ভালো কাজের অফারের অপেক্ষায় অপু বিশ্বাস!

বড় পর্দায় অপু বিশ্বাস

ভালো কাজের অফারের অভাবে কাজ করছেন না ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। ভালো কাজের অফার পেলে আবারও কাজ শুরু করতে চান এই তারকা। সম্প্রতি একটি অনলাইন পত্রিকার সাথে আলাপকালে এমনটাই হানলেন অপু বিশ্বাস। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কাজ করা হচ্ছে না। আর ওই রকমভাবে ভালো কোনো কাজ আসছে না। আসছে কাজের অফার, ভালো কিছু আসছে না। ভালো কিছুর অপেক্ষায় আছি। হলে পরে করব।’

একদিকে গত ১৬ই ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিলো অপু বিশ্বাস অভিনীত সিনেমার ‘প্রিয় কমলা’। কিন্তু সেন্সর জটিলতার কারনে সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব হয়নি বলে জানান তিনি। ‘প্রিয় কমলা’ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা সেন্সর হয়ে গেলে রিলিজ দিয়ে দেবে। আমি যতটুকু শুনেছি, ১৬ ডিসেম্বর মুক্তির কথা ছিল, একটা টেকনিক্যাল প্রবলেম ছিল, সেটা ওভারকাম করে ফেলেছে।’

‘প্রিয় কমলা’ ছাড়াও এই মুহূর্তে অপু বিশ্বাস ‘ছায়াবৃক্ষ’ শিরোনামে আরো একটি সিনেমায় কাজ করছেন। সিনেমাটির চিত্রায়নের আপডেট জানতে চাইলে তিনি বলেন, ‘কাজ এখানো বাকি আছে। ৬০ ভাগ হয়েছে, এখনো ৪০ ভাগ বাকি। জানুয়ারিতে বসে আমি শিডিউল দিতে পারব।’

উল্লেখ্য যে, অপু বিশ্বাসের আরো একটি সিনেমা মুক্তির প্রহর গুনছে। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এই সিনেমার নাম ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২।’ চলতি বছরের ২০সে মার্চ মুক্তির কথা থাকলেও করোনার কারনে মুক্তি দেওয়া সম্ভব হয়নি সিনেমাটি। মুক্তির নতুন তারিখ এখনও জানা যায়নি। সিনেমাটিতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী।

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত

%d bloggers like this: