বর্তমান সময়ের অন্যতম আলোচিত জুটি সিয়াম আহমেদ ও পূজা চেরী। ইতিমিধ্যে এই জুটির মুক্তি পেয়েছে ‘পোড়ামন-২’ এবং ‘দহন’ নামে দুটি সিনেমা। মক্তির প্রতীক্ষায় রয়েছে ‘শান’ নামের আরো একটি সিনেমা। জানা গেছে চতুর্থবারের মত জুটিবদ্ধ হয়ে পর্দায় আসছেন সিয়াম আহমেদ ও পূজা চেরী।
এই জুটির নতুন এই সিনেমার নাম ‘সিকান্দার’। এই সিনেমার মাধ্যমে পরিচালকের খাতায় নাম লেখাচ্ছেন জুবায়ের আলম। একটি অনলাইন পত্রিকার প্রতিবেদন অনুযায়ী সিনেমাটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া। মার্চের মাঝামাঝি সিনেমাটির শুটিং শুরু হতে পারে বলে উল্লেখ আছে ওই প্রতিবেদনে।
উক্ত অনলাইন পত্রিকার সাথে আলাপকালে পরিচালক জুবায়ের আলম বলেন, ‘মার্চে শুটিংয়ে যাবো। সিয়ামের আলাদা লুক তৈরি করছি। এটা ব্যক্তি কেন্দ্রিক ছবি নয়। নির্দিষ্ট একটি প্লট বেইজ গল্পের ছবি। সবকিছু শতভাগ চূড়ান্ত হয়েছে, চলতি মাসের শেষে সবকিছু জানাবো। তার আগে কিছু নয়।’