প্রথমবারের মতো জুটিবদ্ধ হচ্ছেন চিত্রনায়ক ইমন ও তানহা তাসনিয়া

এবার কমেডি সিনেমা নির্মান করতে যাচ্ছেন পরিচালক রকিবুল আলম রকিব। আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে নির্মিতব্য পুরোপুরি কমেডি নির্ভর এই সিনেমার নাম ‘বিয়ে আমি করবো না’। আর সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় জুটিবদ্ধ হচ্ছেন চিত্রনায়ক ইমন ও তানহা তাসনিয়া।

সিনেমাটির প্রসঙ্গে একটি অনলাইন পত্রিকার সাথে আলাপকালে ইমন বলেন, ‘বিয়ে আমি করবো না’ পুরোপুরি কমেডি নির্ভর সিনেমা হবে। অনেকদিন পর কমেডি গল্পে কাজ করতে যাচ্ছি। এর আগে শাহীন সুমন পরিচালিত ‘পাঁচ টাকার প্রেম’ নামে একটি সুপার ডুপার হিট সিনেমা করেছিলাম।

অন্যদিকে সিনেমাটিতে ইমনের নায়িকা তাহনা বলেন, অনেকদিন পর নতুন সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছি। গল্প শুনেই জানিয়েছি, আমি সিনেমা করবো। টানা শুটিংয়ে কাজ শেষ হবে। আশা করি ভালো কিছু হবে।

একটি অনলাইন পত্রিকার প্রতিবেদন অনুযায়ী ১৬ই জানুয়ারি শুরু হতে যাচ্ছে এই সিনেমার শুটিং। আর একদিন পর ১৭ই জানুয়ারি শুটিং এ অংশ নিবেন বলে জানিয়েছেন তানহা। এর আগে তানহা তাসনিয়া নিরব, আরিফিন শুভর বিপরীতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন।

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত

%d bloggers like this: