দীর্ঘ বিরতির পর রকিবের পরিচালনায় সিনেমায় ফিরলেন চিত্রনায়িকা কেয়া

গত বছরের মাঝামাঝি সময়ে রকিবুল আলম রকিবের পরিচালনায় ‘ইয়েস ম্যাডাম’ সিনেমা দিয়ে নতুন করে ক্যামেরার সামনে দাঁড়ান এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া। মুক্তি প্রতীক্ষিত এই সিনেমাটিতে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন তিনি।

এদিকে সিনেমাটি মুক্তির নতুন সিনেমার খবর জানালেন এই চিত্রনায়িকা।জানা গেছে রকিবুল আলম রকিবের পরিচালনায় নতুন আরেকটি সিনেমার শুটিং শুরু করেছেন কেয়া। ‘সীমানা’ নামের এই সিনেমায় কেয়ার বিপরীতে অভিনয় করছেন এ প্রজন্মের চিত্রনায়ক সাইফ খান।

একটি অনলাইন পত্রিকার প্রতিবেদন অনুযায়ী সাভারে একটি বাগানবাড়িতে শুরু হয়েছে নতুন এই সিনেমার চিত্রায়ন। রোমান্টিক গল্প নিয়ে নির্মিত এ ছবির শুটিং একটানা চলবে বলে জানা গেছে। পাশাপাশি চলতি বছরেই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন এর নির্মাতারা।

সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে একটি অনলাইন পত্রিকার সাথে আলাপকালে কেয়া বলেন, ‘সিনেমার গল্প এবং আমার চরিত্র দুটোই এক কথায় খুব ভালো লেগেছে। এর আগে নির্মাতা রকিবুল ইসলাম রকিবের নির্দেশনায় সিনেমায় অভিনয় করেছি। তিনি চেষ্টা করেছেন গল্পটা যথাযথভাবে ফুটিয়ে তুলতে। আর আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি চরিত্রটি ফুটিয়ে তুলতে। বাকিটা ছবি মুক্তি পেলে দর্শকই ভালো বলতে পারবেন।’ দর্শকদের সিনেমাটি দেখার আমন্ত্রণ জানিয়ে তিনি আরো বলেন, ‘দর্শকের কাছে অনুরোধ থাকবে সিনেমাটি মুক্তি পেলে তারা যেন হলে গিয়ে সিনেমাটি উপভোগ করেন।

অন্যদিকে সিনেমাটি প্রসঙ্গে চিত্রনায়ক সাইফ খান বলেন, ‘দারুণ একটি গল্প সিনেমা ‘সীমানা’। চলমান কনকনে শীতের মধ্যে ভোর থেকে গভীর রাত পর্যন্ত শুটিং করছি। শারীরিকভাবে কিছুটা ক্লান্ত হলেও পুরো ইউনিট খুব উৎসাহের সঙ্গে কাজ করছে। আশা করি ভালো কিছু দাঁড়াবে।’

উল্লেখ্য যে, সাইফ খান কলকাতা বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে জুটি বেঁধে ‘নীল দরিয়ার মাঝি’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন। অন্যদিকে কেয়া বাংলা সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা যিনি রুবেল এবং মান্নার মোট তারকার বিপরীতে অভিনয় করেছেন।

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত

%d bloggers like this: