তানভীর এবং আফ্রিকে নিয়ে মাসুম রেজার নতুন সিনেমা ‘ইস্টিশন’

নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন আবু হুরায়রা তানভীর ও আফ্রি সেলিনা। রোমান্টিক গল্প নির্ভর সিনেমাটির কাহিনি ও সংলাপ লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনাট্যকার মাসুম রেজা। নতুন এই সিনেমার নাম ‘ইস্টিশন’। দুইজন মানুষের প্রেমের ঘটনা-দূর্ঘটনা নিয়ে আবর্তিত সিনেমাটির গল্প।

জানা গেছে, গত ১৯শে জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয় সিনেমাটির মহরত। আর তার পরের দিন ২০শে জানুয়ারি থেকে কমলাপুর রেল স্টেশনে শুরু হয়েছে সিনেমাটির দৃশ্যধারণের কাজ। টানা শুটিং এর পর ঢাকা এবং ঢাকার বাইরে হবে সিনেমাটির শুটিং।

এ প্রসঙ্গে একটি অনলাইন পত্রিকার সাথে আলাপকালে সিনেমাটির পরিচালক বলেন, ‘এখানে একটানা পাঁচদিন শুটিং হবে। এরপর ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন স্থানে বিরতিহীনভাবে শুটিং করব।’

উল্লেখ্য যে, তানভীর এবং আফ্রি ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করছেন অনন্ত হীরা, সাহারিন ইসলাম, মুন্না, সুব্রত, রেবেকা রউফ, জ্যাকি আলমগীর, প্রিন্সেস বিউটি, সামিয়া রাজ ও এস. আই. ফারুক। সিনেমাটির একটি গানে জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল কণ্ঠ দিবেন বলে জানা গেছে।

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত

%d bloggers like this: