গতকাল নিজের জন্মদিনে কলকাতার তারকা দেব প্রকাশ করেছিলেন তার প্রথম বাংলাদেশী সিনেমা ‘কমান্ডো’ এর টিজার। টিজারটি প্রকাশের পরই বাংলাদেশের ফেসবুকের বিভিন্ন সিনেমা বিষয়ক গ্রূপে শুরু হয়েছে টিজার নিয়ে সমালোচনা। সিনেমা সংশ্লিষ্ট বিভিন্ন গ্রূপ ঘুরে দেখা গেছে মূলত মুসলমানদের জঙ্গী হিসেবে উপস্থাপন করা নিয়েই বেশী ক্ষোভ সিনেমাপ্রেমীদের মনে।
টিজারে দেবকে কমান্ডোর চরিত্রে কিছু মুসলিম জঙ্গীদের বিরুদ্ধে একটি সার্জিক্যাল স্ট্রাইকের নেতৃত্ব দিতে দেখা গেছে। আর এখন থেকেই শুরু হয়েছে সমালোচনা। চলচ্চিত্র ভুবন গ্রূপে মহিউদ্দিন আবরার আবিদ নামে একজন লিখেন, ‘ইন্ডিয়ান বা অন্য কোনো মুভিতে যদি জঙ্গিদের দেখানো হয় তখন ই দেখা যায় পাঞ্জাবি, পাজামা আর টুপি পরিহিত মুসলিমদের। আর এবার বাংলাদেশও (মুসলিম কান্ট্রি) মুসলিমদের কে ছাড়লো না। এটাই কি মুসলিম কান্ট্রি!! কেনো? জঙ্গিবাদ নিয়ে মুভি করলেই কেনো মুসলিমদের জঙ্গিবাদ হিসেবে তকমা দিতে হবে? অনেকেই বলতে পারেন-এটা জাস্ট একটা মুভি। বাট, তারা ভুলে যায়, একটা মুভি রিপ্রেজেন্ট করে একটা দেশ, জাতি, সংস্কৃতিকে। আমি একজন মুসলিম হিসেবে তীব্র নিন্দা জানাই ‘কমান্ডো’ মুভির। কারণ, দূর্ভাগ্যবশত, এটা বাংলাদেশি মুসলিম কান্ট্রির মুভি।’
সীমান্ত শাকিব নাম আরেকজন লিখেন, ‘জঙ্গী মানেই কি “নারায়ে তাকবীর আল্লাহু আকবার”? কেন ঢাকা অ্যাটাক সিনেমাতেও তো জঙ্গীদের আলাদা ভাবে তুলে ধরা গেছে। সেখানে তো টুপি দাড়ি বাদেই দেশবিরোধী দের তুলে ধরা হয়েছে। তাহলে কেন পুরোপুরি হিন্দুস্থানের মনোভাব আমাদের প্রযোজক পরিচালকদের মধ্যে? পুরো হিন্দুস্থান সারা বিশ্বের মুসলিমদের যেরকম আখ্যা দেয়, আমরা সিনেমার মাধ্যমে তাদেরকে আরো বেশি বেশি সাহায্য করি আর কি! আজ টিজার রিলিজ হলো। এখন আমার ছোট্ট জ্ঞানে মনে হচ্ছে এই সিনেমা মুক্তির পর সারাবিশ্বের মুসলমানের মনে আঘাত করবে। আগাম এতটুকু বলে রাখলাম। ধিক্কার জানাই আপনাদের মত প্রযোজক পরিচালকদের।’
এছাড়াও তালহা আহমেদ রেজা নাম একজন লিখেন, ‘আমার বুজতে ও কষ্ট হয়। যে এই ধরনের মুভি হবে আমাদের দেশে। আমাদের প্রযোজক পরিচালক বলতে সব কিছুই। এই মুভি আমাদের দেশের। এভাবে যদি মুসলিম দেশে এরকম মুভি হয়। মুসলিমদেরকে ভারতের মুভিতে জঙ্গি মানাতে মানাতে এখন আমাদের মুসলিমদের দেশেও। এটা আমরা মুসলিমরা মানতে পারবনা। আজকে বললাম ভয়কট করলাম কমান্ডোকে।’
এছাড়াও উপরোক্ত পোস্টগুলোর মন্তব্য দেখেও বোঝা যাচ্ছে সিনেমাটির টিজার নিয়ে মোটেও খুশিনা এদেশের চলচ্চিত্র প্রেমীরা। সেলিম খান প্রযোজিত এই সিনেয়ামটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনী। দেব এই ছবির মাধ্যমে প্রথম কোনো বাংলাদেশি সিনেমায় কাজ করছেন। তার বিপরীতে রয়েছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭-এর প্রথম রানারআপ মিতু।
‘কমান্ডো’ টিজার দেখুনঃ