[ভিডিও] দেবের প্রথম বাংলাদেশী সিনেমার এক ঝলক: কমান্ডো টিজার

নিজের জন্মদিনে ভক্তদের জন্য উপহার হিসেবে আজ প্রকাশ করলেন তার প্রথম বাংলাদেশী সিনেমা ‘কমান্ডো’ এর টিজার। গতকাল নিজের ভেরিফাইড টুইটারে কমান্ড রূপে একটি ছবি দিয়ে তিনি লিখেছিলেন, ‘বাংলাদেশে আমার সকল ভক্তদের জন্য… আগামীকাল আমি প্রকাশ করছি ‘কমান্ডো’ সিনেমার টিজার। আপনারা কি পুলকিত?’ আর কথামতই আজ প্রকাশ করলেন সিনেমাটির টিজার।

টুইটারে সিনেমাটির টিজার শেয়ার করে বাংলাদেশে তার ভক্তদের উদ্যেশে রিনি লিখেন, অবশেষে অপেক্ষার অবসান, আপনাদের জন্য রইল আমার বাংলাদেশের প্রথম সিনেমা কমান্ডোর টিজার। আমার পাশে থাকার জন্য বাংলাদেশের সকল দর্শকদের অসংখ্য ধন্যবাদ এবং আশা রাখি এই সিনেমাটি আপনাদের সকলের খুব ভালো লাগবে।

‘কমান্ডো’ টিজার দেখুনঃ

সেলিম খান প্রযোজিত এই সিনেয়ামটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনী। দেব এই ছবির মাধ্যমে প্রথম কোনো বাংলাদেশি সিনেমায় কাজ করছেন। তার বিপরীতে রয়েছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭-এর প্রথম রানারআপ মিতু। জানা যায়, ‘কমান্ডো’র শুটিংয়ের জন্য আগেই বাংলাদেশে আসার কথা ছিল দেবের। কিন্তু করোনার কারণে সমস্ত পরিকল্পনা বাতিল করতে হয়। কোভিড আক্রান্ত হয়েছিলেন দেবের বাড়ির এক কর্মচারীও। এরপর পরিবারসহ বেশ কিছুদিন আইসোলেশনে ছিলেন টলিউড তারকা। পরে কর্মচারীর করোনামুক্ত হওয়ার কথাও জানিয়েছিলেন।

এদিকে ‘কমান্ডো’ ছাড়াও দেবের হাতে রয়েছে ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত সিনেমা ‘গোলন্দাজ’ ও অভিজিৎ সেন পরিচালিত ‘টনিক’। রুক্মিণী মৈত্রর সঙ্গে আবারও ‘কিশমিশ’ সিনেমায় জুটি বেঁধেছেন দেব। এছাড়াও দেব প্রযোজিত ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ মুক্তির অপেক্ষায় রয়েছে।

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত

%d bloggers like this: