সম্প্রতি নতুন একটি সিনেমা নির্মানের ঘোষনা দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক সৈকত নাসির। সিনেমাটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক নিরব হোসেন এবং সময়ের আলোচিত চিত্রনায়িকা পূজা চেরি। এবার আগামী মাসে সিনেমাটির শুটিং কথা নিশ্চিত করলেন পরিচালক নিজেই।
এ প্রসঙ্গে একটি অনলাইন পত্রিকার সাথে আলাপকালে সৈকত নাসির বলেন, ‘৩ জানুয়ারি থেকে আমরা শুটিংয়ে যাচ্ছি। অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে আলোচনা করেই গতকাল রাতে ফেসবুকে আমরা ঘোষণা দিয়েছি।’
জানা গেছে, নিরব-পূজার পাশাপাশই আরো দুইটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন জান্নাতুল নাঈম এভ্রিল এবং সাঞ্জু জন। এছাড়াও সিনেমাটিতে আরো অভিনয় করছেন এল আর খান সীমান্ত, ফারহান খান রিও, জন জাহিদসহ অনেকেই। এর বাইরে আরো একজন অভিনেতাকে দেখা যাবে এই সিনেমায় যা পরিচালক এখনই না বলে দর্শকদের জন্য কোক হিসেবে রাখতে চান।
আসাদ জামানেই গল্প ও সংলাপে সিনেমাটি প্রযোজনা করছে স্বদেশ এন্টারটেইনমেন্ট। এর আগে সৈকত নাসিরের পরিচালনায় শেষ হয়েছে ‘ক্যাসিনো’ ও ‘বর্ডার’ সিনেমার কাজ। সিনেমা দুটি মুক্তির অপেক্ষায় আছে।