেমা। হিন্দি, তামিল এবং তেলুগু এই তিন ভাষায় সিনেমাটি আয় করেছে ৬০০ কোটি রুপির বেশী।
এরপর, ২০২৩ সালের ক্রিসমাসে মুক্তি পায় শাহরুখ খানকে নিয়ে রাজকুমার হিরানির প্রথম সিনেমা ‘ডানকি’। রাজকুমার হিরানি এবং শাহরুখ খান – সিনেমাটির বাণিজ্যিক সাফল্যের জন্য এটিই যতেষ্ট ছিলো! তবে সিনেমাটি সে তুলনায় প্রত্যাশ অনুযায়ী আয় করতে ব্যর্থ হয়েছিলো। তবে সিনেমা ব্যার্থ ছিলো না, সিনেমাটি ভারতীয় বক্স অফিসে ২০০ কোটির বেশী আয় করেছিলো। কিন্তু শাহরুখ খান এবং রাজকুমার হিরানি বলেই হয়তো এই সংখ্যাটি কম মনে হচ্ছে!
এক বছরে তিন সিনেমা দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন করেছেন বলিউড বাদশা শাহরুখ খান। ‘পাঠান’, ‘জওয়ান’ এবং ‘ডানকি’ সিনেমাগুলোর বিশ্বব্যাপী বক্স অফিসে আয় ছিলো প্রায় ২,৭০০ কোটি রুপি। আর সিনেমাগুলো প্রেক্ষাগৃহে দেখা হয়েছে মোট ৮ কোটি বার!#ফিল্মীমাইক #Filmymike #Bollywood #ShahRukhKhan pic.twitter.com/bxYpjfloX5
— Filmymike – সিনেমার প্রচার মাইক (@FilmyMikeBD) October 5, 2024
তিন সিনেমা দিয়ে ২০২৩ বক্স অফিসে শাহরুখ খানের রাজকীয় প্রত্যাবর্তনের গল্পটা পরিষ্কার হয়ে যায় ভারতীয় বক্স অফিসে নেট আয়ের মাধ্যমে। সিনেমাগুলোর ভারতীয় বক্স অফিসে নেট আয় ছিলো নিম্নরূপ –
সিনেমার নাম | ভারতীয় বক্স অফিস আয় (নেট) | বক্স অফিস ভার্ডিক্ট |
পাঠান | ৫৪৩ কোটি রুপি | অল টাইম ব্লকবাস্টার |
জওয়ান | ৬৪৪ কোটি রুপি | অল টাইম ব্লকবাস্টার |
ডানকি | ২১৩ কোটি রুপি | হিট |
ভারতীয় বক্স অফিসে পাশাপাশি আন্তর্জাতিক বক্স অফিসেও সমান তালে ব্যবসা করেছে সিনেমাগুলো। আন্তর্জাতিক বাজারে শাহরুখ খানের অবস্থান অন্য উচ্চতায়। তিন সিনেমা দিয়ে ২০২৩ সালে বিশ্বব্যাপী বক্স অফিসে শাহরুখ খান আয় করেছেন প্রায় ২,৭০০ কোটি রুপি।
সিনেমার নাম | বিশ্বব্যাপী বক্স অফিস আয় (গ্রোস) | বক্স অফিস ভার্ডিক্ট |
পাঠান | ১,০৫৫ | অল টাইম ব্লকবাস্টার |
জওয়ান | ১,১৬০ | অল টাইম ব্লকবাস্টার |
ডানকি | ৪৭০ | ব্লকবাস্টার |
এখানে আরো একটি বিষয় উল্লেখ্য যে, বক্স অফিসে আয়ের পাশাপাশি টিকেট বিক্রিতেও একাধিক রেকর্ড গড়েছেন শাহরুখ খান। হিসেব অনুযায়ী, তিন সিনেমা দিয়ে ২০২৩ শাহরুখ খান অভিনীত সিনেমার দেখার সংখ্যা ছিলো প্রায় ৮ কোটি। অর্থাৎ, ‘পাঠান’, ‘জওয়ান’ এবং ‘ডানকি’ সিনেমাগুলো শুধুমাত্র ভারতের প্রেক্ষাগৃহে ৮ কোটি বার দেখেছেন দর্শকরা।
এই তিন সিনেমা মুক্তির প্রায় এক বছর অতিক্রম হলেও এখন পর্যন্ত শাহরুখ খানের নতুন কোন সিনেমার ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। তবে গুঞ্জন অনুযায়ী, আগামী বছরের শুরুতে শাহরুখ খান সুজিয় ঘোষ পরিচালিত ‘কিং’ সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন। এরপর আগামী বছরের শেষ ভাগে শুরু হবে ‘পাঠান ২’ সিনেমার কাজ। আপাতত এই দুটি সিনেমা শাহরুখ খান নিশ্চিত করেছেন বলে জানা গেছে।
আরো পড়ুনঃ
‘অ্যানিম্যাল’ দিয়ে বাজিমাত: আসছে দশকে রাজত্ব করবেন রনবির কাপুর!
শাহরুখ খানের নতুন সিনেমা নিয়ে আলোচনাঃ কে থাকছেন পরিচালনায়?
সালমান ভক্তদের জন্য দারুন খবর! কিসের ইঙ্গিত দিলেন সাজিদ নাদিওয়ালা