গত ৯ই ডিসেম্বর রাজধানীর বনানী ক্লাবে নতুন সিনেমা ‘স্ফুলিঙ্গ’ এর ঘোষনা দিয়েছিলেন আলোচিত নির্মাতা তৌকীর আহমেদ। এই অনুষ্ঠানেই তিনি বলেছিলেন করোনার কারণে সেট ফেলে টানা শুট করে খুব দ্রুত সিনেমাটির কাজ শেষ করবেন। যেই কথা সেই কাজ! জানা গেছে মাত্র ২৪ দিনের টানা শুটিং করে সিনেমাটির চিত্রায়ন শেষ করেছেন এই নির্মাতা।
সম্প্রতি একটি অনলাইন পত্রিকার সাথে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি প্রতিবার যেটা করি, টানা শুটিংয়ে শেষ। তবে যদি গান করি, সেটার জন্য তিন দিন লাগবে, গান আছে। আর কিছু কাজ বাকি আছে।’ এছাড়াও উক্ত পত্রিকার প্রতিবেদন অনুযায়ী আগামী মার্চে মুক্তি পাবে সিনেমাটি।
উল্লেখ্য যে, গত মাসের ১১ তারিখে গাজীপুরের রাজেন্দ্রপুরের নক্ষত্রবাড়ি রিসোর্টে শুরু হয় ‘স্ফুলিঙ্গ’ সিনেমারচিত্রায়ন। সিনেমাটির প্রধান কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন পরীমণি, জাকিয়া বারী মম, আবুল হায়াত, মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, শহীদুল আলম সাচ্চু, রওনক হাসান, শ্যামল মাওলাসহ অনেকে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মিত এই সিনেমা প্রযোজনা করছে স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশন।